ঢাকা স্টেডিয়ামে ফ্লাড লাইটে অনুষ্ঠিত প্রথম ম্যাচের স্মৃতি কথা

1ST floodlight match-1977

…১৯৭৭ সালে দেশের ফুটবলের প্রান কেন্দ্র ঢাকা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ফ্লাড লাইটের আলো ঝলমলে রাত্রের ফুটবল ম্যাচে লড়ছে তারুন্যে উজ্জিবিত দুই দল ব্রাদার্স ইউনিয়ন ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব…

                                           …আমাদের ফুটবলের অনেক দুর্লভ স্মৃতি চিহৃ-অনেক কীর্তির রেকর্ড সমুহ আজ হারিয়ে যাবার পথে সে গুলো সঠিক ভাবে সংরক্ষনের অভাবে…যে কারনে ইতিহাসের পাতা থেকে অনেক কিছুই মুছে যাচ্ছে…বা মুছে ফেলা হচ্ছে ইচ্ছে আর অনিচ্ছাকৃত গল্প কাহিনীর বৌদলতে…বলা যায় অজানা কাহিনীর কারনেই ইতিহাস আজ বিকৃতিও হচ্ছে নানা ভাবে…আজ দেশ স্বাধীন হবার পাঁচ দশক পার হবার পরও এনিয়ে সংশ্লিষ্ট কারোই কোন উদ্যোগী ভূমিকাও চোঁখে পড়েনা তেমন একটা…এটা সত্যি দু:খজনক বৈকি…

                                                 …১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর ঢাকায় ফুটবল প্রথম মাঠে গড়িয়েছিলো ‘৭২ সালের গোড়ায় স্বাধীনতা দিবস ফুটবলের মধ্য দিয়ে যে আসরে ইষ্টএন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফিটা ঘরে তুলেছিলো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব…সে বছর লীগ ফুটবলটাও অবশ্য শেষ করা হয়নি…এসব খবর কজনেরই বা জানা রয়েছে সঠিক ভাবে তুলে না ধরার কারনে…তেমনি কজনই বা জানেন কবে কখন ফ্লাড লাইটের ঝলমলে আলোয় ঢাকা স্টেডিয়ামে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো…এবং কারা খেলেছিলো সে ম্যাচ…এখানে ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ফ্লাড লাইট ম্যাচের স্মৃতি কথাই তুলে ধরার প্রয়াস…

1ST floodlight match-start-1977-

…১৯৭৭ সালে ফ্লাড লাইটে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রন বোর্ড একাদশ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন একাদশের মধ্যকার ম্যাচের প্রারম্ভে দুদলের দলনায়ক মেজর জেনারেল এরশাদ(ডানে) ও মেজর জেনারেল মীর শওকতকে সাথে নিয়ে টস করছেন রেফারী জেড আলম…

                                             …১৯৭৭ সালের মাঝামাঝিতে প্রথম বারের মত রাত্রের ঝল মলে আলোয় ফুটবল খেলার সূচনাটা হয়েছিলো…ঢাকা স্টেডিয়ামে প্রথম ফ্লাড লাইটে এক প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিলো…ইতিহাসের সাক্ষী হতে সেদিন অন্যরকম এক রোমাঞ্চকর অনুভূতি নিয়ে প্রচুর দর্শকের উপস্থিতির মাঝে বল হাতে মাঠে নেমেছিলো তারেুন্যে উজ্জিবিত দুটো দল দলনায়ক সেলিম-মিন্নু-সঞ্জিব-হাবুল-মহসীন-যুবু-নান্নু-সালাম-বাবলু-ফজলু-বাবুল-লাবলু-টুটু-সিজারদের নিয়ে গড়া ব্রাদার্স ইউনিয়ন ও দলনায়ক কায়সার-জাহাঙ্গীর-দানেশ-পান্না-মোস্তফা-বাবুল-মজিদ-মহসীন-মজিবুর-বাদল-শরিফ-মুহিন-আসলাম-তোতা-ইউসুফদের নিয়ে গড়া ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব…খেলায় গোলের দেখা যেমন মেলেনি তেমনি ফ্লাড লাইটের ত্রুটির কারনে খেলাটাও দ্বিতীয়ার্ধের পুরোটা সময় চলতে পারেনি…ব্রাদার্সের জাতীয় দলের তারকা ফুটবলার হাসানুজ্জামান বাবলু সেদিনের প্রথম ফ্লাড লাইটের ম্যাচের অনুভুতির কথা বলতে যেয়ে বলেন সে এক অন্যরকম বিশাল রোমাঞ্চকর অনুভূতি…ইতিহাসের সাক্ষী হয়ে থাকছি এভেবেই আনন্দটা ছিলো ভিষন…স্মৃতিটা আজও নাড়া দেয়…ভোলা যায়না…

...১৯৭৭ সালের আগা খান গোল্ড কাপে ফাল্ড লাইটে অনুষ্ঠিত খেলায় ইরানের সফিদ রুদ ক্লাবের বিরুদ্ধে মোহামেডানের খেলার এক মহুর্তে মোহামেডানের গোলকিপার ও ব্যাক রকিবকে দেখা যাচ্ছে ডানে...

…বামে ১৯৭৭ সালের আগা খান গোল্ড কাপে ফাল্ড লাইটে অনুষ্ঠিত খেলায় ইরানের সফিদ রুদ ক্লাবের বিরুদ্ধে মোহামেডানের খেলার এক মহুর্তে মোহামেডানের গোলকিপার ও ব্যাক রকিবকে দেখা যাচ্ছে …ডানে আবাহনীর স্ট্রাইকার শামসুর আক্রমন মালয়েশিয়ার বিরুদ্ধে…

                                           …এখানে উল্লেখ্য যে ব্রাদার্স ও ভিক্টোরিয়ার মধ্যকার ফ্লাড লাইটের প্রথম ম্যাচটি ভাল ভাবেই প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধে ক্ষনে ক্ষনে লাইট গুলো নষ্ট হয়ে নিভে যাচ্ছিলো বলে…ত্রুটি সাড়তে বেশ কমাস লেগে যায় এবং জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রন বোর্ড কর্তারা ফের নতুন করে ভাল মানের লাইট এনে ফ্লাড লাইট উপযুক্ত করে তোলেন…বছরের শেষ দিকে সাবেক তারকাদের নিয়ে জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রন বোর্ড একাদশ ও সে সময়ের জাতীয় দলের তারকাদের নিয়ে গড়া বাফুফে একাদশের মধ্যকার আরেক প্রীতি ম্যাচের মাঝে ফ্লাড লাইট ফিরে আসে আবার…দল দুটির নেতৃত্ব দেন ক্রীড়া নিয়ন্ত্রন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এরশাদ ও বাফুফে সভাপতি মেজর জেনারেল মীর শওকত আলী…দুদলের আকর্ষনীয় এ খেলাটি ৩-৩ গোলের সমতায় শেষ হয়েছিলো…এরপর সেবছরের আগা খান গোল্ড কাপের বেশকটি খেলাও ফ্লাড লাইটের আলোয় উপভোগ করেছেন দর্শকরা…

No comments.

Leave a Reply