ক্যান্সারে আক্রান্ত তরুন ফুটবলার শামীমের মায়ের হাতে তুলে দেয়া হলো ১ লাখ ৬৪ হাজার ৮০ টাকা

shamim1…অবশেষে পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত হয়ে কুর্মিটোলা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে যাওয়া জাতীয় অনুর্ধ ও মোহামেডান-সিটি ক্লাব-বারিধারা ক্লাবে খেলা তরুন ফুটবলার শামীম মিয়ার চিকিৎস্বার্থে তার মায়ের হাতে তুলে দেয়া হলো ১ লাখ,৬৪ হাজার,৮০ টাকা…“মহা পাগল ব্যাতিক্রমধর্মী মোহামেডান সমর্থক দলের”উদ্যোগেই দেশে ও দেশের বাইরে থাকা বেশ কজন খেলার পাগল প্রিয় মুখের কাছ থেকে সংগ্রহ করা হয় এঅর্থ…আজ দুপুরেই সবার পক্ষ হতে “মহা পাগল ব্যাতিক্রমধর্মী মোহামেডান সমর্থক দলের” প্রতিষ্টাতা তারেক ভাই ও টিভি চ্যানেল-২৪ এর স্পোর্টস এডিটর দিলু খন্দকারকে সাথে নিয়ে সংগ্রহকৃত অর্থ তুলে দেয়া হয়…

 

shamim2…শামীমকে যখন দেখতে যওেয়া হয় তখন হাসপাতালে শামীমের বেশ কজন স্বতীর্থ খেলোয়াড় ঘনিষ্টজন ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক দলনায়ক খ্যাতিমান গোলরক্ষক আমিনুল…মন থেকে গভীর কতৃজ্ঞ প্রকাশ করছি শামীমের এমন অসহায় অবস্থায় যারা সহানুভূতি আর সহমর্মিতা প্রকাশ করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে শামীমের পাশে এসে দাড়িয়েছেন…আজত শামীমকে অনেকটা ভাল অবস্থায় দেখে ভাল লাগলো…কথাও বল্লেন অনেক…সবার দোয়ায় সুস্থ হয়ে ফুটবল মাঠে ফেরার আকুতিও প্রকাশ করলেন…দোয়া রইলো-থাকবে আল্লাহর অশেষ রহমত নিয়ে শামীম যেন আবারও ফিরে আসতে পারে মাঠে…

shamim3…যাদের আন্তরিক সহযোগিতায় “মহা পাগল ব্যাতিক্রমধর্মী মোহামেডান সমর্থক দলের” ক্ষুদ্র এ প্রচেষ্টাকে কিছুটা হলেও স্বার্থক করে তোলা হলো তাদের নাম গুলো এখানে না তুলে ধরলেই নয়…শামীমকে বাঁচিয়ে তুলতে এবং তার মুখে একটুখানি হাঁসি ফোটাতে যারা সহানুভুতি প্রকাশ করে সাহায্যের হাঁত বাড়িয়েছেন তারা হলেন ইটালী প্রবাসী এক সময়ের জাতীয় হ্যান্ডবল দলের কোচ ও ক্রীড়া লেখক মুস্তাফিজ…কানাডা প্রবাসী এক সময়ের খ্যাতিমান ৩ ক্রীড়া সাংবাদিক বন্ধু কাজী আলম বাবু-স্নেহভাজন আরিফ খন্দকার ও কবির…কানাডা প্রবাসী এক সময়ের দেশ সেরা ক্রিকেট আম্পায়ার ও ক্রীড়া লেখক মন্জুর মিল্কি ভাই…ঢাকা মোহামেডানের সাবেক ফুটবলার কানাডা প্রবাসী শামীম ভাই…যুক্তরাষ্ট্র প্রবাসী এক সময়ের জাতীয় যুব দলের ফুটবলার শামীম ও তার বন্ধু ক্রীড়াপ্রেমী সজল সেন…এক সময়ের ঢাকা ও চট্রগ্রাম ক্রিকেটের খ্যাতিমান ব্যাটসম্যান সুলতানুল আবেদীন কাওসার ভাই(জাতীয় দলের সাবেক দুই তারকা ক্রিকেটার নান্নু-নভেলের চাচা)…যুক্তরাষ্ট্র প্রবাসী খেলার পাগল মানুষ ও মহা পাগল ব্যাতিক্রমধর্মী মোহামেডান সমর্থক দলের প্রিয় মুখ বজলুল ওয়াহাব শাহীন ভাই…মহা পাগল ব্যাতিক্রমধর্মী মোহামেডান সমর্থক দলের প্রতিষ্টাতা তারেক ভাই-শফিক ভাই-মাসুদ করিম-সাজ্জাদ কাদির…এছাড়াও আমাদের এ কাজে একাত্ম হয়ে সাহায্যের হাঁত বাড়িয়েছেন টিভি চ্যানেল ২৪ এর স্পোর্টস এডিটর বন্ধু দিলু খন্দকার ও ক্রিকেট-ফুটবল অঙ্গনের পরিচিত সংগঠক নজিব ভাই…সবাইকে অনেক অনেক ধন্যবাদ তরুন ফুটবলার শামীমের পাশে দাড়ানোর জন্য…বলতে হয় অসুস্থ শামীমের প্রতি ভালবাসার টানত রয়েছেই তাছাড়া খেলার জগতের মানুষ বলে ভাল কিছু করার মন ও অন্যরকম একটা তাগিদ কাজ করেছে এমন একটা মহৎ সেবামূলক কাজ করার পেছনে…মহা পাগল ব্যাতিক্রমধর্মী মোহামেডান সমর্থক দলের প্রতিষ্টাতা তারেক ভাইয়ের আর সেই সাথে পরিচিত মুখ গুলোর আন্তরিক সহযোগিতায় উদ্যোগী হয়ে অবশেষে কাজটি করতে পারায় সবাই যে অন্যরকম একটা সূখ অনুভোব করবেন তা বলাই যায়…

shamim4…এখানে সেপ্শাল থ্যান্কস না জানালেই নয় টিভি চ্যানেল-২৪ এর স্পোর্টস এডিটর দিলু খন্দকার ও রির্পোটার ইভানকে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করে যাওয়া তরুন ফুটবলার শামীমকে আলাদা ভাবে তুলে ধরার জন্য…শামীমের পাশে এসে অনেকেই নানা ভাবে দাড়িয়েছেন নানা ভাবে সাহায্য সহযোগীতা হাত বাড়িয়ে…তবে শামীমের পুরোপুরি সুস্থ হয়ে উঠতে উন্নত চিকিৎসা যেমন প্রয়োজন তেমনি ভাল একটা অর্থেরও দরকার…হাসপাতালের কর্মরত ডাক্তার বলেছেন চিকিৎসা ভাল ভাবে চালিয়ে যেতে পারলে ফুটবলার শামীমকে সুস্থ করে তোলা সম্ভব…আশাকরি শামীমের সাহায্যে আরো অনেকেই এগিয়ে আসবেন…

..তরুন ফুটবলার শামীম মিয়ার বিশ্বাস সবার দোয়ায় আল্লাহর রহমতে সুস্থ হয়ে মাঠে ফিরে আসতে পারবেন-তাই যেন হয়…শুনুন শামীমের মুখের কথা…ভিডিওটি গেলো কাল হাসপাতালে টিভি চ্যানেল-২৪ এ কথা বলার সময় নেয়া…

No comments.

Leave a Reply