সংসদ সদস্য হবার পথে পা বাড়ালেন এক কালের প্রখ্যাত ফুটবলার শীর্ষস্থানীয় শিল্পপতি আবদুস সালাম মুর্শেদী

0-b21                              …আবদুস সালাম মুর্শেদী…একজন সফল মানুষের আইকন তাকে বলা হলে ভুল বলা হবে না…জীবনের সর্ব ক্ষেত্রেই ঈর্ষনীয় ভাবে সফলতার চূড়ায় পৌছে নিজেকে করেছেন সুপ্রতিষ্ঠিত…ছেলে বেলায় খুলনায় গ্রামের বাড়ীর ধারে অবস্থিত নৈহাটি হাই স্কুল মাঠে যখন বড় ভাইদের বুট নিয়ে ফুটবল খেলায় মেতে থাকতেন তখন স্বপ্ন দেখতেন একদিন দেশের ফুটবলের প্রান কেন্দ্র রাজধানী ঢাকা স্টেডিয়ামে বড় দলের হয়ে খেলে নৈপূন্যদীপ্ত খেলা উপহার দেবার মাঝে গোল করে মাঠ মাতাবেন আর জাতীয় দলের জার্সীটা গায়ে জড়িয়ে খেলবেন…সে স্বপ্নটা তার পূরন হয়েছে…আজাদ স্পোর্টিং ক্লাবে খেলা শুরু করে এক সময় খেলেছেন লীগ চ্যাম্পিয়ন বিজেআইসি ও ঐতিহ্যবাহী জনপ্রিয় দল মোহামেডানের মত বড় দলে…এদুটো দলেরই লীগ চ্যাম্পিয়নের অন্যতম নায়ক ছিলেন স্ট্রাইকার সালাম মুর্শেদী…ঢাকা লীগের ২৭ গোলের রেকর্ডের নায়ক ও সেঞ্চুরীয়ান গোলদাতা সালাম মুর্শেদী সাদা কালো জার্সীর দেশ সেরা ক্লাব মোহামেডানের হয়েই করেছেন লীগে সর্বাধিক মনমাতানো ৭৪ গোল…

PictureC9-0

...জাতীয় ফুটবলে খুলনার হয়ে গোল করছেন সালাম...ডানে জাতীয় চ্যাম্পিয়ন ট্রফি হাতে খুলনার দলনায়ক সালাম...

…জাতীয় ফুটবলে খুলনার হয়ে গোল করছেন সালাম…ডানে জাতীয় চ্যাম্পিয়ন ট্রফি হাতে খুলনার দলনায়ক সালাম…

                               …দেশের বাইরেও গোল নৈপূন্যের ঝলকানি দেখিয়ে দর্শকদের মন কেরেছেন সালাম…’৮২তে ভারতের দুর্গাপুরে আশীষ জব্বার ফুটবলে মোহামেডানের প্রথমবারের মত বিদেশের মাটিতে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পেছনেও দক্ষ গোলদাতা সালামের অবদান ছিলো অনেকখানি…সে আসরে হ্যাটট্রিকসহ সর্বাধিক ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেছিলেন সালাম…শেরে বাংলা কাপ জাতীয় ফুটবল আসরে ঢাকা বিশ্ববিদ্যালয় দলে খেলে ২বার ও খুলনা জেলা দলে খেলে জাতীয় চ্যাম্পিয়নের স্বাদও নিয়েছেন একবার…সালামের সুযোগ্য নেতৃত্বে ’৮২ সালে খুলনা জেলা প্রথমবারের মত জাতীয় ফুটবলের চ্যাম্পিয়ন ট্রফিটি ঘরে তুলে নিতে সক্ষম হয়েছিলো…সেবার খুলনার কাপ্তান সালাম আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি লাভ করেছিলেন…ফুটবলে অনন্য অবদানের স্বীকৃতি সরূপ সরকার ২০০৩ সালে ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’ প্রদান করে সম্মানিত করেছে সালাম মুর্শেদীকে…যা ছিলো সালামের খেলোয়াড়ী জীবনের গর্বের বড় পাওয়া…সাদা কালোর মোহামেডানের জার্সীতে গোলের পর গোল করে অতুলনীয় নৈপূন্য প্রদর্শন করে দলকে সাফল্য এনে দিতে বিশেষ ভূমিকা রাখার জন্য “মহাপাগল ব্যতিক্রমধর্মী মোহামেডান সমর্থক দল” ও খ্যাতিমান স্ট্রাইকার সালাম মুর্শেদীকে ক্রেষ্ট প্রদান করে সম্মানিত করেছে…

