প্রান ফিরেছে সাদা কালোর মোহামেডান শিবিরে-ফিরছে সেই লাকি জার্সী

msc-sada kalo-2b                                     …এবারের ফুটবল মওসুমের প্রারম্ভেই লম্বা সময় ধরে দলীয় অগনিত ভক্তদের দারুন ভাবে হতাশায় ডুবিয়ে রেখে ঝিমিয়ে পড়া সাদা কালোর ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব শিবিরে যেন নতুন করে প্রান ফিরে এসেছে…দলের স্বর্নালী সময়ের বড় বড় খ্যাতিমান দেশবরন্য তারকা ফুটবলার সেই সাথে প্রবীন অভিজ্ঞ সংগঠকরা এবার দলের হাল ধরলে ক্লাব তাবুর পুরো চিত্রটাই যেন পাল্টে গেছে…শুধমাত্র দলবদলের আনুষ্ঠানিকতাটাই করা হলো ভিষন রকম উৎসাহ উদ্দিপনায় রীতিমত ক্লাব আঙ্গিনা আলোক সজ্জিত করার মাঝে…বড় একটা শোডাউনই হয়ে গেল দলবদলের দিনটায়…শ্লোগানের সাথে গান আর বাশির বাজনার তালে তালে দলের বিদেশী কোচ-ফুটবলার-কর্মকর্তারা বাফুফে ভবনে গেলেন সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে…সামনে পেছনে ষাট দশক হতে শুরু করে সাবেক-বর্তমান তারকা ফুটবলার-ক্রিকেটার-হকি খেলোয়াড় ও কর্মকর্তারা হাজারও দলীয় ভক্তদের নিয়ে হাজির হয়েছিলেন চেনা বাফুফে ভবনে…তার আগে ক্লাব আঙ্গিনায় অতীত তারকাকের বিশেষ ভাবে সম্মানিত করা হলো গায়ে অতীতের ভাললাগার সাদাকালো জার্সীটা পড়িয়ে দিয়ে ফুলের মালায় বরন করা হলো…শুধু কি তাই দলবদলের শুভ ক্ষনটিতে কেকও কাটা হলো সেই সাথে বেলুন আর শান্তির পায়ড়া উড়ানো হলো…যা সাদা কালোর মোহামেডান দলটার অগনিত সমর্থকদের মাঝে দারুন ভাবে খুশির মাত্রা যেন বাড়িয়ে দিয়েছে…বাড়াল এবারের তারুন্যে নির্ভর দলকে নিয়ে প্রত্যাশাটাও…ভক্তদের চাওয়া একটাই ফের ট্রফি জয়ের স্বাদটা নেওয়া…

MSC-4 YEAR SOCCER TEAM 3                             …এসময়ে বহু বছর পর দেখা যাচ্ছে ক্লাব ঘরে পুরানো তারকা ফুটবল ব্যাক্তিত্বদের আনাগোনা…আর তাইত বিকেল গড়ানোর পরপরই একা হাসিখুশিময় মিলন মেলায় পরিনত হচ্ছে ক্লাব টেন্ট…দেশের বাইরে থেকে দলের তারকা ফুটবলার এসেও ক্লাবে আসছেন ভাল একটা সময় কাটাতে…এই যেমন দেখা গেল কানাডা প্রবাসী জাতীয় দল ও মোহামেডানের ফুটবলার মাঝ মাঠের কুশলী ফুটবলার আয়াজকে…পুরানো তারকারা যারা এমূহুর্তে দলের লম্বা সময়ের বেহাল অবস্থায় হাল ধরেছেন এবার তারা ফিরিয়ে আনতে মন প্রান উজাড় করে চেষ্টাটা চালাচ্ছেন অতীতের সুখকর দিনগুলোতে ফিরে যাবার…ফিরিয়ে আনতে যাচ্ছেন তারা ভক্তদের কাছে দারুন প্রিয় সেই লাকি জার্সীটা…যে জার্সীটা এনে দিয়েছিলো ৬টি মরসুমে চার ৩টি লীগ চ্যাম্পিয়ন ট্রফি ও তিনটো ফেডারেশন কাপ ট্রফি…

Picture2 Picture1-Picture3

One Response to “প্রান ফিরেছে সাদা কালোর মোহামেডান শিবিরে-ফিরছে সেই লাকি জার্সী”

  1. Bashar

    Apr 03. 2020

    ১৯৮৩ সালের ফুটবল লীগে আবাহনী – মোহামেডান দুই পর্ব ম্যাচের ফলাফল জানতে চাই । সেইসাথে গোলদাতার নামও জানতে চাই। প্লিজ অনূগ্রহ করে জানাবেন কি ?

    Reply to this comment

Leave a Reply