চির বিদায় নিয়ে চলে গেলেন ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’ প্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব ইব্রাহিম সাবের

IBRAHIM SABER-9…আজ ১৯শে জুন রোজ বুধবার চির বিদায় নিয়ে চলে গেলেন দেশের ক্রীড়াঙ্গনের অতুলনীয় এক চৌকস ক্রীড়া ব্যক্তিত্ব সবারই প্রিয় মুখ ইব্রাহিম সাবের ভাই(ইন্নালিল্লাহে…রাজিউন)…ষাট-সত্তর দশকে একাধারে হকি-ক্রিকেট ও বাস্কেটবল লীগ ও জাতীয় আসর গুলোতে মাঠে খেলে গেছেন সমান দাপটে…ছিলেন জাতীয় হকি দলের এক সময়ের অপরিহার্য্য তারকা খেলোয়াড়…নেতৃত্বও দিয়েছেন জাতীয় দলের…’৭৪ সালে প্রথম জাতীয় হকি চ্যাম্পিয়ন কুমিল্লা দলেও খেলেছেন নিজ সুনামের সাথে…হকি লীগে বড় দুদল আবাহনী ও মোহামেডানের হয়ে মাঠ মাতিয়ে খেলে গেছেন দাপটের সাথে…খেলেছেন ষাট দশকে তৎকালীন পূর্ব পাকিস্তান দলেও…

IBRAHIM SABER-11

…সরকার হকিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি সরূপ ১৯৯৭ সালে খ্যাতিমান তারকা ক্রীড়াবিদ ইব্রাহিম সাবেরকে “জাতীয় ক্রীড়া পুরস্কার” প্রদান করে সম্মানিত করেছিলো…খেলা ছেড়ে ইব্রাহিম সাবের হকি ও ক্রিকেটে সংগঠক হিসেবেও সুনাম কুড়িয়েছেন…ইব্রাহিম সাবের একটা সময় জাতীয় হকি দলের ও ক্রিকেটে আজাদ বয়েজ দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন দক্ষতার সাথে…হকি ফেডারেশনের সাথেও নানা ভাবে জড়িয়ে থেকে হকির সেবা করে গেছেন আপন মনে…

…ক্রিকেটে ইব্রাহিম সাবের ছিলেন মিডল অর্ডারের এক নির্ভরশীল ব্যাটসম্যান…টানা বেশ কবছর ঢাকা লীগে আজাদ বয়েজের হয়ে খেলেছেন সুনামের সাথেই…সত্তর দশকে জাতীয় দলের ট্রায়ালেও ডাক পেয়েছিলেন…ওদিকে বাস্কেটবল লীগে ওয়ান্ডারার্সের হয়ে খেলে ইব্রাহিম সাবের নজড় কাড়েন অনেকের…

IBRAHIM SABER-10

No comments.

Leave a Reply