সেনাপতি মিরাজ ও জাকির আশার আলো ছড়ালো..উড়লো লাল সবুজের পতাকা

bd win 2…অবশেষে কাপ্তান মিরাজ ও জাকিরের অসাধারন ব্যাটিং দৃড়তা বাংলাদেশকে এনে দিলো এক তৃপ্তির জয় এবং আমরা উঠে গেলাম প্রথম বারের মত বিশ্ব আসরের সেমী ফাইনালে…মিরপুর মাঠে অনুর্ধ ১৯ বিশ্বকাপের সেমী ফাইনালে পৌছে যাওয়ার এ মধুর জয়ের আনন্দের সূখকর স্মৃতি স্মরনীয় হয়ে থাকবে…সাবাস মিরাজ বাহিনীর বাংলাদেশ জুনিয়র টাইগাররা…সুনন্দর নেতৃদানের মাঝে ১ উইকেট লাভের সাথে অপরাজিত ৫৫ রানের মনোমুগ্ধকর ব্যাটিং উপহার দেবার সুবাদে ম্যাচ জয়ের নায়ক হন মিরাজ…ম্যাচ সেরার পুরস্কার মিরাজের হাতে তুলে দেন বোর্ড প্রধান মিরাজ…

bd win 3a…কোয়ার্টার ফাইনালে নেপালের ২১১ রানের বড় স্কোর টপকালো বাংলাদেশ ৬ উইকেট হাতে রেখেই…২৯ ওভারে গিয়ে ৯৮ রানের মাথায় দলের প্রথম সারির মূল্যবান ৪ উইকেট খুইয়ে কিছুটা যেন চাপের মুখেই পড়ে যায় বাংলাদেশ অনুর্ধ ১৯ দল…এসময় জাকিরকে সাথে নিয়ে অনোমনীয় দৃড়তা ও আস্তার সাথে ব্যাট চালিয়ে কাপ্তান মিরাজ বাংলাদেশকে টেনে তুলে সেমী ফাইনালে…ইয়েস প্রথম বারের মত বিশ্ব আসরের সেরা চারে উঠে এলো বাংলাদেশ দল…আজত মন ছুয়ে গেছে অপরাজিত থাকা দু ব্যটসম্যান জাকিরের ৭৫ ও মিরাজের ৫৫ রানের দায়িত্ব ও আস্থাশীল দৃষ্টিনন্দন ব্যাটিং দেখে…আগের ম্যাচ গুলোতে আড়ালে থাকা জাকির আজ সুযোগ পেয়েই জ্বলে উঠে নিজের সম্ভাবনার সাক্ষর রাখেন দারুন ভাবে…এছাড়াও দাগ কেটেছে পিনাকের ৩২ ও জয়রাজের ৩৮ রানের ইনিংস দুটো…মাঠের দর্শকদেরও দারুন ভাবে মাতিয়ে রাখে আজ মিরাজের বাংলাদেশ জুনিয়র টাইগার দল…প্রান ভরে খেলা উপভোগ করে বলতে হয় খেলা শেষে আনন্দ উল্লাসের মাঝেই বাড়ী ফিরে গেছে দর্শকরা…বিশেষ ভাবে তুলে ধরতে হয় আজ বাংলাদেশ ক্রিকেট সাপোর্টাস এ্যাসোসিয়েশনের ক্রিকেট পাগল হলুদ গ্রুপটার কথা…সাড়াটাক্ষন ড্রাম বাজিয়ে আনন্দ উল্লাস করে মাঠ মাতিয়ে রাখে তারা…টিভি পর্দায় বারবার বিসিএসএর সেই হলুদ গ্রুপটাকে তুলে ধরাও হয়…

bd wiin 1

…লাল সবুজের পতাকাটা এভাবে উচুতে তুলে ধরা দেখে কার না ভাল লাগে…

…প্রশংসা করতেই হয় কোচ বাবুলের হাতে গড়া এদলটার সবাইকে…যারা কোটি কোটি ক্রিকেট ভক্তের মুখে হাসি ফুটিয়ে আর আনন্দে ভাসিয়ে লাল সবুজের পতাকাটাকে তুলে ধরলো অনেক বড় এক উচ্চতায়…সেই সাথে জানান যেন দিলো আগামীতে বিশ্ব ক্রিকেট শাসন করতে ভাল ভাবেই উঠে আসছে তারা…এখানে কজনের নাম না বল্লেই নয় বিশেষ করে কাপ্তান মেহেদী হাসান মিরাজ-শান্ত-জাকির হাসান-পিনাক-সাইফ-শাওন-সাইফুদ্দিন-মেহেদী হাসান রানা…এনাম গুলোতে  এমহুর্তে সবার মুখে মুখে…বলা যায় নিজেদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারলে এরাই হবে আগামীর তারকা…নেপালের বিরুদ্ধে স্মরনীয় জয় নিয়ে বাংলাদেশ জুনিয়র টাইগার দলটার সেমী ফাইনালে উঠে যাওয়ার মাঝে যেন আশার আলো ছড়ালো সেনাপতি মিরাজ-জাকির-পিনাক-জয়রাজ-সাইফুদ্দন-শাওন-রানা-শান্ত-সাইফররা…উড়লো উচু আকাশে লাল সবুজের পতাকা…বাংলাদেশকে অনেক বড় উচ্চতায় তুলে ধরার জন্য মিরাজ বাহিনীর জুনিয়র টাইগার দলটার প্রয়োজন এখন আর মাত্র দুটো জয়…কে যানে আসবে কি সেই দুটো সূখময় জয়…জুনিয়র টাইগারদের মনোবল-আস্থা আর নিজেদের সেরাটা ঢেলে দিয়ে ভাল করার যে প্রানপন চেষ্টা তা দেখে স্বপ্ন দেখাই যায় স্মরনীয় কিছু পাওয়ার…এখন শুধু দেখারই অপেক্ষায় কতটুকুন পথ উড়াল দিতে পারে ক্ষুদে টাইগাররা…থাকলো শুভ কামনা দলটার প্রতি…

bd win 6

One Response to “সেনাপতি মিরাজ ও জাকির আশার আলো ছড়ালো..উড়লো লাল সবুজের পতাকা”

  1. Sadrul Kishore

    Feb 05. 2016

    এই প্রথম বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের খেলা দেখলাম — এক কথায় “অসাধারন”!! এত টান টান উত্তেজনা নিয়ে যুবাদের খেলা দেখা — চিন্তাই করা যায় না! এই দলের প্রত্যেককেই মনে হয়েছে ভীষণ পরিণত! What a tense cricket we saw throughout! Thanks to all the young-stars, very especially, to Mehidy and Zakir for their matured and well-structured batting! It was a sensational WIN for us!

    Reply to this comment

Leave a Reply