কি করে ভুলে যাওয়া হলো খ্যাতিমান স্ট্রাইকার হালিমের ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান কাপ আসরে বাংলাদেশের হয়ে প্রথম গোল করার কীর্তির কথা

     1979-HALIM2                                               ….করোনা সব কিছুই যেন এলো মেলো করে দিল…যেমন এএফসির তেমনি ফুটবলার চুন্নুর মেমোরীও আজ ওলট পালট দেখাচ্ছে…মাছরাঙ্গা টিভিতে দেখলাম ফটুবলার চুন্নু বলছেন এএফসি নাকি এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশের প্রথম গোলদাতা হিসেবে তার নামটা তুলে ধরেছে…তিনি নিজেও বল্লেন প্রথম গোল করার সে কথা…ব্যাপারটা তাকে নাকি বেজায় খুশি করেছে…এএফসি না জেনে ভুল তথ্যটা না হয় দিল তা চুন্নু কি করে দিব্যি ভুলে গেলেন-নাকি জেনেও ভুলে যেতে চাইলেন ’৭৯র ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান কাপ ফুটবলের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচটির কথা !!! …যে ম্যাচে তিনি নিজেও খেলেছিলেন বাংলাদেশ দলের হয়ে আফগানিস্তানের বিরুদ্ধে…সেদিন এশিয়ান কাপ আসরের প্রথম খেলায় আফগানিস্তানের সাথে ০-২ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরে এসে ২-২ গোলে ড্র করেছিলো বাংলাদেশ দল…লীগ ফুটবলে পিডবলিউডি ও রহমতগঞ্জের হয়ে খেলা ময়মনসিংহের ফুটবলের গর্বের এক নাম তুখোর স্ট্রাইকার হালিম সেদিন বাংলাদেশ জাতীয় দলের পক্ষে একাই করেছিলেন দুইটি মনকাড়া গোল…দ্বিতীয় দফার লড়াইয়ে সেই আফিগানিস্তানের বিরুদ্ধে ৩-২ গোলে জয়ী ম্যাচেও সালাউদ্দিন ও চুন্নুর সাথে হালিমও একটি গোল করেছিলেন…এজয়টাই বাংলাদেশকে ’৮০সালে কুয়েতে অনুষ্ঠিত এশিয়ান কাপ ফুটবলের দ্বিতীয় পর্বে খেলার সুযোগটা করে দিয়েছিলো…ভেবে পাইনা কি করে ভুলে যাওয়া হলো খ্যাতিমান স্ট্রাইকার হালিমের ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান কাপ আসরে বাংলাদেশের হয়ে প্রথম গোল করার কীর্তির কথা !!!!!….

No comments.

Leave a Reply