ধাক্কা সামলানোটাই বড় ভাবনা

dhakka2…কেউ তার প্রিয় পাত্র…কেউবা অপছন্দের…কাউকে টানা খেলাবেনই…আবার কাউকে এক ম্যাচ খেলিয়েই ছুড়ে ফেলবেন…এতে করে অনেকেরই চাপের মাঝে ফেলে দিয়ে মনোবল ভেঙ্গে ছিটকে ফেলা হয়েছে…পারেননি তিনি আনামুলের মত প্রতিভাকে শক্ত ভাবে ফিরিয়ে আনতে…পেরেছেন ইমরুলকে টানা দু ওয়ানডেতে ৭০+ রান করার পরও পরের ম্যাচে বসিয়ে দিতে!!!…অনেক বড়াই করে খেলিয়েছেন লিটনকে এবং একটা সময় কদিন না যেতেই ছুটিতে পাঠিয়েছেন!!!…ফিনিশার নাসিরকে ফিনিশিংয়ের পথই যেন দেখাচ্ছেন বসিয়ে বসিয়ে নয়ত এক ম্যাচ খেলিয়ে আবারও বসিয়ে দিয়ে!!!…রনি নামের যে ব্যাটসম্যানটি লংগার ভার্সনে রানের ফুলঝুড়ি ছড়িয়েছেন তাকে ডেবু করিয়েছেন টি-২০তে!!!এখন রনি যেন নিজেকে হারিয়ে খুজছেন…একমাত্র লেগ স্পিনার লিখনকেও অবহেলায় দুরে ঠেলা দেয়া হয়েছে!!!…অথচ তার প্রতি বাড়তি নজড় দিয়ে আক্রমনের শক্তি হিসাবে দাড় করানো যেত…প্রিয় পাত্র মিথুনকে চমক ঘোষনা দিয়ে ওপেনার হিসাবে খেলালেন অথচ দুদিন না যেতেই তাকে জোড় করিয়ে এখন ৭/৮ নম্বরে নামমাত্র খেলাচ্ছেন!!!…মোসাদ্দেক এলেন আর গেলেন…বিশ্বকাপে ৪ নম্বরে টানা দুম্যাচে শতক হাঁকানো রিয়াদকে এখন দেখা যাচ্ছে টি-২০তে ফিনিশাররুপে…অযত্নে-অবহেলায় হারিয়ে ফেলা হয়েছে রাজ্জাকের মত অভিজ্ঞ স্পিনারকে ও সোহাগ গাজীর মত অলরাউন্ডারকে!!!…খুজে পাওয়া যায়না এখন মার্শাল আইউব বা শুভকে!!!…স্বরুপে ফিরিয়ে আনতে পারেননি শাহরিয়ার নাফিসের মত ওপেনারকে…পুরানো ইতিহাস ঘেটে বের করা হয় মমিনুল নামে আমাদের এক প্রতিভাবান নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিলো!!!…যায়গায় দাড়িয়ে খেলা সৌম্য এখন ফর্ম হারিয়ে নিজেকে খুজে ফিরছেন!!!… রুবেলও অনেকদিন দলের বাইরে…মুশফিকের ছুটির ঘন্টা যেন বাজানো হচ্ছে…রনিত বিপিএল এর বোলিংয়ের ধারটাই হারিয়ে ফেলেছেন…নাইবা বল্লাম নানা সময়ে পরীক্ষার নামে ১১ জনের দলে ৪ ওপেনার-৩ কিপার কিংবা বার বার ব্যাটিং অর্ডার বদল এমন সব নানা নিত্য নুতন তত্বের কথা…ভাগ্য ভাল বলতেই হবে মাশরাফির মত অসাধারন ফাইটার এক কাপ্তান এর সাথে কজন সিনিয়র অভিজ্ঞ ক্রিকেটের কিছুটা সময়ে একসাথে দুর্দান্ত ফর্মে ছিলেন বলে টানা জয় এসেছে…ওদের ফর্মহীনতা থাকলে অনেক কথাই উঠে আসত বেশ আগেই…জয়ের কারনে অনেক কিছুই চোঁখের আড়ালে চলে যায়…মোষ্ট টেলেন্টটেডদের না পারছেন টিকিয়ে রাখতে না পারছেন পুরানোদের ভাল ভাবে ফিরিয়ে আনতে…এঅবস্থায় প্রশ্ন উঠতেই পারে তাহলে কোচের ভূমিকা ও আসল দায়িত্ব নিয়ে…বাংলাদেশ দলের সামনে বড় বিপদের কারন হয়ে উঠতে পারে দলের বেশ কজন সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটারদের বয়সটা…এরা হলেন মাশরাফি-সাকিব-রিয়াদ-মুশফিক-সানি-ইমরুল-তামিম…এদের মাঝে মাশরাফি তিরিশ পার করে ৩২-রিয়াদ ৩০-২৯এ দাড়িয়ে এক যোগে ৪জন…এরা হলেন মুশফিক-সাকিব-সানি-ইমরুল…তামিম ২৭…বোঝাই যাচ্ছে এদের বিদায়টা হবে হয়তবা পাশাপাশি অল্প সময়ের ব্যাবধানে…অনেক বড় দলকেও দেখা গেছে একসাথে দুচারজনকে হারিয়ে নীচে নেমে আসতে…ভাবছি বাংলাদেশ দল সেই ধাক্কাটা সামলাবে কেমন করে…কদিন পরেই মাশরাফি হয়ত বিদায় নেবেন…যা দলের শক্তিত হারাবেই এবং বড় রকম এক ধাক্কা যে দেবে তা বলাই যায়…কারন কাপ্তান মাশরাফির মত প্রেরনাদায়ক বড় মাপের ফাইটার ক্রিকেটারের অভাব এমহুর্তে অপূরনীয়…তেমনি সাকিব-মুশফিক-রিয়াদ-তামিম…এদের হারানো মানেই হলো দলের বড় ক্ষতি হয়ে যাওয়া…আর সে ক্ষতি কাটিয়ে আবারও শক্ত ভাবে ঘুরে দাড়ানোর কাজটা যে স্বল্প সময়ে সহজ হয়ে উঠবেনা তা আর বলার অপেক্ষা রাখেনা…তারকাদের বিদায়ের কঠিন ধাক্কাটা সামলানোই যেন এখন বড় ভাবনার বিষয়…কে সামলাবে ধাক্কা কেইবা ধরবে হাল দেখবার 

m-s1

No comments.

Leave a Reply