স্মৃতির পাতায় নোয়াখালীর ফুটবলের কিছু প্রিয় মুখ

monjju-0…স্মৃতির পাতায় নোয়াখালীর ফুটবলের কিছু প্রিয় মুখ…সখের খেলার ছবি সংগ্রহশালা ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম ১৯৮৭ সালে সাপ্তাহিক ”বর্তমান দিনকাল” ম্যাগাজিনে লেখা এ প্রতিবেদনটি…যেখানে তুলে ধরেছিলাম নোয়াখালী ফুটবলের ১২ তারকা ফুটবলারকে…যাদের অনেকেই সে সময় একযোগে ঢাকা ও চট্রগ্রাম লীগে খেলে সুনাম কুড়িয়েছিলেন…এদের মাঝে কৃতি ষ্টপার ব্যাক পাটোয়ারীর কথা বিশেষ ভাবেই তুলে ধরতে হয়…আশি সালে ঢাকায় অনুষ্টিত ২২তম এশিয়ান যুব ফুটবল আসরে জাতীয় যুব দলে সুযোগ লাভ করে নোয়াখালী ফুটবলের মুখ উজ্জল করেছিলেন বীমা-ধানমন্ডি-বিপিডব্লিউডি ও বিআরটিসির হয়ে দাপুটে খেলা পাটোয়ারী…আরেক কুশলী ষ্টপার ব্যাক নীহার তিন মরসুমে ছিলেন ধানমন্ডি ক্লাবের অধিনায়ক…মাঝ মাঠের কুশলী ফুটবলার মান্ত ছিলেন ঢাকা ও চট্রগ্রাম লীগের পরিচিত এক মুখ…এছাড়া সে সময়ের তরুন প্রতিভাবান দীর্ঘকায় ষ্টপার ব্যক ইকবালও পরবর্তী সময়ে ধানমন্ডি ক্লাবের নেতৃত্ব দেয়া ছাড়াও জাতীয় যুব দলে সুযোগ লাভ করেছিলেন…সে সময়ের নোয়াখালীর সেরা গোলরক্ষক মঞ্জুর কথা এখানে আলাদা ভাবেই তুলে ধরতে হয়…নোয়াখালী-চট্রগ্রাম ও ঢাকা লীগে খেলে নাম কুড়িয়েছিলেন কিপার মঞ্জু…ঢাকা লীগে ধানমন্ডি ও বিজেএমসি এবং চট্রগ্রাম লীগে ওয়াপদা ও বন্দর ক্লাবে খেলেছিলেন মঞ্জু…খেলা ছেড়ে একটা সময় সংগঠক হিসাবে আত্মপ্রকাশ করে মঞ্জু দক্ষতার সাক্ষর রেখে নিজেকে অনেকদুর এগিয়ে নেন…ছিলেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার জয়েন্ট সেক্রেটারী…বলা যায় এমূহুর্তে ঢাকার ফুটবলেও সংগঠক হিসাবে বেশ পরিচিত এক মুখ হলেন মঞ্জু…সফল ব্যবসায়ী ও সংগঠক মঞ্জু এবারসহ তিন তিনবার ছিলেন মালয়েশিয়ায় অনুষ্ঠিত সুপার মক কাপে জাতীয় অনুর্ধ-১৪ দলের দলনেতা…এছাড়া এমূহুর্তে সংগঠক মঞ্জু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভোলাপমেন্ট কমিটির সদস্য পদের গুরু দায়িত্ব পালন করছেন…

 1987-sep14-bortoman-dinkal-070

1987-sep14-bortoman-dinkal-0721987-sep14-bortoman-dinkal-073monjju

No comments.

Leave a Reply