শক্তি ও প্রেরনার নামই যেন মাশরাফি

mash bhoktto-2… রাত্রে আবাহনী মাঠের ঠিক উল্টো পাশের ফুটপাতে দাড়িয়ে চা মুখে দিয়ে গল্পে মেতেছিলাম আমি আর দিবাকর…আলাপের এক ফাঁকে ক্রিকেট আর মাশরাফির প্রসঙ্গ আসতেই দেখলাম দোকানদার কান পেতে ভাল করে শুনছিলো…এসময় যোগ দেয় আরো একজন…ভদ্রলোকটিও আমাদের ক্রিকেটীয় আলাপ শুনে কাছে এসে দাড়ালো…এক সময় আলাপে যোগ দিয়ে বলেই বসে মাশরাফির নেতৃত্ব গুনেই পুরো দল ভাল খেলছে…এবং একের পর এক জয় এনে দিয়ে আমাদের মুখে হাঁসি ফুটিয়ে আনন্দে ভরিয়ে দিচ্ছে…বল্লো মাশরাফির মত ভাল মনের একজন কাপ্তান পেয়েছি আমরা…দেখছেন আজ ম্যাশই প্রথম ব্রেক থ্রুটা এনে দিল…তার এও আশংকা মাশরাফির বিদায়ে দলটা না ছন্দ হারিয়ে বসে…ম্যাশ ভক্ত ভদ্র লোকটি আর কেউ নন একজন খেটে খাওয়া ক্রিকেট পাগল রিকশা চালক…মুগ্ধ না হয়ে পারলামনা মাশরাফির প্রতি তার আবেগ-ভালবাসার বহিঃপ্রকাশ ও কমেন্টস শুনে…বোঝাই যায় মাশরাফি মানুষের হৃদয়ের কতটা গভীরে যায়গা করে নিয়েছেন…ম্যাশ বলে কথা…

Picture3…কোন এক সময় বিদায় বেলায় যে ম্যাশ অনেককেই চোঁখের জ্বলে ভাসাবেন তা না বল্লেই নয়…ম্যাশ সব সময় অগনিত প্রিয় ভক্তের ভালবাসায় থাকবেন মনের গভীরে..আঘাতে আঘাতে জর্জিত হয়ে পাঁয়ে তার তার কতনা কাটা ছেড়া হয়েছে…তবুও ক্রিকেট মাঠের যুদ্ধে জয়ী হতে যেন জীবন বাজি রেখেই আজও লড়াই করে চলেছেন মাশরাফি…লাল সবুজের পতাকাটাকে অনেক উচুতে তুলে ধরতে দেশ প্রেমের অনন্য উদাহরনের প্রতিক হিসাবে লড়াকু সৈনিক ম্যাশ যে আমাদের ক্রিকেটে স্মরনীয় হয়ে থাকবেন দীর্ঘদিন তা বলার অপেক্ষা রাখেনা…বলতেই হয় আগামীর তারকাদের কাছে শক্তি ও প্রেরনার উৎস হয়েই থাকবেন মাশরাফি…

Picture4

 

No comments.

Leave a Reply