এ্যাষ্টোটার্ফের দাবী তুলেছিলো লীগের ১৬ দলনায়ক ২৬ বছর আগে – এতটা বছর পর ভাবছি কতটা এগুলো আমাদের হকি

Hockey-all captain 1993-2k           Hockey-all captain 1993-k                                   …আজ হতে ২৬ বছর আগের কথা…সে সময়ের বহুল জনপ্রিয় ক্রীড়া ম্যাগাজিন ‘ক্রীড়াজগত’ এর বিশেষ এক ফিচার লিখতে গিয়ে কথা বলেছিলাম ঢাকা হকি লীগের ১৬ দলনায়কের সাথে…একযোগেই সেসময় ১৬ কাপ্তানই জোড়ালো দাবী তুলেছিলেন ভাল কিছু করতে হলে এ্যাষ্টোটার্ফ চাই,চাই…অতঃপর কেটে যায় বেশ কিছু দিন…একটা সময় হকি খেলোয়াড়দের বহুদিনের চাওয়াটা মিটেছিলো ঠিকই কিন্ত ভাল কিছু আর করা হয়েছিলো কিনা সেটাই যেন আজ এতটা বছর পর ভাবতে হচ্ছে…মনে পড়ে কি জমজমাট হকি লীগ আসরটাই না হত সে সময়…বলতেই হয় ফুটবলের পর হকিই ছিলো দেশের দ্বিতীয় বহুল জনপ্রিয় খেলা…সে সময় ক্রিকেট যেন ছিলো জনপ্রিয় খেলার তিন নম্বরে…পাক-ভারতের সে সময়ের বিশ্ব সেরা তারকারাও খেলে গেছে এই ঢাকা হকি লীগ আসরে…বড় দল গুলের খেলা দেখতে বিশেষ করে বিদেশী তারকার সমাহারে গড়া অন্যতম সেরা শক্তিধর মোহামেডান-আবাহনী-উষা দল গুলোর একে অপরের লড়াইয়ের দিনে হকি স্টেডিয়াম থাকত দর্শকে ভরপুর…বিদেশীদের সাথে পাল্লা দিয়ে দেশীয় খেলোয়াড়দের মাঝে ভাল খেলার তাগিদটাও ছিলো  প্রচন্ডরকম…         Hockey-old 2                                  …আমাদের হকির গর্ব তারকা খেলোয়াড় জুম্মন লুসাই ও জামাল হায়দাররা একটা সময় এশীয়ান একাদশ শুধু নয় বিশ্ব একাদশেও খেলোর গৌরব লাভ করেছিলো…হকির দিন গুলো যাচ্ছিলো কেটে বেশ ভাল ভাবেই…তবে এক সময় ক্লাব সেই সাথে হকি ফেডারেশনের কর্তারা ক্ষমতার দ্বন্দে জড়িয়ে দুভাগে বিভক্ত হয়ে চরম দলাদলির খেলায় মেতে উঠলে হকিটা যেন দিন দিন তার সুদিন আকর্ষন-জনপ্রিয়তা-জৌলুস সবই হারিয়ে বসে…কর্তাদের দ্বন্দে মাঝে খেলাটাই অনিয়মিত হয়ে ওঠে…ফলে যা হবার তাই হয়ে যায়…হকি তার ছন্দ হারিয়ে ফেলে…খেলোয়াড়রাও হতাশায় ডুবেন…খেলা নেই তাই নতুন খেলোয়াড়ও ওঠে আসেনি…খেলার মানেরও ঘাটতি দেখা দেয়…গত কয়েক বছরতো হকি কর্তাদের ক্ষমতার দ্বন্দ একপ্রকার চরমে ওঠেছিলো…অবশেষে এবার যেন সুষ্ঠ নির্বাচনের মাঝে অবসান ঘটে দীর্ঘদিনের জমে থাকা বড়রকম জটিলতার…ফেডারেশনে এসেছে নতুন মুখ…আশ্বাস দিয়েছেন তারা সবাইকে পাশে নিয়ে ভাল কাজ করার মাঝে বাংলাদেশের ঝিমিয়ে পড়া হকিতে প্রানের স্পন্দন এনে সামনের দিকে এগিয়ে নেবার স্বপ্ন তাদের…তাই যেন হয়…দেখার অপেক্ষায় সবাই…আশাকরি হকির বৃহত্তর স্বার্থে নতুন কর্তারা পুরানো দ্বন্দ ভুলে আন্তরিকতার সাথে সবাইকে সাথে নিয়ে হকিকে এগিয়ে নিয়ে যেতে নিরলস ভাবে কাজ করে হকির হারানো জৌলুস-আকর্ষন ফেরাবেন…সে সাথে অগনিত হকি প্রেমিকদের মন কাড়বেন…

Hockey-old 3-

 

No comments.

Leave a Reply