কেউ কি বলবেন আর কোন গুনটা থাকলে জাতীয় ফুটবল-হকি দলে খেলা আর জাতীয় হকি দলের কোচ কাওসার আলীর পাওয়া হবে জাতীয় ক্রীড়া পুরস্কার

…স্বাধীন বাংলাদেশে সত্তর দশকের খেলাধুলার রমরমা সময়টায় বলতেই হয় দুই জনপ্রিয় খেলাই ছিলো ফুটবল ও হকি। সে সময়টায় ফুটবল ও হকি দুখেলাতেই জাতীয় দলের জার্সী গায়ে জড়িয়ে অতুলোনীয় কীর্তি গড়েছিলেন তারকা খেলোয়াড় যশোরের ক্রীড়াঙ্গনের গর্বের এক নাম কাওসার আলী। এমন নজীড় ছিলো আর মাত্র দুজনের। এরা হলেন প্রতাপ শংকর হাজরা ও রামা লুসাই। কাওসার আলী ফুটবলে মোহামেডান ও ওয়ারী ক্লাবে হয়ে খেল্লেও সেরা সময়টায় কাটিয়েছিলেন বিজেএমসির হয়ে। ‘৭৯ সালে লিগ শিরোপা জয়ী বিজেএমসির সাফল্যের পেছনেও তার অবদান ছিলো বেশ। তেমনি ‘৭৬-৭৭ মরসুমে শেরেবাংলা কাপ জাতীয় ফুটবল আসরে নিজ জেলা যশোরের প্রথম বারেরমত জাতীয় চ্যাম্পিয়নের পেছনেও ভূমিকা রেখেছিলেন কাওসার আলী। ‘৭৫সাল হতে ‘৮৪ সাল অবধি ঢাকা লিগ ফুটবল আসরে সুনামের সাথেই খেলেছিলেন কাওসার আলী। এর পাশাপাশি ‘৭৪ হতে ‘৮৬ সাল পর্যন্ত টানা ১২ মরসুম যশোর জেলা দলের হয়ে একযোগে জাতীয় ফুটবল ও জাতীয় হকি আসরে দাপটে খেলে গেছেন কাওসার আলী। মাঝে অবশ্য ‘৭৭-’৭৯ অবধি জাতীয় হকি খেলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে।

00-kowsar ali

জাতীয় যুব ফটবল দলে কাওসার আলী প্রথম বারের মত জাতীয় দলের জার্সী গায়ে জড়িছিলেন। ‘৭৭ সালে ইরানের তেহরানে প্রথম খেলতে গিয়েছিলো জাতীয় যুব ফুটবল দল এবং সে দলে ছিলেন কাওসার আলী। এরপর ‘৭৮ সালে ঢাকা মাঠে খেলেন জাতীয় যুব দলের হয়ে এশিয়ান যুব ফুটবলের আসরে। নজড় কাড়া খেলা উপহার দিয়ে সে বছরেই ১৯৭৮ সালের ব্যংকক এশিয়াডে খেলা মূল বাংলাদেশ দলে ঠাই করে নিয়েছিলেন মাঝ মাঠের কুশলী ফুটবলার কাওসার আলী। এরপর ‘৭৯তে ঢাকা মাঠে খেলা হয় তার এশিয়ান কাপ আসরে। দ্বিতীয় পর্বে ওঠার সুবাদে বাংলাদেশ দলের হয়ে কুয়েতে খেলতে যান কাওসার আলী।

000-kowsar ali

বাংলাদেশ জাতীয় হকি দলে কাওসার আলী প্রথম খেলেন ‘৭৭ সালে। সেবার সফরকারী শ্রীলংকা জাতীয় দলের বিরুদ্ধে ৩টি ম্যাচে মাঠে নেমেছিলেন কাওসার আলী। সে সময় জমজমাট হকি লিগ আসরে ‘৭৫ হতে ‘৮৫ সাল অবধি একটানা এক দশক খেলেছিলেন কাওসার আলী ওয়ারী,সোনালী ব্যাংক ও সাধারন বীমার হয়ে। ওয়ারী দলের হয়ে টুর্নামেন্টে ট্রফি জয়ের স্বাদও নিয়েছিলেন।

000-kowsar aliz88

….. বাঁয়ে ‘৭৯র শহিদ স্মৃতি হকির চ্যাম্পিয়ন ওয়ারী ক্লাব দলে কাওসার আলী দাঁড়ানো ডানের দ্বিতীয় – ডানে ‘৭৭ সালের লিগ ফুটবলে মোহামেডান ক্লাব দলে কাওসার আলী দাঁড়ানো বামের দ্বিতীয় ……

