জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত মহিলা এ্যাথলেট ডলি ক্রুজ আর নেই

DOLLY4…চীর নিদ্রায় শায়িত হয়ে এজগত হতে বিদায় নিলেন এক সময়ের দেশ সেরা খ্যাতিমান মহিলা এ্যাথলেট জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ব্যাক্তিত্ব ডলি ক্রুজ (ইন্নালিল্লাহে…..রাজিউন)…এদেশের মহিলা ক্রীড়াঙ্গনের অগ্রজপ্রথিক ডলি ক্রুজ তার দীর্ঘ ২৭ বছরের খেলোয়াড়ী জীবনের ইতি টেনেছিলেন ১৯৮২ সালে…যার শুরুটা ছিলো ১৯৫৬ সালে…এ্যাথলেটিকসের জাতীয় ক্রীড়ায়  জেভেলিন-ডিসকাস ও শটপুট ইভেন্টে তার ছিলো অনেক ঈর্ষনীয় সাফল্য…পাশাপাশি সাইক্লিংএ ও তার ছিলো সমান দাপট…খ্যাতিমান মহিলা এ্যাথলেট ডলি ক্রুজ ১৯৫৬ সালে তৎকালীন পাকিস্তান লাহোর অলিম্পিক গেমসে ডিসকাসে ২য় হয়ে প্রথম বারের মত নিজেকে মেলে ধরেছিলেন…পরবর্তী সময়ে রের্কড গড়ে স্বর্ন পদক জয় করে তাক লাগিয়েছিলেন…১৯৬০-৬৪-৬৬ সালে টানা ৩ পাকিস্তান অলিম্পিকে তাক লাগানোর মাঝেই এ্যাথলেটিকসে তার প্রিয় ইভেন্টে রের্কড গড়ে সোনার পদক গলায় ঝুলিয়েছিলেন ডলি ক্রুজ…এরমাঝে ডলি ক্রুজের তাক লাগানো সাফল্য ছিলো  ‘৬৬ সালের তৎকালীন পাকিস্তান জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায়…সেবার এ্যাথলেটিকসের শটপুট-ডিসকাস-জেভেলিন থ্রো ইভেন্টে ও একই সাথে সাইক্লিংএ ১০০ ও ২০০ মিটার সহ মোট সর্বাধিক ৫ স্বর্ন জয় করে পাকিস্তান রের্কড গড়েছিলেন…পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয় এ্যাথলেটিকস প্রতিযোগিতায়ও ডলি ক্রুজ নিজের শ্রেষ্টত্ব বজায় রেখে রের্কড গড়ার মাঝে টানা কযেক বছর স্বর্ন পদক জয় করেও কৃতিত্ব দেখান…১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় এ্যাথলেটিকসে ডিসকাস ও জেভেলিন থ্রো ইভেন্টে ২ স্বর্ন এবং শটপুটে রৌপ্য পদক জয় করেছিলেন ডলি ক্রুজ…ঠিক তার পরের বছরেই ’৭৪ সারের জাতীয় এ্যাথলেটিকসে শটপুট-ডিসকাস-জেভেলিন এই তিন ইভেন্টেই স্বর্ন জয় করে রের্কড গড়েছিলেন…তার দল ছিলো ঢাকা ওয়ান্ডার্রাস ক্লাব…দীর্ঘ খেলোয়াড়ী জীবনে ডলি ক্রুজ তৎকালীন পাকিস্তান ও বাংলাদেশ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় রের্কড পরিমান ২২ স্বর্ন পদক সহ ২২ রৌপ্য ও ব্রোন্জ পদক জয় করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন.এদেশের মহিলা ক্রীড়ায় অসামান্য দক্ষতার সাক্ষর রাখার স্বীকৃতি সরুপ সরকার ১৯৮১ সালে ডলি ক্রুজকে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করে সম্মানিত করেছিলো…বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি ১৯৭৪ সালে স্বনামধন্য মহিলা এ্যাথলেট ডলি ক্রুজকে শ্রেষ্ঠ মহিলা এ্যাথলেট হিসাবে পুরস্কৃত করেছিলো…খেলা ছেড়ে আদমজী জুট মিলে কর্মরত ছিলেন ডলি ক্রুজ…পাশাপাশি কোচ এবং সংগঠক হিসেবেও নিজেকে জড়িয়ে রাখেন দক্ষতার সাক্ষর রেখে…১৯৭৫ সালে ডলি ক্রুজ ভারতের পাতিয়ালা থেকে কোচেস ট্রেনিং সম্পন্ন করে কোচ হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন…

DOLLY

No comments.

Leave a Reply