স্মৃতির এ্যালবামে জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও খ্যাতিমান কোচ সাইফুল বারী টিটু

Picture80                                 …সাইফুল বারী টিটু…এক সময়ের জাতীয় অনুর্ধ ১৬ ও অনুর্ধ ১৯,বাংলাদেশ সবুজ দল,বাংলাদেশ সাদা দল এবং মূল বাংলাদেশ ফুটবল দলের তারকা ফুটবলারই ছিলেন তা শুধু নয় খেলা ছেড়ে এক পর্যায়ে জাতীয় ফুটবল দলের কোচর দায়িত্বও পালন করেছেন…ঐতিহ্যবাহী সাদা কালোর মোহামেডান দল ছাড়াও লীগের একাধিক বড় দলকেই প্রশিক্ষন দিয়েছেন এমুহূর্তের দেশ সেরা খ্যাতিমান কোচ টিটু…শেখ জামাল দলকে দিয়েই কেচিং জীবনের সূচনাটা হয়েছিলো টিটুর…এরপর কোচ টিটু ঘুরে ফিরে নানা সময়ে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব-আরামবাগ-চট্টগ্রাম আবাহনী-শেখ রাসেলের(বর্তমান দল) কোচের দায়িত্ব পালন করেছেন…ঢাকার ফুটবল লীগ লড়াইয়ে টিটু সুনামের সাথে একটানা বেশ কবছর খেলে গেছেন বহুল জনপ্রিয় মোহামেডান-মুক্তিযোদ্ধা সংসদ ও ধানমন্ডি ক্লাবে…মাঝ মাঠের ঠান্ডা মেজাজের কুশলী ফুটবলার টিটু মাঝে মাঝে দল ও কোচের চাহিদামতে রক্ষনদুর্গটাও দক্ষতার সাথেই সামাল দিয়েছেন সাইড ব্যাক পজিশনে খেলার মাঝে…স্মৃতির এ্যালবামে থাকা ফুটবলার টিটুর কিছু টুকরো সুখকর মুহূর্তই এখানে তুলে ধরা হলো…

0-all-titu-                                        …ফুটবলার টিটু ঢাকা লীগ ফুটবল আসরে খেলা শুরু করেছিলেন ১৯৮৭ সালে ধানমন্ডি ক্লাবের জার্সী গায়ে জড়িয়ে…দুবছর বাদে যোগ দিয়েছিলেন সে সময়ের দেশ সেরা বহুল জনপ্রিয় ঐতিহ্যবাহী মোহামেডানের মত বড় দলে…৫টি বছর নিজ সুনামের সাথেই দেশ বিদেশে খেলে যান টিটু সাদা কালো জার্সী গায়ে জড়িয়ে…এরপর ’৯৪ সালে যেয়ে তিন প্রধান বড় দল মোহামেডান-আবাহনী-ব্রাদাস ইউনিয়নের সমঝোতার অযৌক্তিক চুক্তির কারনে একযোগে একাধিক জাতীয় দলের তারকার সাথে টিটু যোগ দিয়েছিলেন মুক্তিযোদ্ধা সংসদ দলে…প্রথমবারেই টিটুর দল মুক্তিযোদ্ধা দল ট্রফি জয়ের স্বাদ নিয়ে বড় চমক দেখিয়েছিলো…’৯৪ সাল হতে টানা সাত বছর মুক্তিযোদ্ধা সংসদের হয়ে একটানা খেলে ২০০১ সালে যেয়ে টিটু ফের পুরানো দল মোহামেডানে যোগ দিয়েছিলেন…

Picture3                                             …তারকা ফুটবলার টিটু বুট জোড়া তুলে রেখে খেলাটা ছেড়ে মাঠ থেকে বিদায় নিয়েছিলেন ২০০১ সালেই…তার ঠিক পরপরই কোচিং পেশায় নিজেকে জড়িয়ে নেবার সিদ্ধান্তটা নিয়েছিলেন টিটু…এখানে তুলে ধরার মত মজার ব্যাপার হলো জাতীয় দল এবং মোহামেডান ও ধানমন্ডিরে হয়ে টিটু লীগ ও নানা আসরে যেমন খেলেছেন তেমনি একটা সময় তিনটে দলেই কোচিং করানোর সুযোগটাও পেয়েছিলেন…মোহামেডান ও মুক্তিযোদ্ধা সংসদ এদুদলের হয়ে টিটু দেশের বাইরেও একাধিকবার খেলেছেন…মোহমেডানের হয়ে টিটু এশিয়ান ক্লাব কাপ ছাড়াও নানা আসরে খেলেছেন ভারত-সৌদিআরব-ইংল্যান্ড-কাতার ও মালদ্বীপে…ওদিকে মুক্তিযোদ্ধা দলের হয়েও একবার খেলেছিলেন কাতারের মাঠে…

0-titu 4 team-                                           …বলতেই হয় মোহামেডানে দাপটে খেলার মাঝেই টিটুর উত্থানের সূচনাটা হয়েছিলো…সবার নজড় কাড়ার মাঝেই যেন প্রথমবারের মত ’৮৯ সালে বাংলাদেশ দল এবং ‘৯০ সালে জাতীয় যুব দল দলের হয়ে খেলার সুযোগ পেয়ে যান…টিটু  অবশ্য তার আগে ‘৮৮ সালে ধানমন্ডিতে খেলার সময়টাতেই জাতীয় অনুর্ধ-১৬ দলে খেলেছিলেন…টিটু ‘৮৯ হতে শুরু করে ‘৯৩ সাল অবধি জাতীয় দলের অপরিহার্য খেলোয়াড় হিসেবে খেলে গিয়েছিলেন…ওদিকে শেরে বাংলা কাপ জাতীয় ফুটবল আসরে ‘৮৮ হতে ‘৯৩ সাল পর্যন্ত টিটু নানা সময়ে খেলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়-নোয়াখালি ও সিলেট জেলার হয়ে…এরমাঝে ঢাকা বিশ্ববিদ্যালয় দলের হয়ে খেলে টিটু দুবার জাতীয় চ্যাম্পিয়নের স্বাদও নিয়েছেন…টিটুর দল ঢাকা বিশ্ববিদ্যালয় সে সময় আন্তঃবিশ্ব বিদ্যালয় ফুটবলেও ট্রফি জয় করেছিলো…

0-Saiful-Bari-TITU-samall

No comments.

Leave a Reply