বাংলাদেশ দলের প্রথম বেসরকারী টেষ্ট খেলার চল্লিশ বছর পূর্তিতে BcsA এর স্মৃতিচারন অনুষ্ঠান প্রশংসার দাবী রাখে

bd-vs-mcc10-

                                 …দেখতে দেখতেই চার দশক পার হতে চলেছে সেই ‘৭৭ সালে ঢাকা ষ্টেডিয়ামে প্রথম বেসরকারী টেষ্ট ম্যাচ খেলার সুখকর স্মৃতি…৭ই জানুয়ারী বাংলাদেশ ক্রিকেট দলটা ৩ দিনের প্রথম একটা টেষ্ট ম্যাচে মুখোমুখি হয়েছিলো ক্লার্কের নেতৃত্বে বাংলাদেশে সফরকারী ইংল্যান্ডের শক্তিশালী এমসিসি দলের বিরুদ্ধে…বলতেই হয় ওটাই ছিলো অলিখিত প্রথম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল…সে সুবাদে বাংলাদেশ দলের প্রথম দলনায়ক হিসেবে স্মৃতির পাতায় অম্লান হয়ে রয়েছেন “জাতীয় ক্রীড়া পুরস্কার” প্রাপ্ত ক্রিকেট ব্যক্তিত্ব খ্যাতিমান ওপেনিং ব্যাটসম্যান শামীম কবির…সেদিনের প্রথম একাদশটা সাজানো হয়েছিলো যে এগারোজনকে নিয়ে তারা হলেন শামীম কবির-রকিবুল হাসান-মাঈনুল-আশরাফুল হক-ওমর খালেদ রুমি-এ.এস.এম.ফারুক-শফিকুল হক হীরা-ইউসুফ বাবু-দৌলতউজ্জামান-দীপু রায় চৌধুরী-নজরুল কাদের লিন্টু…১৬ সদস্যের দলের অপর ৫ ক্রিকেটার ছিলেন শাকিল কাশেম-খবির-এনায়েতুর রহমান সিরাজ-নাজমুর নুর রবিন ও আহমেদ ইকবাল বাচ্চু…বাংলাদেশ দলের দলনায়ক শামীম কবির,ইউসুফ বাবু,মাঈনু,ফারুক,রুমী,হীরার ব্যাটিং দৃড়তা আর স্পিনার লিন্টু ও পেসার দৌলত,দীপুর বোলিং নৈপূন্য ঐতিহাসিক ও মনে রাখার মত সেই স্মরনীয় টেষ্টটিকে ড্রয়ে পরিনত করতে মূখ্য ভূমিকা রেখেছিলো…

bd-vs-mcc5                            …বাংলাদেশ দলের প্রথম বেসরকারী টেষ্টের চল্লিশ বর্ষ পূর্তি উপলক্ষে ২৪ ডিসেম্বর রোজ রোববার দুপুর ৩টায় বিজেএমইএ (BGMEA) কমপ্লেক্সে অতীতের সেই প্রথম টেষ্টের তারকা ক্রিকেটার আর ক্রিকেটের সেদিনের নিবেদিত প্রান নিষ্ঠাবান কর্মকর্তাদের নিয়ে এক স্মৃতিচারন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টাস এসোসিয়েশন BcsA…যেখানে স্মরনীয় ও ঐতিহাসিক প্রথম টেষ্টের স্মৃতিচারনে মাতবেন খ্যাতিমান ক্রিকেট ব্যক্তিত্বরা…চরম অবহেলা ও স্বল্প সুযোগ সুবিধার মাঝে থেকেও যাদের ঘাম ঝড়ানো অক্লান্ত পরিশ্রম,কষ্ট আর ভাল কিছু করার মাঝে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার দৃঢ় সংকল্প ক্রিকেটকে আজকের পর্যায়ে নিয়ে গেছে সেসব ক্রিকেট ব্যক্তিদের সমাগম ঘটানোর মাঝে  এযুগের ক্রিকেট পাগল ভক্তদের প্রানপ্রিয় সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টাস এসোসিয়েশন BcsA এর এমনতর আয়োজনের প্রশংসা না করলেই নয়…প্রথম বেসরকারী টেষ্টের চল্লিশ বর্ষ পূর্তিরক্ষনে শ্রদ্ধাভরেই স্মরন করছি সে সময়ের সকল ক্রিকেটার,সংগঠক,কোচ,আম্পায়ারদের…

