…স্মৃতির পাতা গুলো মনকে নাড়া দিয়ে যায়…

0-kd1987

…১৯৮৭ সালে ”ক্রীড়াজগত” ম্যাগিাজিনে খ্যাতিমান ক্রিকেটার বাদশা ও রকিবুল হাসানকে নিয়ে আমার ও দিলুর লেখা…

….কখনও কখনও স্মৃতির পাতা গুলো মনটাকে খুব নাড়া দিয়ে যায়…ভাবায়…নিয়ে যায় সেই ক্ষনে…সেই সুখকর দিন গুলোতে…এমুহূর্তের টিভি চ্যানেল২৪ এর ক্রীড়া সম্পাদক বন্ধু দিলু খন্দকার সেই আশি দশকের গোড়ার দিকে একাধারে ঢাকা-টাঙ্গাইল ও বগুড়ার খেলার নানা দিক তুলে ধরে লেখালিখি করত…চট্রগ্রামে থাকার কারনে সেখানকার খেলা নিয়ে লেখা হত আমার…দিলুর সাথে কতনা স্মৃতি জড়িয়ে আছে আমার…এক সাথে “ক্রীড়াজগতে” বেশ কিছু প্রচ্ছদ প্রতিবেদনও লেখা হয়েছে আমাদের…নানা জেলা ছাড়াও নিজেদের উদ্যেগেই বেশ কবার কলকাতায়ও ছুটে যাওয়া হয়েছে আমাদের দুজনার খেলা দেখা ও লেখার আগ্রহের কারনেই…দেখা হয়েছিলো আন্তর্জাতিক ক্রিকেট আসর সেই সাথে মুন্না-আসলাম-রুমি-গাউস-জনি-কায়সার-শাব্বীর-রেহান-মানিক-রক্সি-কানন-জুয়েল রানা-পনিরদের সেই ইষ্টবেঙ্গল ও মোহামেডানের হয়ে কলকাতা লীগ ম্যাচ খেলা…এখানে তারই কিছু স্মৃতি চিহৃ তুলে ধরা হলো মাত্র…যে সুখকর স্মৃতি গুলো আজও মনকে দোলা দিয়ে যায়…

0-kd 1991

…কলকাতা লীগে আমাদের তারকা ফুটবলারা মাঠ মাতিয়েছিলেন নব্বুই দশকের গোড়ার দিকে…তাই নিয়ে আমার ও দিলুর লেখা….

…নীচের ছবিতে তুলো ধরা হলো “দৈনিক বাংলা” পত্রিকায় আমার ও দিলু খন্দকারের দুটো লেখা…দিলু লিখেছিলো বগুড়ার ফুটবল ও আমি লিখেছিলাম চট্রগ্রামের কজন প্রতিভাবান ক্রিকেটারকে নিয়ে..আমার লেখায় তুলে ধরা তরুন ক্রিকেটারদের মাঝে মিনহাজুল আবেদীন নান্নু-নুরুল আবেদীন নভেল ও শহিদুর রহমান শহিদ পরবর্তীতে জাতীয় ক্রিকেট দলে খেলার সুযোগ লাভ করেছিলো…মোর্শেদ খেলেছিলো দক্ষিন এশিয় ক্রিকেটে বাংলাদেশ টাইগার্স দলের হয়ে…আর ক্রিকেট ও ফুটবল দুটোই সমানতালে খেলে গেলেও খসরু এক সময় জাতীয় ফুটবল দলেও খেলেছিলো…

Zaman-6

…দৈনিক বাংলায় আমার ও দিলু খন্দকারের লেখা বগুড়ার ফুটবলার ও চট্রগ্রামের কজন প্রতিভাবান ক্রিকেটারকে নিয়ে…

…এখানে স্মরনযোগ্য যে জাতীয় দলের এক সময়ের খ্যাতিমান তারকা ক্রিকেটার নান্নু-নভেল দুই ভাইয়ের ক্রিকেট জীবন শুরু হয়েছিলো আমার সাথে ‘৭৯ সালে চ্রটগ্রাম লীগে টাউন ক্লাবের হয়ে…বাবা মরহুম ডাঃ মোঃ রুহুল আমিনের চাকুরী সূত্রে থাকা হয়েছিলো নানা মেয়াদে পাবনা-ময়মনসিংহ-চট্রগ্রামে ও ঢাকা…সে সুবাদে এই চার জেলাতেই ক্রিকেট লীগ খেলার সুযোগ হয়েছিলো আমার…খেলা হয়েছে সিলেট লীগেও…ক্রিকেট ছাড়াও ফুটবল ও টেবিল টেনিসেও দুর্বলতা ছিলো আমার এবং খেলাও হয়েছে অনেক…

