চলে গেলেন জাতীয় দল ও মোহামেডানের সাবেক খেলোয়াড় মোবারকের বাবা সত্তর দশকের আবাহনীর তারকা ফুটবলার স্কুটার গফুর

Gafur-1

                                 …দীর্ঘদিন অসুস্থ থেকে নানা রোগভোগের পর অবশেষে গতকাল ৬ জুলাই রোজ শুক্রবার চির বিদায় নিয়ে চলে গেলেন জাতীয় দল ও মোহামেডান-শেখ জামালের সাবেক খেলোয়াড় মোবারকের বাবা সত্তর দশকের  ঢাকা স্টেডিয়াম মাতানো আবাহনীর তারকা ফুটবলার নরসিংদী জেলার ফুটবলের গর্ব আবদুল গফুর ভুঁইয়া(ইন্নালিল্লাহে….রাজউন)…নরসিংদীতে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গফুর…মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০বছর…সত্তর দশকে ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগে টানা বেশ কবছর আবাহনী-বিজিপ্রেস-রহমতগঞ্জের হয়ে নৈপূন্যভরা খেলা উপহার দিয়ে মাঠ মাতিয়ে দর্শকদের মন জয় কাড়লেও জাতীয় দলের ট্রায়ালে ডাক পেয়েও খেলার সুযোগ আর হয়ে উঠেনি কৃতি উইঙ্গার গফুরের…তবে খেলেছিলেন সত্তর দশকের গোড়ার দিকে  ঢাকা একাদশ দলের হয়ে বিদেশী দল গুলোর বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে…গফুর তৎকালীন পূর্ব পাকিস্তান সময়কালে সত্তর দশকের শেষ দিকে খেলা শুরু করেছিলেন প্রেস দলে হয়ে…প্রেসে খেলার পর যোগ দিয়েছিলেন রহমতগঞ্জ ক্লাবে…’৭০ সালে শেষবার খেলেন রহমতগঞ্জের হয়ে .. ‘৭১ এর স্বাধীনতা যুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশের প্রথম বিভাগ ফুটবল লীগে ’৭২ সাল হতে ’৭৪ সাল অবধি দাপটে খেলেছিলেন আকাশী জার্সীর আবাহনীর হয়ে…এরপর দলবদল করে ’৭৫ সালে ইষ্টএন্ডের হয়ে ও ‘৭৬ সালে পুরানো দল রহমতগঞ্জে খেলার মাঝেই ফুটবলকে বিদায় জানিয়েছিলেন স্কুটার খ্যাত গফুর…

Gafur-4

                                     …’৭২ সালে স্বাধীন বাংলাদেশে ঢাকা স্টেডিয়ামে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে প্রথমবারের মত ফুটবল মাঠে গড়িয়েছিলো রাষ্ট্রপতি একাদশ ও স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের নিয়ে গড়া বাংলাদেশ একাদশের মধ্যকার এক প্রদর্শনী ম্যাচের মাঝে…সে খেলাতেও রাষ্ট্রপতি একাদশের হয়ে খেলেছিলেন গফুর.. ‘৭২ সালে ঢাকা মাঠে প্রথম বিদেশী দল ভারতের জনপ্রিয় ও শক্তিশালী মোহনবাগান দলের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচেও খেলেছেন গফুর…বাংলাদেশের মাটিতে প্রথম বিদেশী দলের বিরুদ্ধে জয়টা ছিলো সেই মোহনবাগান দলের বিরুদ্ধে দ্বিতীয় প্রদর্শনী ম্যাচে…সে খেলাতেও গফুর খেলেছিলেন ঢাকা একাদশের হয়ে…এখানে স্মরনযোগ্য যে সেদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠে বসে খেলাটা উপভোগ করেছিলেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান…এছাড়া গফুর আবাহনীর হয়ে ’৭৪ সালে ভারতের আইএফএ শীল্ডেও খেলেছিলেন…প্রচন্ড গতি ছিলো উইঙ্গার পজিশনে খেলা গফুরের খেলায়…বলতে হয় গতির ঝলকেই গোল যেমন করেছেন তেমনি দর্শকদের মন কেড়ে নিতে সক্ষম হয়েছিলেন গফুর…তাইত ঢাকা স্টেডিয়ামের দর্শকরা তাকে আদর করে ডাকত স্কুটার গফুর বলে…সেই থেকেই ঢাকা মাঠে তার নামটা পরিচিত হয়ে উঠে সবার মাঝে স্কুটার গফুর হিসেবে…

Gafur-3

                                        …কুশলী ফুটবলার গফুর জাতীয় দলে খেলার সুযোগ হারানোর আক্ষেপ বা দুঃখটা কিছুটা হলেও যেন ভুলতে পেরেছিলেন ছেলে মোবারকের জাতীয় দলে খেলার সুযোগ লাভের মাঝে…মোবারক মোহামেডান-শেখ জামাল দলে খেলে সুনাম কুড়িয়েছেন…বাবা গফুরের মত মোবারকও খেলেছেন উইঙ্গার পজিশনে…একবার কোটি টাকার সুপার কাপে গোল করে মোহামেডানকে চ্যাম্পিয়নও করিয়েছিলেন মোবারক…সেবার সুপার কাপ ফুটবল আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও লাভ করেছিলেন মোবারক…

No comments.

Leave a Reply