জাতীয় দল ও চট্রলার তারকা ফুটবলার মসির চীর বিদায়

moshi2…ভাবতেই পারছিনা হুট করে রাত্রের বেলায় এমন একটা দুঃসংবাদ পাব…গেলো কাল ২৭ ফেব্রুয়ারী শনিবার রাত্রে খেলতে খেলতে মাঠেই যেন আকস্মিক ভাবে চীর বিদায় নিলেন এক সময়ের প্রেসিডেন্ট কাপের বাংলাদেশ লাল দলের এবং সেই সাথে চট্রগ্রাম ও ঢাকা মাঠের তারকা ফুটবলার কৃতি ষ্ট্রাইকার মসিহ (ইন্নালিল্লাহে…রাজিউন)…চট্রগ্রাম ক্লাবে অনুষ্টিতিএক সিক্সএ সাইড ফুটবলে খেলছিলেন গেলো কাল রাত্রে মসিহ…খেলার এক ফাঁকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মসি…এসময় তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলো চিকিৎসারত ডাক্তাররা তাকে হৃদযন্ত্রক্রিযা বন্ধ জনিত কারণে মৃত ঘোষনা করেন…বেশ কিছুদিন ধরেই মসি হৃদরোগে ভুগছিলেন…সেই হৃদযন্ত্রক্রিযা বন্ধ জনিত কারণেই অভাবনীয় ভাবে কিনা শেষমেষ তাকে চলে যেতে হলোে এপৃথিবীর মায়া  ছেড়ে না ফেরার দেশে…মসির মৃত্যু সংবাদএ চট্রগ্রাম ফুটবল মহলে যেন নেমে আসে শোকের ছায়া…

Moshiখ্যাতিমান ষ্ট্রাইকার সুদর্শন মসিহ চট্রগ্রাম ফুটবল লীগে দীর্ঘদিন সুনামের সাথেই খেলেন জনপ্রিয় দল আবাহনী ক্রীড়া চক্রের হয়ে…দলের দলনায়কও ছিলেন…জাতীয় ফুটবলও খেলেছেন বেশ কবছর চট্রগ্রাম জেলা দলের হয়ে…ওদিকে ঢাকা লীগে মসিহ ’৮৮ সালের মরসুমে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের হয়ে…এরপর আবাহনী ও ভিক্টোরিয়ার হয়েও খেলেছেন বেশ কবছর…বলতেই হয় দাপটের সাথে খেলেই মসি যেমন মন কাড়েন সবার তেমনি নিজের প্রতিভার সাক্ষর রেখে সুযোগ করে নিয়েছিলেন ‘৯১ সালের প্রেসিডেন্ট কাপ আসরে বাংলাদেশ লাল দলে…খেলা ছেড়ে মসিহ সংগঠক হিসাবে নিজেকে জড়িয়ে রেখেছিলেন…চট্রগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাথেও জড়িত ছিলেন…

moshi-3

এইত কিছুদিন আগে জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার বড় ইউসুফ-মানিক-রুপু-মহসীন-বাবলু-মঞ্জু ও জামরুলের সাথে মসিকে দেখা যাচ্ছে দাড়ানো সবার ডানে

One Response to “জাতীয় দল ও চট্রলার তারকা ফুটবলার মসির চীর বিদায়”

  1. mahfuz

    Feb 28. 2016

    Sad news….. Abahani take boro asa niee 1987 sale dole viraisiloooo…….1987 er president cup e Nil doleo chilooo…..but Abahanite temon valo khlte pare nai……

    Reply to this comment

Leave a Reply