তিন ভূবনের ৩ তারকা খেলোয়াড়

shapon-hiru-nannu                                    …ভাল লাগার প্রিয় ৩ ক্রীড়া ব্যাক্তিত্ব…ছবির বামে বসা এক সময়ের বাংলাদেশ মহিলা জুডোর চ্যাম্পিয়ন প্রথমবারের মত একটি আন্তর্জাতিক আসরে অংশ নেয়ার মাঝে ‘৮১ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ৪র্থ এশিয়ান জুডোতে ব্রোঞ্জ পদক লাভ করা জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত দেশ সেরা তারকা জুডোকা কামরুন্নাহার হিরু…দু:খজনক হলেও সত্য সেবার জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রন বোর্ড হিরুকে অর্থ প্রদান করে অংশ নেবার ব্যাপারে অস্বীকৃতি জানিয়ে কোন প্রকার সাহায্যই করেনি…শেষে জুডো ফেডারেশন নানা ভাবে অর্থ যোগাড় করে সম্ভাবনাময় মহিলা জুডোকা হিরুকে ইন্দোনেশিয়ার এশিয়ান জুডোতে পাঠিয়েছিলো…অবশেষে পদক জয় করে হিরু দেশের মুখ উজ্জল করেছিলেন…দু:ভার্গ্য এরপর আর কোন আন্তর্জাতিক আসরে অংশ নেবার সুযোগ পাননি দেশ সেরা মহিলা জুডোকা হিরু…খেলা ছেড়ে এক সময় ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের কোচ…

HIRU2

…জাতীয় জুডো ও ইন্দোনেশিয়ার এীশয়ান জুডোতে পদক গ্রহনের দুই মুহুর্তে তারকা মহিলা জুডোকা কামরুন্নাহার হিরু…

                               …ছবির মাঝেরজন হলেন মুন্সিগঞ্জ ক্রীড়াঙ্গনের গর্ব জাতীয় ফুটবল দলের দুইবারের দলনায়ক সেই সাথে ঐতিহ্যবাহী মোহামেডানের ‘৮৪ সালের দলনায়ক এক সময়ের দেশ সেরা লেফট ব্যাক ও পরবর্তী সময়ে জাতীয় জুনিয়র ফুটবল দলের ও জাতীয় ক্রীড়া পরিষদের সেই সাথে লীগের বেশ কটি দলের কোচ ছিলেন জনপ্রিয় তারকা ফুটবলার স্বপন কুমার দাশ…কামরুনাহার হিরু কিছুদিন হলো জাতীয় ক্রীড়া পরিষদের কোচের দায়িত্ব থেকে অবসরে গেলেও স্বপন দাশ অবসর নিয়ে কবছর আগে…একটানা দীর্ঘদিন দাপটের সাথে দেশে ও বিদেশে জাতীয় দল ও মোহামেডানের হয়ে ফুটবল মাঠ মাতিয়ে গিয়ে দু দুবার জাতীয় ফুটবল দলের নেতৃত্বদান ছাড়াও ঐতিহ্যবাহী মোহামেডানের দলনায়কের দায়িত্ব পালন করার পর খেলা ছেড়ে জাতীয় ক্রীড়া পরিষদের কোচ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় জুনিয়র দল ছাড়াও লীগের কয়েকটি দলের কোচিং করানো খ্যাতিমান ফুটবলার স্বপন দাশের জাতীয় পুরস্কার পাবার তালিকায় আজ অবধি নাম না ওঠাটা ছিলো সত্যি দুঃখজনক…

SHAPON DA

…জাতীয় দল ও মোহামেডানের তারকা ফুটবলার স্বপন দাশ…মাঝে ‘৭৮ সালে ব্যাংকক এীশান গেমসের জাতীয় দলে স্বপন…

                             …আর ছবির ডানেরজন হলেন যশোর জেলার হকি অঙ্গনের গর্বের এক নাম তারিক জামান নান্নু…লীগ চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান, জাতীয় হকির চ্যাম্পিয়ন দল ঢাকা বিশ্ববিদ্যালয় ও যশোর জেলা হকি দলের দলনায়ক লম্বা সময় ধরে সুনামের সাথে খেলে গেছেন রক্ষনভাগের তারকা হকি খেলোয়াড় তারিক জামান নান্নু…খেলা ছেড়ে কোচিংএ নিজেকে জড়িয়ে রেখেছিলেন নান্নু…ছিলেন একবার সাফ আসরে জাতীয় হকি দলের সহকারী কোচ ও এবারের জাতীয় জুনিয়র মহিলা হকি দলের প্রধান কোচ…মহিলা হকি নিয়ে লম্বা সময় ধরে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন নান্নু…দেশের মহিলা হকির প্রসারে তার অবদান ভোলার নয়…বর্তমানে তারিক জামান নান্নু ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন…নান্নুর বড় ভাই শফিকুজ্জামানও ছিলেন এক সময়ের ঢাকা মাঠের তারকা ফুটবলার…ঢাকা লীগ খেলেছেন ব্যাকের খেলোয়াড় শফিকুজ্জামান দীর্ঘদিন দাপটের সাথে…ছিলেন লীগ চ্যাম্পিয়ন বিজেআইসির ও যশোর জেলার দলনায়ক…শফিকুজ্জামানের নেতৃত্বে যশোর জেলা প্রথমবারের মত ’৭৬ সালে জাতীয় ফুটবল আসরে শিরোপা জয় করেছিলো…শফিকুজ্জামান একটানা প্রায় দুদশক যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পদকের দায়িত্ব পালন করেছেন…ছিলেন ফুটবল ফেডারেশনের সদস্য…শফিকুজ্জামান জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও চাতীয় দলের ট্রায়ালে ছিলেন…তারই একমাত্র ছেলে আশিকুজ্জামান বাবার মুখ উজ্জল করেছেন জাতীয় হকি দলে সুযোগ লাভের মাঝে…আশিক মোহামেডান ও জাতীয় হকি দলের দলনায়কও ছিলেন…আশিক যশোর জেলা,ঢাকা বিশ্ববিদ্যালয় ও মোহামেডান দলের হয়ে দীর্ঘদিন হকি খেলেছেন দাপটের সাথে…

NANNU-HOCKEY

…একই পরিবারের ক্রীড়াঙ্গনের ৩ তারকা খেলোয়াড় তারিকুজ্জামান নান্নু এবং পিতা-পুত্র শফিকুজ্জামান ও আশিকুজ্জামান…মাঝে মোহামেডান হকি দলে নান্নু…

No comments.

Leave a Reply