খেলা ছেড়ে হকিতে খেলোয়াড় গড়ার কারিগরের ভূমিকায় নিজেকে জড়িয়েছিলেন কাওসার আলী। উচ্চতর কোচেস সার্টিফিকেটও নেন স্পেন, জার্মান,মালয়েশিয়া ও ভারত থেকে। হকি লিগে নানা সময়ে কাওসার আলী মোহামেডান ও আবাহনী ক্লাব ছাড়াও আজাদ স্পোর্টিং ক্লাব দলের কোচের দায়িত্বও পালন করেছেন। তার কোচিংএ মোহামেডান ও আবাহনী লিগ শিরোপাও জয় করেছিলো। তাছাড়া কোচ কাওসার আলী নৌবাহিনী হকি দলের এবং মিয়ানমার অনুর্ধ ২১ হকি দলকেও প্রশিক্ষন দিয়েছেন। এর পাশাপাশি টানা লম্বা সময় ধরে ১৯৮৮ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত জাতীয় হকি আসরে নানা সময়ে কাওসার আলী কোচের ভূমিকায় ছিলেন ঢাকা জেলা,পটুয়াখালি জেলা ও বিকেএসপি দলের। এসময়ে তার কোচিংএ ১৮ বার দল জয় করেছিলো জাতীয় চ্যাম্পিয়নের শিরোপা। তাক লাগানো কৃতিত্ব সন্দেহ নেই । এছাড়া কাওসার আলী প্রায় তিন দশক বিকেএসপিতে কোচের দায়িত্ব পালন করে অনেক তারকা খেলোয়াড় গড়ার পেছনে বিশেষ ভূমিকা রেখে গেছেন। এক সময় তিনি ছিলেন বিকেএসপির হকির প্রধান কোচ।

000-kowsar aliz3

…. জাতীয় হকির যশোর জেলা দলে কাওসার আলী দাঁড়ানো ডানের দ্বিতীয় ….

খেলা আর কোচিং জীবনের নানা কীর্তির বাইরেও কাওসার আলীর আরো কিছু কার্যক্রম ছিলো আলাদা ভাবেই তুলে ধরার মত। কাওসার আলী ২০১৩ সালে বাংলাদেশ হকি ফেডারেশনের সদস্যও ছিলেন এক দফায়। ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের ডেভোলাপমেন্ট কমিটির সদস্য, কোচেস কোর্স কো-অডিনেটর এবং কোচিং কমিটির সভাপতি। এর বাইরেও গুনী হকি ব্যক্তিত্ব কাওসার আলী  এশিয়ান হকি ফেডারেশনের ডেভোলাপমেন্ট ও এডুকেশন কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছিলেন এশিয়ান হকি ফেডারেশনের কোচেস এডুকেটর। তাছাড়া এশিয়ান হকি ফেডারেশনের গভের্নেন্স প্যালেনেরও সদস্য ছিলেন। “ হকি খেলার প্রথম পাঠ ও হকেট থেকে হকি ”   শিরোনামে হকি ব্যক্তিত্ব কাওসার আলীর নিজের লেখা দুটো বইও প্রকাশ পেয়েছে। পাঠক ওপরে উল্লেখিত এতসব কীর্তিগাথা গুনের অধিকারী  কাওসার আলীকে নিয়ে লেখার পেছনে একটা আক্ষেপ বা হতাশার গল্প রয়েছে। ব্যাপারটা সন্দেহ নেই কাওসার আলীর কাছেও বড় কস্টের এক যন্ত্রনা। ভাবতেই অবাক লাগে ফুটবলে তার জাতীয় দলে খেলা আর জাতীয় ফুটবল আসর বা লিগ শিরোপা জয়ের সাফল্য গুলো বাদই দিলাম দেশের হকির পেছনে দীর্ঘ তিন দশকেরও লম্বা সময় ধরে খেলোয়াড় তৈরীর কারিগর হিসেবে হকির সেবা করে যাওয়ার পাশে জাতীয় হকি দলে খেলা এত্তসব গুনের অধিকারী হয়ে তার পাওয়া হয়না জাতীয় ক্রীড়া পুরস্কার !!!! অবাকই হতে হয় বছর কয়েক গ্যাপ দিয়ে এইত দুদিন আগে ক্রীড়া মন্ত্রলানয় প্রকাশ করেছে ২০১৩ হতে ২০২০ সাল অবধি জাতীয় ক্রীড়া পুরস্কার পেতে যাচ্ছেন এমন আশির অধিক ক্রীড়া ব্যক্তিত্বর নাম। কিন্ত হায় সে তালিকায় কায়সার আলীর প্রশিক্ষন প্রাপ্ত তার শিষ্যরও নাম দেখা যাচ্ছে অথচ আসল কারিগরের নামটা দেখলাম না। দুঃখজনক বৈকি। পাঠক নীচে কাওসার আলীর খেলোয়াড়ী জীবনের পুরো ডাটা তুলে ধরলাম। কেউ কি তা দেখে বলতে পারবেন আর কোন যোগ্যতা বা গুনের অভাবে কাওসার আলীর মত গুনিজনের পাওয়া হয়না জাতীয় ক্রীড়া পুরস্কার । কেউ যদি জানাতেন কোন কাজটা তার করা বাকি বা করা হয়নি এখনও তাহলে তাকে বলতাম ভাই এই  কাজটা জলদি করুন নইলে  হতাশার যন্ত্রটা আরো দীর্ঘ হবে।

0-kowsar ali-1a

0-kowsar ali-1b

0-kowsar ali-1c

0-kowsar ali-1d

0-kowsar ali-1e

0-kowsar ali-1f

0-kowsar ali-1g

No comments.

Leave a Reply