0-kd4

…বামে টাঙ্গাইল ক্রিকেট লীগে জাতীয় দলের লিপু ও মিশার মাঝে দিলু…ডানে ফুটবল লীগে জাতীয় দলের মহসীন ও জোসির মাঝে দিলু…

…ওদিকে দিলু খন্দকারের ক্রিকেট-ফুটবল দুটোতেই বেশ দক্ষতা ছিলো…নিজ জেলা টাঙ্গাইল ও পড়ালেখার সূত্রে বগুড়ার ফুটবল ও ক্রিকেট লীগ খেলা হয়েছে তার বেশ কবছর…টাঙ্গাইলে দিলু খেলত ইষ্টএন্ড ক্লাবে…প্রায় সময়েই জাতীয় দলের একাধিক তারকা খেলোয়াড়দের নিয়ে ওদের ইষ্টএন্ড ক্লাবে খেলিয়েছে দিলু…উপরের ছবিতে তারই দুটো মুহূর্ত তুলে ধরা হলো…দিলুর বড় ভাই বর্তমান সময়ের সেতু সচিব মিলু ভাইও ভাল ক্রিকেট খেলত…আবাহনীতেও খেলেছিলেন মিলু ভাই…

0-kd5…উপরের ছবিতে ‘৮১র চট্রগ্রামের ষ্টার সামার ক্রিকেটে ঢাকার র্সূযতরুন ক্লাব ও জুবিলী ক্লাবের ম্যাচে জাতীয় দলের তারকা ক্রিকেটার নেহাল হাসনাইন ও নভেলের মাঝে আমি দাঁড়ানো বামে…সূর্যতরুনের হয়ে নামী ক্রিকেটার আরো যারা খেলেছিলেন সে ম্যাচে তারা হলেন আমাদের ক্রিকেটের প্রথম সেঞ্চুরীয়ান মরহুম জহির-হাদী-রিজওয়ান-বাবুল-রাঙ্গা-রিজওয়ান-ইসলাম ও হাসান বাবলী…আমাদের জুবিলী ক্লাবের হয়ে যারা খেলেছিলেন তারা হলেন উত্তম-ডাঃ কামরুল জলিল এটম-ডাঃহেলাল-ডাঃফিরোজ-ডাঃহিরু-এহসান-রুবেল-আইউব…নীচে বামে দৈনিক অবজারভারে প্রকাশিত  ছবিতে পাবনা জেলার টিটি প্রতিযোগিতায় আমি বামে…ছবির পেছনে মাঝে দাঁড়ানো আজকের টিভি নাট্যঅঙ্গনের খ্যাতিমান অভিনেতা হান্নান শেলী…মনে পড়ে পাবনা এডওর্য়াড কলেজের ক্লাস ফাঁকি দিয়ে শেলী ভাইয়ের বাসায় তার সাথে টেবিল টেনিস খেলা নিয়ে মেতে থেকেছি কতদিন…ডানে ‘৮০ চট্রগ্রাম ক্রিকেটে প্রথম আত্মপ্রকাশেই চ্যাম্পিয়ন আবাহনী দলে আমি বসা ডানে…সে সময় আবাহনী দলে খেলেছিলো চট্রলার তারকা ক্রিকেটার শহিদ(জাতীয় দলের ক্রিকেটার)-মাসুদ-এনাম-মানিক-শাহিন-মুজিব-ফারুক-কাজমী-টিটো-বাবুল-মোঃআলী-শহিদুল্লাহ…সে সময় চট্রগ্রাম আবাহনীর ক্রিকেট দলের অন্যতম কর্মকর্তা ছিলেন ইমরান ইস্পাহানি-দিদারুল আলম-হাজী রফিক…

0-kd6202…উপরের ছবির বামে ’৭৮ সালে “ক্রীড়াজত” ম্যাগাজিনে প্রকাশিত পাবনা জেলা টিটি প্রতিযোগিতায় পদক জয়ী দলে আমি দাঁড়ানো ডানে আর বামে বন্ধু মাসুদ করিম…নীচে বামে কিশোর ও টিটো…অপের দুজনের নামটা ভুলেই গেছি…মজার ব্যাপার প্রায় ৩০ বছর পর ফেইসবুকের কল্যানে খুজে পেয়েছি সেই মাসুদ করিমকে…ডানের ছবি ’৮১র চট্রগ্রাম সেবানিকেতন ক্লাব ফুটবল দলে আমি দাঁড়ানো ডানে…সে সময়ের ক্লাবটির সাধারন সম্পাদক শ্রদ্ধেয় হারুন ভাইয়ের(দাঁড়ানো বামের দ্বিতীয়) কথা ভোলার মত নয়…মনে পড়ে বর্তমানে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ছিলেন ওসময় সমাজ সেবামূলক সংগঠন সেবানিকেতন ক্লাবটির মূল কর্নধার…

No comments.

Leave a Reply