গোল খেয়েও ক্ষুদে গোলকিপারের আনন্দ উল্লাস !!

1985 may (3)-4-ছবিটি আজ হতে ৩৪ বছর আগেকার কোন একদিনের হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত কিশোর ফুটবল লীগের এতিম খানা একাদশ ও প্রগতি সংঘের মধ্যকার লড়াইয়ের এক মুহূর্তের…মজার সেই মুহূর্ত…খেলায় একাধিক গোল খেয়েও খুশিমনে উল্লাস করছে ক্ষুদে গোলকিপারটি…এমন ঘটনাও কি হয়??…হয়েছেও…ছবি যে কথা কয়…মন দেয়া নেয়ার ফিক্সড খেলা বলে কথা…মনগড়া খেলাটা ঢাকার ফুটবলে নতুন কিছু নয়…যা হয়েছে-হচ্ছে-হবেও…যে লোক হাসানো খেলায় মেতেছে নানা সময়ে বড়-মাঝারি ও ছোট দলগুলো…কেউ খেলেছেন বাচার জন্য…কেউবা সুসম্পর্ক স্থাপনের মাঝে বিপদে রক্ষা পাবার লক্ষে…কেউবা ট্রফিটা নিশ্চিত করে ঘরে তোলার জন্য…উল্লেখিত ছবিটার গল্পটাও সে রকম…অল্প বয়সের নিষ্পাপ কিশোর ফুটবলারদের মাঝেও নোংড়া পাতানো খেলার বীজ ঢুকিয়ে কোমল মনকে কলন্কিত করতেও লজ্জাবোধ করেনি এক শ্রেনীর ফুটবল কর্মকর্তারা…কিশোরদের ফুটবল আসর অথচ সেখানেও খেলতে হত তাদের মনগড়া খেলা…ইচ্ছের বিরুদ্ধে এতিম খানা দলের করা গোল হযম করেও আনন্দরত প্রগতি সংঘের গোলরক্ষক হাত উচিয়ে উল্লাস করছেন !!…ভাল মন্দ বোঝার যে বয়সটাও হয়নি তার…ক্যামেরাম্যান ছবিটা তুলছে দেখে হয়ত পত্রিকার পাতায় তার ছবি দেখা যাবে ভেবেই ক্ষুদে গোলকিপারটির হাত তুলে উল্লাস করার ভঙ্গি…

No comments.

Leave a Reply