সাদা কালো যুগের স্বর্ণালী সুখকর স্মৃতি

MSC-4 YEAR SOCCER TEAM 3                                   …সাদা কালো যুগের স্বর্ণালী দিনের স্মরনীয় চার দুর্লভ ছবি…’৭৬-’৭৮-’৮২র লীগ চ্যাম্পিয়ন আর ‘৮১র ফেডকাপ চ্যাম্পিয়ন দল দেশের ফুটবলের ঐতিহ্যের ধারকবাহক এক সময়ের দেশ সেরা বহুল জনপ্রিয় ফুটবল দল ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব…ভাবছেন দেশ বিদেশ মিলিয়ে কয়েক ডজন চ্যাম্পিয়ন ট্রফি জয়ের সুখকর স্মৃতি থাকা সত্বেও কেনই বা এচার ছবি তুলে ধরা…কারন একটা তো অবশ্যই রয়েছে…ঐতিহ্যবাহী এদলটার এখন আর সেই সুদিন যেন নেই…রংও নেই দলটার মাঝে সেই আগের মত…কবে যে শেষ বারের মত ট্রফি জয় করে ঘরে তুলেছিলো তাও কিনা ভুলে বসেছেন দলটার কোটি ভক্তকুল…তাই বলতে হয় সাফল্য ভরা রংঙিন দিন গুলো আজ সাদা কালোও নয় একেবারে ফ্যাকাসে সাদায় রূপ নিয়েছে চরম হতাশা ছড়িয়ে…আর সে হতাশার লজ্জা-যন্ত্রনাটা যেন কুড়ে কুড়ে খায় গোটা দেশ জুড়ে দলের অগনিত ভক্তদের ভিষন ভাবে…মোহামেডান দলটার হতাশাজনক অভাবনীয় ব্যার্থতার ওমন করুন চিত্রটা অনেকের মত আমাকেও ভাবায়…তাই উপরে তুলে ধরা সাফল্যের বছর গুলোর চার সাদা কালো ছবিকে রং মাখিয়ে রঙিন করেই তুলে ধরার প্রয়াস করেছি মাত্র…যা কিনা দেখেই ভাল লাগবে দলটার ভক্তদের…হয়ত খনিক সময়ে স্মৃতি কাতর হয়ে ফিরে যাবেন সে সুসময়ের স্মরনীয় মুহূর্তে…

MSC-T msc-t2                                   …ভাবতেই অবাক লাগে টানা কবছর সেই চ্যাম্পিয়ন দলটা কিনা আজ ধুকে ধুকে মরছে…কোনভাবে রেলিগেশন এড়িয়ে কোন ভাবে টিকে থাকার কঠিন লড়াইয়ে মেতে রয়েছে…অথচ একটা সময় ওমনটা যেন স্বপ্নেও ভাবা যেত না…পরাজয় তো পরের কথা খেলায় ড্র করলেও ক্লাব ঘর ভাংচুরের ঘটনাও ঘটেও যেত…একবার তো ক্লাব ঘরের আঙ্গিনায় আগুনও ধরিয়েছিলো ভিষন ক্ষিপ্ত দলী সমর্থকরা…পরাজয় বা ড্র করে ক্লাব ঘর হতে বাইরে বেরুবার সাহসও হারিয়ে ফেলত দলের ফুটবলাররা ভক্তদের কাছে মুখ দেখানোর পথ থাকতনা বিধায়…ছিলো অপমানের শংকাও…শুধু কি তাই বাজে ফলাফলের দিনে স্টেডিয়ামের ড্রেসিং রুম হতে বের হতেও লম্বা সময় অপেক্ষা করতে হত মাঠের বাইরের পরিবেশ শীতল না হওয়া অবধি…এমনও দিন গেছে পুলিশ বেষ্টনির মাঝে থেকে নিরাপদ আশ্রয়স্থল ক্লাব তাবুতে ফেরা হয়েছে…আর আজ টিকে থাকার লড়াই মেতে থেকে হারের পরও হাসি মুখে ফিরে যায় দলটা ক্লাব ঘরে…টানা ব্যার্থতার কারনে দলটার সমর্থকদের মাঝে নেমে এসেছে চরম হতাশা…তাই নেই মাতামাতি…শুধুই ভক্তরা খুজে ফেরে সেসব রঙিন দিন গুলোর সুখমাখা স্মৃতি গুলো…ওসবই যে এসময়ের আনন্দের বড় উপলক্ষ সেই সাথে বড় স্বান্তনার কারন হয়ে বারবার ধরা দেয়…

......স্মৃতিময় দিন গুলোর মুহূর্ত......

……স্মৃতিময় দিন গুলোর মুহূর্ত……

                                     …ঐতিহ্যবাহী সেই জনপ্রিয় দলটার সাদা ফ্যাকাসে হয়ে ওঠা চিত্রটাকে পাল্টে ফেলে কবে যে দলটাকে আবারও রঙিন করে সাফল্যের এক একটি ট্রফি দিয়ে সাজিয়ে তুলবেন ক্লাব কর্তারা সেটা দেখার অপেক্ষায় যেন আজও প্রহর গুনছেন দলের কোটি ভক্তরা…বলা যায় ক্লাবের সুদিন ফেরার স্বপ্নটাই দেখে চলেছেন দলীয় ভক্তরা…ফিরুক স্বর্ণালী সময়ের সেই সুখগাথা সুদিন…স্বপ্নটা হোক স্বার্থক…হাসি ফুটুক সাদা কালোর মোহামেডান দলটার কোটি ভক্তের চোখে মুখে ওমন প্রত্যাশা রইল…দেশের ফুটবলকে জাগাতে-আকর্ষন বাড়াতে সাদা কালোর ঐতিহ্যবাহী বহুল জনপ্রিয় মোহামেডান দলটার সুদিনে ফিরে আসতেই হবে ভাল ভাবে…ফুটবলের স্বার্থেই লম্বা সময়ের হতাশার গ্লানি পেছনে ফেলে শক্ত করে দাড়াতেই হবে মোহামেডান দলটাকে…বাড়িয়ে বলা নয় এটাই সত্য ফুটবলে প্রানের স্পন্দন ফেরাতে জেগে ওঠতেই হবে মোহামেডানের…

msc old & new

One Response to “সাদা কালো যুগের স্বর্ণালী সুখকর স্মৃতি”

  1. Bashar

    Apr 03. 2020

    ১৯৮৩ সালের ফুটবল লীগে আবাহনী – মোহামেডান দুই পর্ব ম্যাচের ফলাফল এবং গোলদাতাদের নাম জানতে চাই । কেউ জানলে বলুন।

    Reply to this comment

Leave a Reply