স্মৃতির এ্যালবামে ৩৫ বছর আগের চট্রগ্রাম ক্রীড়া লেখক সমিতি

0-shonku-hasnu-kiron-9…আশি দশকের গোড়ার দিকের কথা…সে সময়টায় বলতে হয় সিনিয়র ক্রীড়া সাংবাদিক শ্রদ্ধেয় রেজাউল হক বাচ্চু ভাইকে সামনে রেখে আমরা কজন টগবগে তরুন লেখালিখি করে চট্রগ্রাম ক্রীড়াঙ্গনকে নানা ভাবে তুলে ধরে মাতিয়ে রাখতাম…যে নাম গুলো না তুলে ধরলেই নয় কাছের বন্ধু সৌমিত্র কুমার মুৎসুদি শংকু-দিদার-আবু জাফর হায়দার-নজরুল ইসলাম সেলিম…যাদের সাথে সখ্যতাটা ছিলো বেশী…

0-shonku-hasnu-kiron-7

..’৮০ সালে চট্রগ্রাম ষ্টেডিয়ামে হায়দার-সৌমিত্র কুমার শংকু-বাচ্চু ভাই ও খুকু ভাইয়ের মাঝে আমি..

0-shonku-hasnu-kiron-6

..’৮১ সালে চট্রগ্রাম ক্রীড়া লেখক সমিতি প্রদত্ত জাতীয় যুব ফুটবলের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোল দাতা ফুটবলার বাশার ও খসরুর মাঝে হাসনু ভাই-হায়দার ক্রীড়া লেখক সমিতির সভাপতি শায়েস্তা খান স্যার ও আমি..

…এছাড়াও মনে পড়ে সিনিয়র কজন ক্রীড়া সাংবাদিক-লেখক ভাইয়ের কথা…যারা ছিলেন আমাদের প্রেরনাদাতা…বদরুল হুদা ভাই-অধ্যাপক শায়েস্তা খান স্যার- রনজিৎ বিশ্বাসদা-স্বপন মহাজনদা-মহিবুব ভাই-সাইফউদ্দিন খালেদ ভাই-অধ্যাপক হায়াৎ হোসেন স্যার-অধ্যক্ষ প্রনব কুমার বড়ুয়া-আবদুল্লাহ আল ফরমান খুকু ভাই-ইকবাল করিম হাসনু ভাই-মাহবুবুল আলম রানা ভাই..যাদের প্রায় সবাই ছিলেন তখন আমাদের ক্রীড়া লেখক সমিতির সদস্য…মনে পড়ে সে সময় আমি ও আবদুল্লাহ আল ফরমান খুকু ভাই মিলে একটা খেলার ম্যাগাজিনও বের করেছিলাম…এদের মাঝে রনজিৎ বিশ্বাস পরবর্তীতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে কর্মরত ছিলেন…মন্ত্রনালয়ের সচিবের দায়িত্বও পালন করেন…প্রিয় মুখ রনজিৎদা বছর খানেক হলো চির বিদায় নিয়ে চলে গেছেন না ফেরার ভুবনে…আরেক প্রিয় মুখ শ্রদ্ধেয় ডঃপ্রনব কুমার বড়ুয়া হলেন এমুহূর্তের আ্ওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য…চট্রগ্রাম ক্রীড়াঙ্গনের দুই চেনা মুখ ফুটবলার দেবাশীষ বড়ুয়া(এমুহূর্তের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক) ও শুভাশীষ বড়ুয়ার গর্বিত বাবা হলেন অধক্ষ ডঃ প্রনব কুমার বড়ুয়া…

0-shonku-hasnu-kiron-5…বন্ধু সৌমিত্র শংকুর কারনেই আজ সেই স্মৃতিগুলো সামনে চলে আসায় খুব মনে পড়ছে…এমুহুর্তে কানাডায় অবস্থানের কারনে অনেকটা যেন অকল্পোনীয় ভাবেই বন্ধু সৌমিত্র শংকুর সাথে টরোন্টোতে দেখা হয়ে গেলো প্রায় ৩৪ বছর পর ক্রীড়া লেখক ইকবাল করিম হাসনু ভাইয়ের সাথে…শংকু ফেইসবুকে হাসনু ভাইয়ের সাথে ছবি ও লেখা পোষ্ট করলে আমি দেখলাম সেই ৩৫ বছর পর হাসনু ভাইকে…চেনাই যায়না সেদিনের সেই খোচা খোচা দড়ির হাসনু ভাইকে…হাসনু ভাইয়ের বাসাতেই শংকু খুজে পেলো সেই ‘৮২ সালের চট্রগ্রাম ক্রীড়া লেখক সমিতির পুরস্কার বিতরনী অনুষ্ঠটানের স্মরনীকা…যেখানে রয়েছে অনেকেরই ছবি…তিন দশক পর দেখলাম সেই সময়ের প্রিয় মুখ গুলো…থ্যান্কস শংকু তোমার লেখা ও ছবির জন্য…সাথে তুলে ধরলাম আমার সংগ্রহে থাকা ৩৫ বছর আগের ছবি…

0-shonku-hasnu-kiron-a 0-shonku-hasnu-kiron-b 0-shonku-hasnu-kiron-c

No comments.

Leave a Reply