স্মৃতির এ্যালবামে ৩৪ বছর আগেকার বিশ্বকাপ বাছাই আসরে বাংলাদেশ ও ভারতের ফুটবল লড়াই

bd vs india-4w                                 … স্মৃতির এ্যালবামে ৩৪ বছর আগেকার বিশ্বকাপ বাছাই আসরে ঢাকা স্টেডিয়াম ও কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ভারতের মধ্যকার ফুটবল লড়াই…সেবার দুবারের মুখোমুখিতেই বাংলাদেশ দল লড়াই করেও হেরে গিয়েছিলো ১-২ গোলের ব্যবধানে…বাংলাদেশ দলের হয়ে দুবারের লড়াইয়ে দুটো গোল করেছিলেন চুন্নু ও দলনায়ক আশীষ ভদ্র…সেই চেনা সল্টলেক স্টেডিয়ামে কাল আবারও বিশ্বকাপ বাছাই আসরে লড়বে বাংলাদেশ ও শক্ত প্রতিপক্ষ ভারত…কদিন আগে ঢাকা স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে দারুন লড়াকু খেলা উপহার দিয়েও কটি ভাল সুযোগ হাতছাড়া করে ০-২ গোলে হেরে গেলেও বলা যায় ভারতের বিরুদ্ধে ভাল করার প্রত্যাশাটা যেন বাড়িয়ে দিয়েছে…নিজেদের সেরাটা ঢেলে দিয়ে মন কাড়া ফুটবল খেলা উপহার দিক বাংলাদেশ দল এচাওয়াটাই সবার…

bd vs india-2e                                    …১৯৮৫ সালে দেশের মাঠে ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে মাঠ ভরা দর্শকের উপস্থিতিতেও সেবার আশীষ ভদ্রের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল মন ভরাতে পারেনি নিজেদের সেরা খেলাটা উপহার না দিতে পারায়…যে কারনে চুন্নুর দর্শনীয় এক গোল করার পরও হারতে হয় ১-২ গোলের ব্যবধানে…ঢাকা মাঠে বাংলাদেশ একাদশটা সাজানো হয়েছিলো গোলকিপার মহসীন,আজমত,বাতেন,অলক,জনি,বাবুল,আশীষ,ইলিয়াস,চুন্নু,আসলাম ও ওয়াসিমকে নিয়ে…’৮৬-র মেক্সিকো বিশ্বকাপ ফুটবল আসরের বাছাইয়ে ঘরের মাঠে মন মাতানো দুর্দান্ত খেলা উপহার দিয়ে সেবারের গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন শক্তিশালী ইন্দোনেশিয়াকে প্রথম ও একমাত্র হারের স্বাদ দিয়ে ২-১ গোলের ব্যবধানে চমকজাগানো জয় তুলে নিয়ে মাঠ ভরা দর্শকদের আনন্দে ভাসিয়েছিলো বাংলাদেশ দল…প্রয়োজন মুহূর্তে চুন্নু ও কায়সার হামিদ মনমাতানো দুটো গোল করে স্মরনীয় জয়টা এনে দিয়েছিলেন…সেবার ৬ ম্যাচের মাঝে ৪ জয়,১ড্র ও ১হার নিয়ে সর্বাধিক ৯পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে উঠেছিলো ইন্দোনেশিয়া দলটি…এরপর ইলিয়াসের দর্শনীয় গোলের সুবাদে বাংলাদেশ দল ১-০ হারিয়ে থাইল্যান্ডকে হারিয়ে আবারও চমক দেখায়…তবে ভারতের সাথে খেলার দিনে কেমন যেন খাপছাড়া খেলা উপহার দিয়ে হারের স্বাদ নিয়ে দর্শকদের রীতিমত হতাশই করে বাংলাদেশ দল…ওদিকে প্রথম দফায় ইন্দোনেশিয়ার মাটিতে ওদের কাছে ০-২ গোলে এবং থাইল্যান্ডের মাটিতে ওদের কাছে ০-৩ গোলে হার নিয়ে দেশে ফিরেছিলো বাংলাদেশ দল…

bd vs india-3v                                        …কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাপ্তান আশীষ ভদ্রের নেতৃত্বে বাংলাদেশ মুখোমুখি হয়েছিলো স্বাগতিক দল ভারতের বিরুদ্ধে…শুরুটাই ছিলো চমকেভরা…খেলার গোড়া থেকেই দাপট দেখাতে থাকে বাংলাদেশ দল…শুধু কি তাই খেলার ১৫ মিনিটের মাথাতেই কুশলী ফুটবলার বাদল রায়ের চমৎকার পাস থেকে বল পেয়ে মাঝ মাঠের নিপুন কারিগর দলনায়ক আশীষ ভদ্র দারুন দক্ষতায় বল জ্বালে পাঠিয়ে দিয়ে বাংলাদেশ দলকে ১-০ গোলে এগিয়ে রাখেন…ভারতীয় দল খেলায় ফিরে আসে ৩৭ মিনিটের মাথায় বিকাশপাজির গোলের কল্যানে…খেলার শেষ দিকে অনেকটা যেন জিরো এ্যাঙ্গেল থেকেই দর্শনীয় এক গোল করে ভারতকে জয় এনে দেন ক্যামিলো গনসালভেস…খেলার দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় সালাম মুর্শেদী ও চুন্নু দুদুটো ওপেন নেট হেলায় না হারালে বাংলাদেশ শেষ ম্যাচে জয় নিয়েই দেশে ফিরতে পারত…ভারতের বিরুদ্ধে শেষ খেলায় বাংলাদেশ দলের প্রথম একাদশটা সাজানো হয়েছিলো গোলকিপার মহসীন,স্বপনদাশ,কায়সার হামিদ,আজমত, জনি,অলক,বাদলরায়,আশীষভদ্র,ইলিয়াস,ওয়াসিম ও চুন্নুকে নিয়ে…৬ ম্যাচে ২ জয় নিয়ে ৪ পয়েন্ট লাভ করে গ্রুপে থাইল্যান্ডকে পেছনে ফেলে তৃতীয় স্থানটি দখল করে বাংলাদেশ…থাইল্যান্ড ১ জয় ও ২টি ম্যাচে ড্র করতে সক্ষম হয়…২ জয় ও ৩ ম্যাচ ড্র করে ভারত লাভ করেছিলো ৭ পয়েন্ট…৪ জয় ও ১ম্যাচ ড্র করে সর্বাধিক ৯ পয়েন্ট লাভ করে গ্রুপ শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে উঠে যায় ইন্দোনেশিয়া দলটি…

bd vs india-1h                                       … ‘৮৫-র প্রথম বিশ্বকাপ কাপ ফুটবল বাছাই পর্বের আসরে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে ছিলেন আবদুর রহিম…সেবছর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ১৯ জনের স্কোয়াডটি গড়া হয়েছিলো যাদের নিয়ে তারা হচ্ছেন দলনায়ক আশীষভদ্র,গোলকিপার মহসীন,কানন,মইন,স্বপনদাশ,জনি,কায়সারহামিদ,আজমত,বাতেন,দীলিপ,জাহিদ,অলক,চুন্নু,জোসি,আসলাম, ইলিয়াস,সালাম মুর্শেদী,বাদল রায়, খুরশিদ বাবুল…

No comments.

Leave a Reply