চির বিদায় নিয়ে চলে গেলেন এক সময়ের খ্যাতিমান ক্রিকেট আম্পায়ার সৈয়দ আবদুস সালাম

0-10-02                                                            …এজগতের মায়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেলেন এক সময়ের দেশের খ্যাতিমান ক্রিকেট আম্পায়ার সৈয়দ আবদুস সালাম…সুপ্রীম কোর্টের আইনজীবি হলেও  ক্রিকেট মাঠটা যেন তাকে বেশী করে টানত এডভোকেট সালামকে…তাইত অনেক পরিশ্রম করে নিজেকে একজন দক্ষ আম্পায়ার হিসেবে দাড় করিয়েছিলেন…দেশ বিদেশে দক্ষতার সাথে খেলা পরিচালনা করে কুড়িয়েছেন সুনাম ও খ্যাতি…সদা হাস্যোজ্জল অমায়িক স্বভাবের মানুষটি বেশ পরিচিত মুখও ছিলেন ক্রিকেট অঙ্গনে…সত্তর-আশি দশকের খ্যাতিমান ক্রিকেট আম্পায়ার সালাম ঢাকা লীগ,নানা টুর্নামেন্ট,জাতীয় ক্রিকেট আসরের খেলা ছাড়াও সে সময়ে সফরকারী সব বিদেশী দলের সাথে বাংলাদেশের খেলা পরিচালনা করেন সুনামের সাথেই…একটা সময় আম্পায়ারিং ছেড়ে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন এর সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন…এছাড়াও তিনি ছিলেন বিশিস্ট ইসলামিক চিন্তাবিদ ও আলেম… ৭৫ বছরের দেশের প্রবীন আম্পায়ার সৈয়দ আব্দুস সালাম বেশ কিছুদিন শ্বাসকষ্ট জনিত রোগে ভুগে আজ বিকেল ৫টায় হাসপাতালেই শেস নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্নে লিল্লাহি ওয়া ইন্নাইল্লাহি রাজিউন )…

00

…’৮৮ সালে জাতীয় ক্রিকেট দলের সাথে হংকংএ দক্ষিন এশিয় ক্রিকেট ম্যাচ পরিচালনা করতে যাবার প্রাক্কালে খ্যাতিমান আম্পায়র সালাম সামনের সারিতে সবার ডানে…

                                                                      …প্রখ্যাত আম্পায়ার সৈয়দ আবদুস সালাম ‘৭৮ সালে প্রথমবারের মত যশোর স্টেডিয়ামে সফরকারী শক্তিশালী  শ্রীলংকা দলের সাথে বাংলাদেশ দলের খেলা পরিচালনা করার মাঝে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে নিজের নামটি লেখান…এরপর ’৭৮-’৭৯-’৮০ সালে সফরকারী ইংল্যান্ডের এমসিসি দল, ’৮৩ সালে ভারতের খ্যাতিমান স্পিনার দীলিপ দোশীর নেতৃত্বে পশ্চিম বাংলা দল, ’৮৪ সালে ঢাকায় অনুষ্ঠিত দক্ষিন এশিয় ক্রিকেট, ’৯০ সালে ভারতের হায়দ্রাবাদ ডেকান ব্লুজ দলের সাথে বাংলাদেশ দলের বেশ কিছু খেলা দক্ষতার সাথে পরিচালনা করে সুনাম কুড়ান…আম্পায়ার আবদুস সালামই প্রথম বিদেশের মাটিতে ম্যাচ পরিচালনা করার জন্য ’৮৮ সালে হংকং গিয়েছিলেন…সেবার হংকংএ অনুষ্ঠিত হয়েছিলো দক্ষিন এশিয় ক্রিকেট আসর…এখানে আলাদা করেই তুলে ধরার মত দিক হলো দেশে-বিদেশে যে দুবার দক্ষিন এশিয় ক্রিকেটে আম্পায়ার সালাম খেলা পরিচালনা করেছিলেন সে দুবারই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন ট্রফি জয় করেছিলো…’৮৪ সালে ঢাকায় রকিবুলের নেতৃত্বে ও ’৮৮ সালে গাজী আশরাফ লিপুর নেতৃত্বে হংকংএ বাংলাদেশ দক্ষিন এশিয় ক্রিকেটে চ্যাম্পিয়ন ট্রফি জয় করেছিলো…দেশে-বিদেশে ওদুটোই ছিলো প্রথম আন্তর্জাতিক আসরে শিরোপা জয়ের রেকর্ড…সেই ছিলো আমাদের ক্রিকেটের এগিয়ে যাবার শুরু…অতীত দিন গুলোর অনেক দক্ষ সংগঠক-ক্রিকেটার-কোচ-আম্পায়ারগন যেভাবে নিঃস্বার্থ ভাবে কাজ করে ঘাম ঝড়ানো পরিশ্রম করে গেছেন তারই ফসল বলব বাংলাদেশের ক্রিকেট আজকের এপর্যায়ে এপর্যায়ে এস পৌছেছে…অনেকেরই মাঝে আম্পায়ার সালামের অবদানও ভোলার নয়…

a07c7_a6eb6d8d8f_long

…এক সময়ের ক্রিকেট আম্পায়ার সয়লাব হোসেন টুটুল,ক্রিকেটার মোর্শেদ ও বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববির মাঝে আবদুস সালামকে দেখা যাচ্ছে…

No comments.

Leave a Reply