মনে পড়ে ‘৮১-র লীগের সর্বাধিক রান সংগ্রহকারী ষ্টাইলিশ ব্যাটসম্যান ইশতিয়াককে

Ishtiaq-স্মৃতির এ্যালবামে চোঁখ বুলাতেই খুব করে মনে পড়লো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের ষ্টাইলিশ ব্যাটসম্যান ওপেনার ইশতিয়াককে…’৭৪ সালে মোহামেডান দলে খেলেছিলেন ইশতিয়াক…এরপর ‘৭৫-৭৬ মরসুমে লীগে ভিক্টোরিয়ার হয়ে খেলে লীগ চ্যাম্পিয়নের স্বাদ নেন…‘৮০ সালের জাতীয় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলেও কৃতিত্ব দেখিয়েছিলেন ইশতিয়াক…তবে বলতে হয় আজাদ বয়েজ ক্লাবের হয়ে খেলেই তার বড় উত্থান এবং জাতীয় দলে খেলার সুযোগ করে নিতে সক্ষম হয়েছিলেন…’৭৯ তে ইংল্যান্ডে প্রথম বারের মত আইসিসি ট্রফি খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন ইশতিয়াক…সে সময়ে বাংলাদেশে খেলতে আসা বিদেশী দলের বিরুদ্ধেও খেলেছেন ইশতিয়াক…

Ishtiaq-2ঢাকার ক্রিকেট লীগে তার রয়েছে বেশ কটি মনমাতানো শতরান…বিশেষ ভাবে তুলে ধরতে হয় ‘৮০-৮১-র মরসুমে তার ১৫০ রানের নজড় কাড়া অনবদ্য ইনিংসটির কথা…গেন্ডারিয়া ক্রিকেটার্সের বিরুদ্ধেই করেছিলেন সেই দেড় শতাধিক রানের ঝলমলে শতকটি…সফল একটি মরসুম শেষ করেছিলেন নির্ভরশীল ব্যাটসম্যান ইশতিয়াক ‘৮০-৮১ সালে…সেবার ঢাকা ক্রিকেট লীগ আসরে সর্বাধিক রান সংগ্রহ করে দারুন কৃতিত্ব দেখিয়েছিলেন…ইশতিয়াকের ব্যাট থেকে এসেছিলো ১৪ ম্যাচে সর্বাধিক ৪৯৮ রান…গড় ৩৫.৫৭ রান…ব্যাটিংয়ের পাশে স্লো মিডিয়াম বলও করতেন ইশতিয়াক…ছিলেন দুর্দান্ত এক ফিল্ডার…ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক এ্যাডের মেধাবী ছাত্র ছিলেন ইশতিয়াক আহমেদ…এমহুর্তে NCC ব্যাংক এর উচ্চ পদস্থ কর্মকর্তা হিসাবে কর্মরত রয়েছেন…

Ishtiaq-3

 

No comments.

Leave a Reply