ঢাকা লীগে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন বরিশাল বুলসের কর্নধার রিজওয়ান বিন ফারুক

rizwan22বরিশাল বুলস কর্তারা যখন রিয়াদকে দলনায়ক করে দল সাজালো তখন অনেকেই হিসাবেই যেন ধরেনি দলটাকে।তবে মাহমুদউল্লাহ রিয়াদ নিজে ভাল খেলে ও সুন্দর নেতৃত্ব দিয়ে দলটাকে টেনে তুলেছেন অনেকদূর।সেরা চারে ঠাই করে নেয়ার পর সেমী ফাইনালে সাকিবের রংপুর রাইর্ডাসকে হারিয়ে ফাইনালে উঠে বলব রীতিমত চমকই দেখায় বরিশাল বুলস।এইদলের কর্নধার Riz Events-First Capital Secerities LtdAxiom technologies Ltd এর মহা ব্যাবস্থাপক রিজওয়ান বিন ফারুক অনেক ভেবে চিন্তে হিসাব কষেই দল সাজিয়েছিলেন।এমহুর্তে অনেকটাই তৃপ্ত বলাই যায় তাকে।বলতেই হয় ক্রিকেটটা ভাল বোঝেন বলেই নিজের মত করে দলটাকে সাজিয়ে শেষ পর্যন্ত ফাইনালে তুলতে পেরেছেন রিজওয়ান।ক্রিকেটটা শুধু ভাল বোঝেন তাই শুধু নয় ভাল মানের ক্রিকেটারও ছিলেন বরিশাল বুলসের কর্নধার রিজওয়ান।যা অনেকেরই অজানা।ঢাকার লীগ ক্রিকেটে এক সময়ের খ্যাতিমান ক্রিকেটার ষ্টাইলিশ ব্যাটসম্যান রিজওয়ানের উত্থান এক সময়ের ঢাকার ক্রিকেটের শীর্ষ স্থানীয় দল সূর্যতরুন ক্লাবের হয়ে।এক্লাবেই খেলেছেন বেশীরভাগ সময় ধরে।’৭৯ সালে ২য় বিভাগে চ্যাম্পিয়ন হয়ে যেবার সূর্যতরুন ক্লাব ১ম বিভাগে উঠে আসে সেই থেকে তার পথ চলা শুরু।ছিলেন দলের অন্যতম সেরা তারকা ব্যাটসম্যান।এছাড়া লীগ চ্যাম্পিয়ন দেশ সেরা দল আবাহনীর হয়ে ’৮১তে খেলেও নিয়েছেন চ্যাম্পিয়নের স্বাদ।এখানে উল্লেখ্য যে রিজওয়ানই একমাত্র বাংলাদেশী ক্রিকেটার যিনি কিনা ভিন্ন এক দেশের জাতীয় দলের হয়ে খেলেছেন।হংকংএ ‘৮৮ সালে অনুষ্টিত দক্ষিন এশিয় ক্রিকেটে রিজওয়ান খেলেছিলেন হংকং জাতীয় দলের পক্ষে।সে আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি জয় করেছিলো লিপুর নেতৃত্বে।আর ওটাই ছিলো বিদেশের মাটিতে প্রথম ট্রফি জয়।

riz

…বরিশাল বুলসের কর্নধার এক সময়ের খ্যাতিমান ক্রিকেটার রিজওয়ান…

efee2a

…টান টান উত্তেজনায় ফাইনালে পৌছে যাওয়া উপভোগ করছেন বরিশাল বুলসের কর্নধার রিজওয়ান ও দলের ম্যানেজার এক সময়ের আবাহনীর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারকা ক্রিকেটার সাইদুল ইসলাম এফি…

সুদর্শন ও ষ্টাইলিশ ব্যাটসম্যান রিজওয়ান তার ব্যাটিং নৈপূন্যের সাক্ষর রেখে যেমন সুনাম কুড়িয়েছেন তেমনি জনপ্রিয়ও ছিলেন বেশ।ব্যাট হাতে সেরা ও সফল মরসুম কাটিয়েছেন রিজওয়ান ৮৩-৮৪ সালে। ঢাকার প্রথম বিভাগ লীগ আসরে সেবার সবাইকে পেছনে ফেলে লীগে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান হিসাবে রেকর্ডের পাঁতায় নিজের নামটি লিখিয়ে রেখেছেন রিজওয়ান।মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান রিজওয়ান সূর্যতরুনের হয়ে দুর্দান্ত ব্যাট করে সেবছর লীগে ১৩ ম্যাচ খেলে সংগ্রহ করেছিলেন সর্বাধিক ৪৪৩ রান।গড় ছিলো ৪০.২৯রান।

rizwan2m2

…চট্রগ্রাম ষ্টার সামার ক্রিকেটে ঢাকার সূর্যতরুন ক্লাব ও লোকাল জুবিলী ক্লাব দলের খেলোয়াড়দের মাঝে রিজওয়ান দাড়ানো সবার বাঁয়ের তৃতীয়…

ক্রিকেটার রিজওয়ানকে প্রথম দেখা হয় ‘৮০তে চট্রগ্রামে ষ্টার সামার ক্রিকেটে।সূর্যতরুন ক্লাবের হয়ে খেলতে গিয়েছিলেন আর তার দলের প্রথম খেলাই ছিলো জুবিলী ক্লাবের সাথে।লোকাল দল জুবিলী ক্লাবে খেলার কারনে রিজওয়ানের প্রতিপক্ষ হিসাবে প্রথম বারের মত খেলার সুযোগ হয়েছিলো আমার।এরপর ঢাকা লীগেও খেলা হয়েছিলো।সেই থেকেই চেনা ক্রিকেটার রিজওয়ানকে।ব্যাটিংটা করতেন নির্ভরতার সাথে।হাতে ষ্ট্রোকও ছিলো।সেবছর সূর্যতরুনের হয়ে জাতীয় দলে খেলা নেহাল ছাড়াও বাংলাদেশের ক্রিকেটের প্রথম শতরানকারী জহির-হাদী-ইসলাম-রাঙ্গা-বাবুলের মত তারকারো খেলেন।ওদিকে আমাদের জুবিলী ক্লাবের নুরুল আবেদীন নভেল পরবর্তীতে জাতীয় দলের হয়ে খেলেছিলেন।

rizwan5

…খেলোয়াড় নিলাম অনুষ্টানে বরিশাল বুলসের কর্নধার রিজওয়ান…তার বামে দলের অপর দুকর্তা ব্যাক্তি বোর্ড পরিচালক ভুলু ও সবার ডানে এক সময়ের তারকা ক্রিকেটার আসিফকে দেখা যাচ্ছে…

No comments.

Leave a Reply