PictureC1

…বামে ’৮১-র জাতীয় যুব দলে ও ডানে ‘৮২তে জাতীয় দলে স্ট্রাইকার সালাম মুর্শেদীকে দেখা যাচ্ছে…

PictureC2

…বামে ‘৮৩-র ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মোহামেডানের দলনায়ক সালাম ও ডানে ‘৭৯-র লীগ চ্যাম্পিয়ন বিজেআইসি দলে সালাম…

PictureC3

… ‘৮১ ও ‘৮২-র জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় ও খুলনা জেলা দলে সালাম মুর্শেদী…

                                   …’৭৯-র লীগ আসরে বিজেআইসির চ্যাম্পিয়নের অন্যতম নায়ক যখন ছিলেন সালাম তখন খুলনা লীগে তাকে খেলতে হয়েছিলো প্লাটিনাম জুটমিল দলে…ওসময় প্লাটিনাম জুটমিলটা দেখে ভাবতেন ইস এমন একটা শিল্প প্রতিষ্ঠান যদি তার থাকত…মনের মাঝে স্বপ্ন পুষে রেখেছিলেন যদি কখনও আল্লাহ সুযােগ আর স্বামর্থ দেয় ওমন একটি শিল্প প্রতিষ্ঠান গড়বেন…অবশেষে সে স্বপ্নটাও পূর্নতা পায়…একটি দুটো নয় আজ একাধিক বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মালিক তিনি…আজ সালাম মুর্শেদী দেশের শীর্ষস্থানীয় বৃহৎ ব্যবসায়ীক প্রতিষ্ঠান এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক…ব্যবসা জগতে বিশেষ অবদান রাখার জন্য সালাম মুর্শেদী জাতীয় পর্যায়ে সেরা শিল্প উদ্যোক্তার পুরস্কারও লাভ করেছেন…রপ্তানিতে অনন্য অবদান রাখার কারনে সালাম মুর্শেদীর এনভয় গ্রুপ সরকার কর্তৃক জাতীয় রপ্তানি ট্রফির স্বর্ন পদকও লাভ করেছে…তাছাড়া সালাম মুর্শেদী ‘সেরা করদাতা ও কর বাহাদুর পরিবার’ হিসেবেও বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন…সালাম মুর্শেদী একটা সময় ব্যবসায়ীক সংগঠন বিজিএমইএ-র সভাপতি ছিলেন আর এমুহূর্তে এক্সর্পোর্টারস এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতির দায়িত্ব দক্ষতার সাথে পালন করে চলেছেন দীর্ঘদিন

PictureC4

…বামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সেরা শিল্প উদ্যোক্তার ট্রফি নিচ্ছেন বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী সালাম মুর্শেদী – ডানে অর্থ প্রতিমন্ত্রী এম.এ.মান্নানের কাছ থেকে ‘সেরা করদাতা ও কর বাহাদুর পরিবারের’ পুরস্কার গ্রহন করছেন স্বপরিবারে সালাম মুর্শেদী…

                                …খেলা ছেড়ে সাংগঠনিক কর্মকান্ডে সম্পৃক্ত হয়ে প্রিয় দল মোহামেডান ও দেশের ফুটবলের উন্নয়নে কাজ করার তাগিদে নানা ভাবেই লম্বা সময় ধরে নিজেকে জড়িয়ে রেখেছেন সালাম মুর্শেদী…বলব সংগঠক হিসেবে এখানেও বেশ সফলতার পরিচয় দিয়েছেন সালাম মুর্শেদী…মোহামেডানের ফুটবল দলের ম্যানেজার থেকে ফুটবল কমিটির সম্পাদকও ছিলেন…এমুহূর্তে মোহামেডানের পরিচালক তিনি…এরমাঝে টানা তিনবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করে চলেছেন দক্ষতার সাথে…এসময়ে ফিফা ও এএফসির কংগ্রেসেও যোগ দিয়েছেন সালাম মুর্শেদী বেশকবার…সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখার কারনে এশিয়ান ফুটবল কনফেডারেশন কর্তৃপক্ষ সালাম মুর্শেদীকে ‘এএফসি সার্ভিস এওর্য়াড’ প্রদান করে সম্মানিতও করেছে …তাছাড়া ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতিও সালাম মুর্শেদীকে আজীবন সম্মাননা প্রদান করে সম্মানিত করেছে…

