সেদিন পাশে ১০ তারকা ফুটবলার নিয়ে লড়তেন আর আজ মনু একাই লড়ছেন জীবন যুদ্ধে!!

MONU-3C2…সেই আশি দশকের মাঠ মাতানো ফুটবলার ছিলেন সাদা কালো জার্সীর ঐতিহ্যবাহী মোহামেডান ও বাংলাদেশ দলের খ্যাতিমান উইঙ্গার “মনু”…বরাবরই মোহামেডানের চির শত্রু আবাহনীর বড় আতন্ক আর ত্রাস হয়ে ধরা দিয়েছিলেন মনু…৮৬ সালে শেষ বড় ম্যাচে আবাহনীর বিরুদ্ধে গোল করে মোহামেডানের লীগ চ্যাম্পিয়নের নায়ক হয়েও ধরা দিয়েছিলেন…সেবার নিশ্চিত চ্যাম্পিয়নের দ্বারপ্রান্তে ছিলো আবাহনী…মোহামেডানকে হারানোর লক্ষে দলেও ভিড়িয়েছিলো ভারত হতে খ্যাতিমান ফুটবলার চিমা-মনোরঞ্জন ও কিপার ভাস্করকে…তবে দারুন ভাবে জ্বলে উঠে মনু দলের জয়সূচক ২য় গোলটি করে হতাশায় শুধু ডুবায়নি আবাহনীকে শিরোপাটাও ছিনিয়ে নিতে বড় ভূমিকা রেখেছিলেন…‘৮৭র প্রেসিডেন্ট কাপে সেরা খেলোয়াড়ও হয়েছিলেন মনু…একটা সময় ভক্তরা মনুকে কাঁধে চড়িয়ে নেচেছে আর স্বতীর্থরা জড়িয়ে ধরে চুমো খেয়েছে…আর আজ ভাগ্যের কি নির্মম পরিহাস সেই তারকা ফুটবলার মনু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে জীবন যুদ্ধে নেমেছে…অথচ তার পাশে বসে কিছুটা সময় ব্যায় করে মনুকে সাহস জোগানোর জন্য একজনক ফুটবলার বা কর্মকর্তাকেও খুজে পাওয়া যায়না…হাসপাতালে আর তার মুগদার বাসায় দেখতে যেয়ে মনুর মুখ থেকে যখন শুনি তার স্বতীর্থরা কেউ দেখতে আসেনা তখন খারাপই লাগে…ব্যাপারটা মনুর কাছে যে ভিষন যন্ত্রনার তা বলার অপেক্ষা রাখেনা...অসুস্থ মনুর মুখের দিকে তাকালেই সে কষ্টটা পরিস্কারই ফুটে উঠে…

MONU-3C21

…”MOHA পাগল ব্যতিক্রমধর্মী মোহামেডান সমর্থক দলের” নানা অনুষ্ঠানে সাবেক তারকা ফুটবলার ও ভক্তদের মাঝে মনুকে দেখা যাচ্ছে…

…সেদিন পাশে ১০ তারকা ফুটবলার নিয়ে লড়তেন আর আজ সেই মনু বড্ড অসহায় ভাবে হাসপাতালের বিছানায় শুয়ে একাই লড়ছেন জীবন যুদ্ধে!! পাশে পেলেন শুধু দেশে ও দেশের বাইরে থাকা ”MOHA পাগল ব্যতিক্রমধর্মী মোহামেডান সমর্থক দলের” কজন পাগল ভক্ত…যারা কিনা নানা ভাবেই মনুর পাশে দাড়িয়েছে… ফেইসবুকে লেখালিখি করে গুরুতর অসুস্থ মনুর অসহায় মুহূর্ত গুলো তুলে ধরেছে ব্যাপক ভাবে…আলাদা ভাবেই তুলে ধরতে হয় ”MOHA পাগল ব্যতিক্রমধর্মী মোহামেডান সমর্থক দলের” প্রতিষ্ঠাতা টি.ইসলাম.তারিকের কথা…প্রতিনিয়তই তারিক খোজ নিচ্ছেন মনুর আর হাসপাতাল ও বাসায় ছুটে গিয়ে মনুকে দেখে আসছেন…তার প্রচেষ্টাতেই বলতে হয় দেশে ও দেশের বাইরে থেকে MOHA পাগল ব্যতিক্রমধর্মী মোহামেডান সমর্থক দলের কজন সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে…যুক্তরাষ্ট্র থেকে এক সময়ের গ্রেট ফুটবলার মঞ্জুও অসুস্থ মনুর সাহায্যে এগিয়ে এসেছেন…থ্যান্কস জানাতেই হয় টিভি চ্যানেল২৪ ও যমুনা টিভির স্পোর্টস এডিটর দিলু খন্দকার ও রানা হাসানকে অসুস্থ মনুকে গুরুত্ব সহকারে টিভি পর্দায় তুলে ধরার জন্য…টিভি চ্যানেল২৪ এর স্পোর্টস এডিটর দিলু খন্দকারের উদ্যোগেই এক সময়ের তারকা ফুটবলার ২৭ গোলের রেকর্ডের নায়ক মনুর স্বতীর্থ খেলোয়াড় সালাম মুর্শেদী অসুস্থ মনুকে সাহায্যের আশ্বাস দিয়েছেন জেনে ভাল লাগলো…সেদিন মনুর বাসায় আর আজ হাসপাতালে যখন তাকে দেখতে গেলাম তখন মনু বারবার একটা কথাই বলছিলেন সেদিনও ভক্তদের ভালবাসা পেয়েছি আজও অসুস্থ অবস্থায় থেকেও পেলাম…আমার বেঁচে থাকার সাহস,শক্তি আর প্রেরনাই যেন ভক্তদের অকৃতিম ভালবাসা আর তাদের দোয়া…ভক্তদের ভালবাসা ভুলবনা কোনদিন…এ নিয়েই বেঁচে থাকতে চাই…মনু সম্পূর্ন সুস্থ হয়ে আবারও তার প্রিয় ফুটবল অঙ্গনে ফিরবেন এপ্রত্যাশা মনুর অগনিত ভক্তদেরও…

MONU-5

…হাসপাতালে অসুস্থ মনুর পাশে MOHA পাগল ব্যতিক্রমধর্মী মোহামেডান সমর্থক দলের তারিক-ওয়াজেদ ও মাসুদ করিমকে দেখা যাচ্ছে…

No comments.

Leave a Reply