স্মৃতির পাঁতায় ক্রিকেটার রনি

rony77…প্রায় দু দশক পর ফেইসবুকের কল্যানেই খুজে পেলাম কাল হঠাৎ করেই এক সময়ের জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়-ওয়ারী-রূপালী ব্যাংক ও আজাদ বয়েজ দলে খেলা কৃতি ব্যাটসম্যান আবদুল হাসিব চৌধুরী রনিকে…ভাল না লেগে পারেনি…ঢাকার এশিয়া কাপ আসরে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পেও সেবার ডাক পেয়েছিলেন ওপেনার রনি…সে সময় রনিকে নিয়ে আমার প্রকাশিত”ক্রিকেটার” ম্যাগাজিনে একটা লেখাও লিখেছিলাম…তাই রনির স্মৃতিচারন করতে যেয়ে কটি ছবি ও লেখা তুলে ধরলাম…পড়ালেখার পাট চুকিয়ে খেলাটাকে ও বিদায় দিয়ে অবশ্য একটা সময় পাড়ি দেন যুক্তরাষ্ট্রে…দীর্ঘদিন ওখানেই বসবাস তার…

rony-sir2রনির বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এক সময়ের ক্রিকেটার ও ক্রিকেট সংগঠক মোমিন স্যার সে সময়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দল গঠনে মূখ্য ভূমিকা রেখে যান…ক্রিকেট বোর্ডের সাথেও ছিলেন সংযুক্ত…পাকিস্তান সফরে বাংলাদেশ দলের ম্যানেজার ও ছিলেন তিনি…

rony

No comments.

Leave a Reply