PictureC7

…বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছ থেকে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আজীবন সম্মাননা পুরস্কার গ্রহন করছেন সালাম মুর্শেদী…ডানে এএফসি কর্তৃক প্রাপ্ত সালাম মুর্শেদীর বিশেষ এওয়ার্ড ট্রফি…

                                  …নানা সময়ে আলাপ কালে সালাম মুর্শেদী বারবার একটা কথাই বলে এসেছেন সংগঠক ও ব্যবসা জগতে তার আজকের যত প্রতিষ্ঠা-খ্যাতি-যশ্ব-সম্মান-অর্থপ্রাপ্তি আর জনপ্রিয়তা এসবই ফুটবলের কারনেই পাওয়া…এই দেশ ও দেশের ফুটবল যেন আমাকে সবই দিয়েছে…কোন কিছুরই অপূর্নতা রাখেনি…তাই সময় যেন এসেছে এখন কিছু দেবার…দেশের জন্য ভাল করে কাজ করার একটা সুপ্ত বাসনা অনেক আগে থেকেই ছিলো সালাম মুর্শেদীর…নিজ জন্মভূমি খুলনার তথা দেশের উন্নয়নে ও সাধারন মানুষের কল্যানে কাজ করার একটা স্বপ্ন ছিলো তার…সে ভাবনাতেই সক্রিয় ভাবে রাজনীতির ময়দানে পা রেখে সংসদ নির্বাচনে অংশ নেবার ইচ্ছে পোষন করছিলেন…এইত কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনার বিশাল জনসভায় আনষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন সালাম মুর্শেদী…বলতেই হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সুনজড়ে থাকার কারনেই ফুটবল ব্যক্তিত্ব সালাম মুর্শেদীর সে স্বপ্নটাও এখন পূরন হবার পথে…

PictureC5

…দুই পৃথক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সানিধ্যে সালাম মুর্শেদী ও তার সহধর্মিনী শারমিন সালাম…

