বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সীতে চুন্নুর ২১ গোল

CHUNNU-GOALL-2                                                                 …সত্তর আশি দশকের দেশ সেরা লেফট উইঙ্গার জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত খ্যাতিমান তারকা ফুটবলার চুন্নু ছিলেন ফুটবলের এক নিপুন কারিগর…চোঁখ ধাধানো পায়ের কাজ ছিলো তার…সাপের মত একে বেকে বিপদ সীমানায় ঢুকে যেমন একের পর আক্রমন রচনা করেছেন তেমনি ক্লাব ফুটবল আর জাতীয় দলের জার্সীতে গোলও করেছেন অনেক…বলা চলে চুন্নুর তুলনা ছিলো চুন্নু নিজেই…আজও যেমন চুন্নুর মত উইঙ্গার দেখা মেলেনা তেমনি তার মত মন কাড়া দৃষ্টিনন্দন ড্রিবলিংয়ে বিপদ সীমানায় ঢুকে ত্রাসের রাজত্ব করে গোল করার কারিশমা চোঁখে পড়েনা…চুন্নুর গোলের উৎস তৈরী করা আর গোল করার দক্ষতা ছিলো জুড়ি মেলা ভার…

...১৯৮৫ সালের বিশ্বকাপ বাছাই ফুটবল আসরে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে চুন্নুর(ছবিতে ডানে) জয়সূচক গোলের মুহূর্ত...

…১৯৮৫ সালের বিশ্বকাপ বাছাই ফুটবল আসরে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে চুন্নুর(ছবিতে ডানে) জয়সূচক গোলের মুহূর্ত…

                                                              …সেই ‘৭৫ সালে খুব অল্প বয়সেই জাতীয় দলে খেলার সুযোগটা লাভ করেছিলেন চুন্নু…বঙ্গভবনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্শিবাদ নিয়ে প্রথমবারের মত খেলতে গিয়েছিলেন মালয়েশিয়ায় মারদেকা কাপে খেলতে…আর জাতীয় দলের জার্সী গায়ে জড়িয়ে গোলের সূচনাটা ছিলো চুন্নুর ‘৭৯ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান কাপ আসরে…সেবার আফগানিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে প্রথম গোলের মুখ দেখেছিলেন কুশলী উইঙ্গার চুন্নু…শেষটা ছিলো ‘৮৫ সালে পাকিস্তানের কায়দে আযম ট্রফিতে…সেই আসরে চুন্নু ইন্দোনেশিয়া ও পাকিস্তান সবুজ ও সাদা দল দুটোর বিরুদ্ধে একটি করে গোল করেছিলেন…পাকিস্তানের কায়দে আযম ট্রফির তিনটে গোল সহ চুন্নু জাতীয় দলের জার্সীতে মোট গোল করেছিলেন ২১টি…এই একুশ গোলের মাঝে আলাদা ভাবে তুলে ধরার মত কীর্তি ছিলো ‘৮৩ সালে ঢাকার প্রেসিডেন্ট গোল্ড আপ আসরে নেপালের বিরুদ্ধে নয়ন জুড়ানো চমকপ্রদ হ্যাটট্রিক…চুন্নুর গোল নৈপূন্যে সে ম্যাচে বাংলাদেশ লাল দল ৪-২ গোলে হারিয়েছিলো নেপালকে…ওটাই ছিলো বাংলাদেশ দলের হয়ে কোন ফুটবলারের প্রথম হ্যাটট্রিক করার নজীড়…এছাড়া ২টি করে গোল করেছিলেন চুন্নু দু-দুবার ‘৮৪র নেপালের সাফ গেমস আসরে মালদ্বীপ ও নেপালের বিরুদ্ধে…চুন্নুর করা ২১ গোল ছিলো মোট ১৪ টি দেশের বিরুদ্ধে…চুন্নু গোল করেছেন এমন ম্যাচের মাঝে দল জয়ের স্বাদ নিয়েছিলো মোট ১০টি খেলায়…চুন্নু খেলা ছেড়েছেন যদিও বহু বছর আগে তবে অনেকের স্মৃতিতে আজও যেন ভেসে ওঠে তার খেলার স্মৃতি গুলো…ভোলার মত নয় কিনা তাই…

...১৯৭৫ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে মালয়েশিয়ার মারদেকা কাপ আসরে খেলতে যাবার প্রাক্কালে বঙ্গভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাঝে চুন্নু বসা বামের চতুর্থ...

…১৯৭৫ সালে প্রথম বারের মত সুযোগ পাওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে মালয়েশিয়ার মারদেকা কাপ আসরে খেলতে যাবার প্রাক্কালে বঙ্গভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাঝে চুন্নু সামনের সারিতে বসা বামের চতুর্থ…

No comments.

Leave a Reply