bd-vs-mcc3                           …‘৭৭ সালের ৭ জানুয়ারী প্রথম বেসরকারী টেষ্ট ম্যাচটি পরিচালনা করেছিলেন আম্পায়ার সৈয়দ আলতাফ হোসেন ও রেজাই করিম…সেবার টেষ্ট ম্যাচের আগে সফরকারী এমসিসি দল চট্টগ্রাম,রাজশাহী ও যশোরে দুদিন ব্যাপি ৩টি ম্যাচ খেলেছিলো…’৭৬ সালের ৩১ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশে বিদেশী দলের বিরুদ্ধে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিলে রাজশাহীতে…দুদিনের সে জোনাল ম্যাচে এমসিসির বিরুদ্ধে উত্তরাঞ্চল দরের নেতৃত্ব দিয়েছিলেন রকিবুল হাসান…খেলাটি পরিচালনা করেছিলেন আম্পায়ার সাইফুদ্দিন আহমেদ ও সৈয়দ আলতাফ হোসেন…রকিবুলের সে দলের কোচও ছিলেন সৈয়দ আলতাফ হোসেন…অপর দুটো জোনাল ম্যাচে যশোরে ফারুক ও চট্টগ্রামে শামীম কবির নেতৃত্ব দিয়েছিলেন…প্রথম টেষ্টের পশ্চিম ও পূর্ব গ্যালারীর সিজন টিকেটের মূল্য ধারন করা হয়েছিলো ২০ ও ১০টাকা মাত্র…ভিআইপি ও বিশেষ আসনের মূল্য রাখা হয়েছিলো ১০০ ও ৪০ টাকা মাত্র…সফরকারী এমসিসি দলের ইংল্যান্ড হতে আসা যাওয়া এবং ৩ জোনাল ম্যাচে খেলতে যাবার আকাশ পথের সকল খরচ বহন করেছিলো বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ…এছাড়াও পরবর্তী সময়ে ইংল্যান্ডে বাংলাদেশ দলের আইসিসি ট্রফিতে খেলতে যাবার ক্ষেত্রেও বিমান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলো…ক্রিকেটকে এগিয়ে নেবার স্বার্থে বিমান কর্তৃপক্ষের সে সময়ের অবদানের কথা ভোলার নয়…

bd-vs-mcc22                          …ঢাকা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম বেসরকারী টেষ্টটি অমিমাংসিত ভাবে শেষ হয়েছিলো…খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ইউসুফ বাবু(৭৮).দলনায়ক শামীম কবির(৩০),ফারুক(৩৫) ও রুমির(২৮) দৃড়তাপূর্ন ব্যাটিংয়ের সুবাদে বাংলাদেশ দল ৯ উইকেটে ২৬৬ রান তুলে ইনিংস ঘোষনা করেছিলো…৭ নম্বরে ব্যাট হাতে খেলতে নেমে ১০৩ বল মোকাবেলা করে মারকুটে ঢ্যাশিং ব্যাটসম্যান ইউসুফ বাবুর ৮ বাউন্ডারীতে সাজানো দৃষ্টিনন্দন সর্বোচ্চ ৭৮ রান মাঠ মাতিয়ে তুলেছিলো..জবাবে সফরকারী এমসিসি দল লিন্টু,দৌলত ও দীপুর বোলিং দাপটের মুখে ৩৪৭ রানের মাথায় সবকটি উইকেট হারালে ২য় ইনিংসে দলনায়ক শামীম কবির(২৫),রুমি(৩২),মাঈনু(২৩) ও হীরার(অপঃ২০) দায়িত্বশীল ব্যাটিংয়ের কল্যানে বাংলাদেশ দল ৬ উইকেটে ১৫২ রান তুললে খেলাটি ড্র হয়ে যায়…খ্যাতিমান ক্ষুরধার লেগ স্পিনার লিন্টু ৩২.৩ ওভারে মাত্র ৫৪ রান খরচা করে সর্বোচ্চ ৪ উইকেট সংগ্রহ করে প্রশংসনীয় বোলিং নৈপূন্য দেখান …এছাড়া দৌলত ৩টি ও দীপু ২ উইকেট দখল করে কৃতিত্বের পরিচয় দেন…

bd-vs-mcc4

00011

No comments.

Leave a Reply