বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সীতে স্ট্রাইকার আসলামের ২৪ গোলের অতুলোনীয় কীর্তি

ASLAM-BD ALL GOAL-                                                        …দেশের ফুটবলের অন্যতম সেরা এক স্ট্রাইকার হলেন জাতীয় ফুটবল দল,খুলনা জেলা,ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা লীগে আবাহনী,মোহামেডান,বিজেএমসি ও ভিক্টোরিয়ার হয়ে খেলা গোল মেশিন হিসেবে খ্যাত রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত খ্যাতিমান তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম…বিশেষ করে আসলামের পজিশনাল সেন্স,হেড ওয়ার্ক ও শুটিং দক্ষতা ছিলো আলাদা ভাবে তুলে ধরার মত…বলতেই হয় আসলামের মত হেড ওয়ার্ক আজও কিনা ঢাকা মাঠে দেখা মেলেনা…হেডে করা কতনা চোঁখ ধাধানে অসাধারন গোল রয়েছে আসলামের…রয়েছে কত ম্যাচ জেতানো জয়সূচক গোল…ভাবা যায় ঢাকা লীগেই কিনা আসলামের রয়েছে রেকর্ড গড়া ১৭৭ গোল !!…যার মাঝে রয়েছে টানা চারবার সহ সর্বাধিক ৫ মরসুমে সর্বোচ্চ গোলের অনন্য কীর্তি…শুধু কি তাই বাংলাদেশ দলের জার্সী গায়ে জড়িয়েও ঢাকার প্রেসিডেন্ট কাপ আসরে এক হ্যাটট্রিক সহকারে করেছেন রেকর্ড গড়া সর্বাধিক সর্বাধিক ২৪ গোল…গোল মেশিন আসলামের গোলের কীর্তি গুলো আমাদের ফুটবলের ইতিহাসে বড় করেই লেখা থাকবে নিঃসন্দেহে…আর থাকবেন চির স্মরনীয় হয়ে তা বলার অপেক্ষা রাখেনা…থাকবেনই না কেন তার মত যে দীর্ঘ সময়ে সমান দাপটে খেলে গোলের পর গোল করেছেন ওমন নজীড় দ্বিতীয়টি দেখা মেলেনি…

...১৯৯৩ সালের সাফ গেমস দলের প্রস্ততি ম্যাচে  আসলাম দাঁড়ানো বামের তৃতীয়...

…১৯৯৩ সালের সাফ গেমস দলের প্রস্ততি ম্যাচে আসলাম দাঁড়ানো বামের তৃতীয়…

                                                                  …সেই ‘৭৮ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান যুব ফুবলের আসরে প্রথম বারের মত জাতীয় দলের জার্সী গায়ে জড়িয়ে খেলার সুযোগটা লাভ করেছিলেন আসলাম…শেষ করেন নব্বুই দশকের গড়ার দিকে যেয়ে.. ‘৯১ সালে নেপাল সাফ গেমসই ছিলো জাতীয় দলের হয়ে আসলামের শেষ বারের মত খেলা…যদিও ফেডারেশন কর্তা ও কোচের আক্রোশের শিকার না হলে আরো বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ হয়ত আসলাম পেতেন বলেই অনেকের বিশ্বাস…এব্যাপারে স্ট্রাইকার আসলামেরও রয়েছে কিছুটা ক্ষোভ ও হতাশা…আসলাম জাতীয় দলের হয়ে সুনামের সাথেই খেলেছেন লম্বা সময়ে দেশ বিদেশে নানা আসরে…দেশের বাইরে খেলেছেন আসলাম থাইল্যান্ড-দক্ষিন কোরিয়া-কুয়েত-মালয়েশিয়া-পাকিস্তান-ভারত-ইন্দোনেশিয়া-শ্রীলংকা-নেপাল-থাইল্যান্ড-ইরান-চীনের মাঠে…জাতীয় দলের জার্সীতে কুশলী গোলদাতা স্ট্রাইকার আসলামের প্রথম গোলটি ছিলো দেশের বাইরে দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট গোল্ডকাপ আসরে শ্রীলংকার বিরুদ্ধে…সে খেলায় বাংলাদেশ দল জয় পেয়েছিলো ৩-১ গোলের ব্যবধানে…আর জাতীয় দলের হয়ে আসলামের শেষ গোলটি ছিলো ‘৯১সালের শ্রীলংকায় অনুষ্ঠিত সাফ গেমস আসরে নেপালের বিরুদ্ধে…সে খেলায় বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছিলো নেপালকে…তুখোর স্ট্রাইকার আসলামের বড় কৃতিত্বটি ছিলো ঢাকা মাঠে ‘৮৬র প্রেসিডেন্ট গোল্ডকাপ আসরে ফিনল্যান্ডের তুরিনপলিসেরা দলের বিরুদ্ধে বাংলাদেশ লাল দলের হয়ে চমকপ্রদ এক হ্যাটট্রিক…আসলামের জাতীয় দলের জার্সী গায়ে জড়িয়ে করা ২৪ গোলের মাঝে ১০টি গোল ছিলো দেশের বাইরে দক্ষিন কোরিয়া-মালয়েশিয়া-ইন্দোনেশিয়া-নেপাল ও শ্রীলংকার মাঠে করা…আসলাম তার ২৪ গোলের মাঝে সবচেয়ে বেশী ৫ গোল করেছেন নেপালের বিরুদ্ধে চারটি পৃথক আসরে…বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই,এশিয়ান গেমস,সাফ গেমস সহ একাধিক বড় আসরে খেল্লেও আসলামের আলাদা ভাবে তুলে ধরার মত অতুলোনীয় নজীড়টি হলো চার ৪টি এশিয়ান গেমসে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অংশ গ্রহন…অভাবনীয় দৃষ্টান্তই বটে…ভাবছি আসলামের চার চারবার এশিয়ান গেমস ফুটবলে অংশ গ্রহন ও বাংলাদেশ দলের জার্সীতে করা ২৪ গোল আর লীগ ফুটবলের আসরে করা ১৭৭ গোলের অভাবনীয় রেকর্ড ভাঙ্গবে কে ?…আদৌ কি ভাঙ্গবে ? কে জানে দেখা হবে কিনা… সময় বলবে কথা…

...জাতীয় ফুটবল দলের হয়ে মাঠে নামছেন স্ট্রাইকার আসলাম...

…’৮৯র ঢাকার প্রেসিডেন্ট গোল্ড কাপে বাংলাদেশ লাল দলের হয়ে মাঠে নামছেন স্ট্রাইকার আসলাম(ডানে)…

No comments.

Leave a Reply