বিজয় দিবসের ঠিক প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরন করছি লাল সবুজের সোনার বাংলার স্থপতি মহানায়ক ক্রীড়াপ্রেমী জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে

MUJIB-BANNER-BIG2                                    …বিজয় দিবসের ঠিক প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরনকরছি লাল সবুজের সোনার বাংলার স্থপতি মহানায়ক জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে…ঢাকা লীগের ওয়ান্ডারার্সের ফুটবলার ছিলেন শুধু নয় জাতিরপিতা বঙ্গবন্ধু ছিলেন খেলা পাগল এক ক্রীড়া প্রেমিক রাষ্ট্রপ্রধান…দেশের ফুটবলের ইতিহাস লিখতে গেলেও বঙ্গবন্ধুর নামটি চলে আসবে প্রথমেই…স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ১৩ ফেব্রুয়ারী বঙ্গবন্ধুর উপস্থিতিতেই ঢাকা স্টেডিয়ামে প্রথম ফুটবল মাঠে গড়েয়েছিলো বঙ্গবন্ধু একাদশ নামে স্বাধীন বাংলা ফুটবলারদের নিয়ে গড়া দলের সাথে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে গড়া রাষ্ট্রপ্রতি একাদশের মধ্যকার প্রীতি ম্যাচের মাঝে…খেলায় টিপু ও গফুরের দেয়া দুগোলে জয় পেয়েছিলো রাষ্ট্রপ্রতি একাদশ দল…

...বামে ’৭২ সালে মোহনবাগানের বিরুদ্ধে ঢাকা একাদশের ফুটবলারদেরদের সাথে পরিচিত হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান...মাঝে ও ডানে স্বাধীন বাংলাদেশে প্রথম ফুটবল মাঠে গড়ানোর ক্ষনটিতে বঙ্গবন্ধু ও রাষ্ট্রপ্রতি আবু সাঈদ চৌধুরীকে দেখা যাচ্ছে খেলোয়াড়দের মাঝে...

…বামে ’৭২ সালে মোহনবাগানের বিরুদ্ধে ঢাকা একাদশের ফুটবলারদেরদের সাথে পরিচিত হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান…মাঝে ও ডানে স্বাধীন বাংলাদেশে প্রথম ফুটবল মাঠে গড়ানোর ক্ষনটিতে বঙ্গবন্ধু ও রাষ্ট্রপ্রতি আবু সাঈদ চৌধুরীকে দেখা যাচ্ছে খেলোয়াড়দের মাঝে…

                             …সে বছর ১৩মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতেই প্রথম কোন বিদেশী দলের বিরুদ্ধে জয় পেয়েছিলো ঢাকা একাদশ দল…সেদিন ফুটবলারদের সাথে পরিচিত হবার সময়টায় বঙ্গবন্ধু ঢাকা একাদশের ফুটবলারদের দেখে বলেছিলেন কিরে তোদের মুখটা মলিন দেখাচ্ছে কেন…তোরা হাসতো…হাসি মুখ নিয়ে খেলতে নাম…বঙ্গবন্ধুর কথা গুলো যেন টনিকের মত কাজ দেয়…প্রথম খেলায় ঢাকা মোহামেডান দল ০-১ গোলে হারলেও সেদিন খ্যাতিমান স্ট্রাইকার কাজী সালাউদ্দিনের দেয়া একমাত্র গোলের সুবাদে ঢাকা একাদশ হারিয়েছিলো ভারতের অন্যতম সেরা শক্তিশালী দল মোহনবাগান দলকে…পরদিন পত্রিকার হেড লাইনে লেখা হয়েছিলো জয়ের পেছনে বঙ্গবন্ধুর কথায় অনুপ্রেরনা জুগিয়েছে…

...১৯৭৩ সালে সফরকারী রাশিয়ান মিনস্কডায়নামো ও ঢাকা একাদশের খেলা শেখ রাসেলকে পাশে নিয়ে উপভোগ করছেন বঙ্গবন্ধু...

…১৯৭৩ সালে সফরকারী রাশিয়ান মিনস্কডায়নামো ও ঢাকা একাদশের খেলা শেখ রাসেলকে পাশে নিয়ে উপভোগ করছেন বঙ্গবন্ধু…

                                …ফুটবল পাগল বঙ্গবন্ধু সুযোগ পেলেই ছুটে যেতেন অতিচেনা ঢাকা স্টেডিয়ামে…মাঠে বসে মজা করেই খেলা উপভোগ করতেন…সাথে খাকত শিশু পুত্র শেখ রাসেলও…চোখে ভাসে ১৯৭৩ সালে রাশিয়ার বিখ্যাত মিনস্ক ডায়নামো যেবার ঢাকায় খেলেছিলো সেদিনের শেখ রাসেলকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর খেলা দেখার সেই মুহুর্তের দুর্লভ ছবিটা…মাঠে বসে শুধু খেলা উপভোগ করা নয় বরাবরই যখনই জাতীয় ফুটবল দল বা সে সময় আবাহনী দল দেশের বাইরে খেলতে যেত ফুটবলারদের বাড়তি প্রেরনাদানের জন্য বঙ্গভবনে ডেকে নিয়েও কুশল বিনিময় করতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান…শেষবার ‘৭৫ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল যেবার মালয়েশিয়ার মারদেকা কাপে খেলতে যাবার আগে বঙ্গভবনে ডেকে নিয়ে ফুটবলারদের সাথে কুশল বিনিময় করে প্রেরনা জুগিয়েছিলেন বঙ্গবন্ধু…ভাগ্যের কি নির্মম পরিহাস তার ঠিক সপ্তাহ দুয়েকের মাঝেই দেশ ও জাতি স্বপরিবারে হারায় মহান নেতা জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে…খেলা চলাকালীন সময়ে মাঠেই সেই নির্মম শোকের সংবাদটি পেয়েছিলো জাতীয় দলের ফুটবলাররা…যে কারনে মহান বিজয় দিবসের ঠিক প্রারম্ভে একজন খেলা পাগল মানুষ হিসেবে আমার কাছে খুব করেই মনে পড়ে লাল সবুজের সোনার বাংলার স্থপতি একজন বড় মাপের ক্রীড়াপ্রেমী মহানায়ক জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে…আবারও শ্রদ্ধা ভরে স্মরনকরি তাকে…ফুটবল ভুবনে জাতিরপিতা শেখ মুজিবুর রহমানের কিছু স্মৃতি চিহৃ এখানে তুলে ধরলাম মাত্র…

...বামে ‘৭৫ সালে জাতীয় ফুটবল দলের মালয়েশিয়া খেলতে যাবার প্রক্কালে বঙ্গভবনে ফুটবলারদের সাথে বঙ্গবন্ধু...ডানে ‘৭৪ সালে আবাহনীর ভারত সফরে যাবার আগে দলের খেলোয়াড়দের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান...

…বামে ‘৭৫ সালে জাতীয় ফুটবল দলের মালয়েশিয়া খেলতে যাবার প্রক্কালে বঙ্গভবনে ফুটবলারদের সাথে বঙ্গবন্ধু…ডানে ‘৭৪ সালে আবাহনীর ভারত সফরে যাবার আগে দলের খেলোয়াড়দের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান…

No comments.

Leave a Reply