                                   …নিজ জন্মস্থান খুলনা হতে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবার আগ্রহটা নিয়েই কাজ করে যাচ্ছিলেন সালাম মুর্শেদী…তবে সে চিত্রটা পাল্টে যায় আকস্মিক অসময়ে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস.এম.মোস্তফা রশিদী সুজার চির বিদায় নেয়ার কারনে…এখন সংসদ সদস্য সুজার মৃত্যুতে শূন্য আসনটির উপ নির্বাচনেই অংশ নিতে যাচ্ছেন সালাম মুর্শেদী…গনভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের এক বিশেষ সভায় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন খুলনা-৪ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’ প্রাপ্ত ফুটবল ব্যক্তিত্ব বিশিষ্ট শিল্পপতি সালাম মুর্শেদীর নাম ঘোষনা করেন…এরপরই সালাম মুর্শেদী তার মেয়ে ব্যারিষ্টার শেহরিন সালাম ও বাফুফে সভাপতি সালাউদ্দিন,খ্যাতিমান ফুটবল সংগঠক সেই সাথে আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ,জাতীয় দলের কজন সাবেক তারকা ফুটবলার সহ অারো অনেক নেতা কর্মীকে সাথে নিয়ে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে যেয়ে রিটার্নিং অফিসার থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন…শক্ত বিরোধী প্রতিপক্ষ না থাকায় বলাই যায় আগামী ২০ সেপ্টেম্বর নির্ধারিত উপ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে সালাম মুর্শেদীর নির্বাচনে জয়লাভ করাটা এখন সময়ের অপেক্ষা মাত্র…তাই যদি হয় তাহলে সংসদ সদস্য হিসেবে নতুন পরিচয়ে পরিচিত হতে চলেছেন ফুটবল অঙ্গনের অতি পরিচিত মুখ সালাম মুর্শেদী…ঢাকা লীগে ২৭ গোলের রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নিজের নামটি লিখিয়ে রেখেছেন এক সময়ের দক্ষ ও কুশলী গোলদাতা স্ট্রাইকার সালাম মুর্শেদী…সেই ‘৮২ সালে সালামের গড়া ২৭ গোলের রেকর্ডটি আজও কেউ ভাঙ্গতে পারেনি…একজন সৎ,অমায়ীক ও নিরহংকারী মানুষ হিসেবেই সমাজ সেবক সালাম মুর্শেদীর সুনাম রয়েছে…সে পরিচয়ে তাকে অনেকেই ভাল করে চেনেন জানেন…যদি উপ নির্বাচনে সালাম মুর্শেদী সংসদ সদস্য নির্বাচিত হয়েই যান তাহলে সে সুনাম ধরে রেখে দেশের উন্নয়ন আর মানুষের মঙ্গল ও কল্যানে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ভাল ভাবে কাজ করে যাবেন এমনতর প্রত্যাশাই থাকবে সবার…ফুটবল-সংগঠন ও ব্যবসা এতিন ভূবনেই যেমন করে ঈর্ষনীয় সফলতায় ভাল ভাবেই নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন সালাম মুর্শেদী তেমন করেই রাজনীতি অঙ্গনে সালাম মুর্শেদী ভাল কাজের উদাহরন রেখে সবার মন কাড়ার মাঝে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে তুলবেন এবিশ্বাস রয়েছে…থাকল…রইল সালাম মুর্শেদীর প্রতি শুভ কামনা…

Picturea20

…আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে যেয়ে রিটার্নিং অফিসার থেকে মনোনয়নপত্র সংগ্রহ করার মুহূর্তে সালাম মুর্শেদী…সাথে সালাম কন্যা ব্যারিষ্টার শেহরিন সালাম-বাফুফে সভাপতি সালাউদ্দিন-আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ সহ সাবেক তারকা ফুটবলারকে দেখা যাচ্ছে…

                                           …এখানে স্মরনযোগ্য যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ছিলেন ফুটবল মাঠের এক সৈনিক…খেলেছিলেন ওয়ান্ডারার্স ক্লাবে…বর্তমানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও ছিলেন ফুটবল মাঠের পরিচিত মুখ…খেলেছেন ওয়ারী ও মোহামেডান ক্লাবে…অপরদিকে এসময়ের ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়ও ছিলেন জাতীয় দলের একজন তারকা ফুটবলার…খেলেছেন মোহামেডান-আবাহনী ও ব্রাদার্সের মত বড় দলে…বিরোধী দলের সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজউদ্দিন ছিলেন মোহামেডানের খ্যাতিমান এক স্ট্রাইকার…তৎকালীন পাকিস্তান জাতীয় দলেও খেলেছিলেন হাফিজউদ্দিন…ফুটবল ব্যক্তিত্ব সালাম মুর্শেদী উপ নির্বাচনে প্রত্যাশিত ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে গেলে কে জানে আগামীতে ফুটবল মাঠ থেকে উঠে আসা আরো একজন ক্রীড়াবিদ মন্ত্রী আমরা দেখব কিনা…হয়তবা সালাম মুর্শেদীকেই সে নয়া রূপে দেখা হয়েই যেতে পারে কোন এক সময়…সেটা দেখার অপেক্ষাতেই থাকলাম…

PictureC8

…মোহামেডানের জার্সীতে গোলের পর গোল করে অতুলনীয় নৈপূন্য প্রদর্শন করে দলকে সাফল্য এনে দিতে বিশেষ ভূমিকা রাখার জন্য “মহাপাগল ব্যতিক্রমধর্মী মোহামেডান সমর্থক দল” খ্যাতিমান স্ট্রাইকার সালাম মুর্শেদীকে ক্রেষ্ট প্রদান করে সম্মানিত করেছে…ডানে ভক্তদের মাঝে সালাম মুর্শেদী…

No comments.

Leave a Reply