অতীতের সুখগাথা সাফল্যের স্মৃতি গুলোই আজ মোহামেডানের অগনিত ভক্তদের যত স্বান্তনা

MSC-2…এদেশের ফুটবলের প্রান কেন্দ্র ঢাকার ফুটবল লীগে এক সময় ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ছিলো ঈর্ষনীয় সাফল্য আর সেই সাথে ব্যাপক জনপ্রিয়তা…চ্যাম্পিয়ন ট্রফি জয় করে ঘরে তোলা ছাড়া অন্য কোন ভাবনা যেন মাথায়ও আসত না ক্লাব কর্তা ও ফুটবলারদের…তেমনি দলের কোটি ভক্তরা ব্যার্থতার  হতাশা কোন ভাবেই স্বাভাবিক মেনে নিতে পারতনা প্রায় ক্ষেত্রেই…দলটির পাগল করা সমর্থকরা এতটাই ক্রেজী ছিলো যে ছোট দলের সাথে হারলে বা ড্র করলেই হলো রীতিমত ক্ষুব্ধ হয়ে রাগে-ক্ষোভে চড়াও হত দলের খেলোয়াড়দের ওপর…এতে করে খেলা শেষে ড্রেসিং রুমেই অনেক সময় লম্বা সময় বন্দি থাকতে হত….পরে একটা সময় পুলিশ পহাড়ায় যাওয়া হত ক্লাব টেন্টে…বিক্ষুব্ধ সমর্থকরা কোন কোন সময় ক্লাব ঘরেও আক্রমন করে বসে থেমে থাকত না…কখনও ক্লাব আঙ্গিনায় আগুন ধরিয়ে দেবারও দৃষ্টান্ত রয়েছে…ব্যার্থতা নয়-ভক্তদের শুধুই চাওয়া থাকত শ্রেষ্ঠত্ব প্রদর্শনের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি আর ট্রফি…আর আজ সাদা-কালো জার্সীর সেই দলটার কিনা চরম অধঃপতনের গল্প কাহিনী লেখা হচ্ছে বছরের পর বছর…শুধুই ব্যার্থতা আর ব্যার্থতায় দলটার চেহারাটাই পাল্টে গেছে…ঐতিহ্যের সাদা কালো রংটাও আজ বড্ড মলিন…কেমন যেন ফ্যাকাসে হয়ে গেছে…সমর্থকদের সেই জেদ-ক্রেজটাও নেই…ব্যার্থতার ষোলকলা পূর্ন হওয়ায় আজ ভক্তরাও মুখ ফিরিয়ে নিয়েছে…মাঠ মুখোও হচ্ছেনা দল বেধে…ভাবতেই অবাক লাগে দলটার কবে খেলা এ খোজ রাখার সংখ্যাটাও আজ যেন হাতে গনা যায় !!! দলটার সাফল্য ভরা স্বর্নালী দিনের সমর্থকদের কাছে তাইত আজ পুরানো সুখকর স্মৃতি গুলোই বড় স্বান্তনা হয়ে ধরা দেয়… MSC-1a2…সেই ‘৫৭ সালে ঢাকা লীগে প্রথম সাফল্যের স্বাদ পেয়েছিলো মোহামেডান দলটা চ্যাম্পিয়ন ট্রফি জয় করার মাঝে…এরপর ’৫৯-’৬১-’৬৩-’৬৫-’৬৬-’৬৯ সালে আরো ৬বার লীগ শিরোপা ঘরে তুলে নিয়েছিলো মোহামেডান দলটি…স্বাধীন বাংলাদেশে ‘৭৫ সালে যেয়ে প্রথমবারের মত লীগ চ্যাম্পিয়ন হয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে মোহামেডান…পরের বছরে আবারও শিরোপা ঘরে তুলেছিলো দলটি…এরপর ’৭৮,’৮০,’৮২,’৮৬,’৮৭,’৮৮,’৯৩,’৯৬,’৯৯,২০০২,২০০৬ সাল মিলিয়ে মোট সর্বাধিক ২০ বার ঢাকা লীগ আসরে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের অনন্য গৌরবের অধিকারী মোহামেডান দলটি…সাদা কালোর ঐতিহ্যবাহী মোহামেডানের গর্ব করার মত সেরা স্মরনীয় সাফল্য ছিলো ’৮৬,’৮৭,’৮৮ টানা এতিনটে বছর…এই তিন বছরেই অপরাজিত চ্যাম্পিয়নের হ্যাটট্টিক করে অতুলনীয় রেকর্ড গড়েছিলো মোহামেডান দলটি…ভাবতেই অবাক লাগে আর অবিশ্বাস্য হলেও সত্য গত এক দশকেরও বেশী সময় একটানা ব্যার্থতা উপহার দিয়ে লীগ মরসুম শেষ করেছে সেই মোহামেডান দল !!!…শেষ কবে লীগে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে মোহামেডান দলটা এই তথ্যটাও যেন আজ অনেকেরই অজানা বিষয় হয়ে উঠেছে…বলতেই হয় বড় দলের মত বড় মাপের ফুটবলার নিয়ে দল গড়ার মনও যেন নেই ক্লাব কর্তৃপক্ষের…এবারও দল গড়া হয়েছে সাদা মাটা ভাবে…তাই লীগ শিরোপা জয়ের লক্ষের কথাটাও লীগ ফুটবলের ২০ বারের চ্যাম্পিয়ন সেই দলের কর্তাদের জোড় গলায় বলা হয়ে ওঠেনা !!! … এ যে কত বড় হতাশার দলের ভক্তদের কাছে তা আর বলে বোঝানোর নেই…

salam-1d

…১৯৮২-র সফল মরসুমের মোহামেডান দল…সেবার ফেডারেশন কাপ-লীগ-কুমিল্লার রকিবউদ্দিন গোল্ড কাপ ছাড়াও ভারতের আশীষ জব্বার ফুটবল আসরে শ্রেষ্ঠত্ব প্রদর্শনের মাঝে বিদেশ হতে প্রথম চ্যাম্পিয়ন ট্রফি জয় করে এনেছিলো মোহামেডান দলটি…বামে লীগ জয়ী ও ডানে ভারতের আশীষ জব্বার ট্রফি জয়ী মোহামেডান দল…

…লীগ আসরের বাইরে ফেডারেশন কাপ ফুটবলের ২০১৬ সাল অবধি মোট ১১ বার চ্যাম্পয়েন ট্রফি জয়ের স্বাদ নিয়েছিলো মোহামেডান দলটি…না বল্লেই নয় ‘৮২ সালের মরসুমটাই ছিলো মোহামেডানের সেরা সাফল্য লাভের স্মরনীয় বছর…১৯৮২-র সফল মরসুমে ফেডারেশন কাপ-লীগ-কুমিল্লার রকিবউদ্দিন গোল্ড কাপ জয় করা ছাড়াও ভারতের আশীষ জব্বার ফুটবল আসরে শ্রেষ্ঠত্ব প্রদর্শনের মাঝে বিদেশ হতে প্রথম চ্যাম্পিয়ন ট্রফি জয় করে এনেছিলো মোহামেডান দলটি…

......স্মৃতিময় দিন গুলোর মুহূর্ত......

……স্মৃতিময় দিন গুলোর মুহূর্ত……

No comments.

Leave a Reply