দেশের মুখ উজ্জল করা আমাদের গর্ব ও অহংকার সাকিব-মাশরাফিকে রাষ্ট্রীয় পুরস্কার দেয়ার মাঝে সম্মানিত করা হোক

ms…দেশের জন্য ওরা দুজন অনেক করেছেন..অনেক…লাল সবুজের জাতীয় পতাকাকে তুলে ধরেছেন অনেক উচুতে…১৫ কোটি মানুষকে করেছেন গর্বিত…ওদের মনোমুগ্ধকর খেলার কারনে আজ সবাই বুক ফুলিয়ে মাথা উচু করে চলতে পারছেন…গোটা বিশ্ব যেন আজ বাংলাদেশকে চিনছে ভাল করে…ইয়েস আলাদা ভাবেই বলছিলাম বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব ও লড়াকু ফাইটার ক্রিকেটার টাইগার সেনাপতি মাশরাফির কথা…এদুজন ব্যাটে-বলে অতুলোনীয় নৈপূন্য প্রদর্শন করে আমাদের কি উপহার দিয়েছেন তা আর খুলে বলার নেই…এইটুকুনই বলব বিশ্ব ক্রিকেটে সাকিব-মাশরাফি বাংলাদেশকে নিয়ে গেছে বড় এক উচ্চতায়…চিনিয়েছে ভিন্ন এক বাংলাদেশকে…যাদের সামনে আজ বিশ্ব চ্যাম্পিয়ন দল গুলোও ধরাশায়ী হচ্ছে অসহায়ের মত…এরই মাঝে জানান দেয়া হয়েছে বড় দল হিসাবে ধাপে ধাপে বিশ্ব ক্রিকেটে শাসন করতে যেন এগিয়ে যাচ্ছে টাইগার বাহিনী…বিশ্ব কাপটা হয়ত জয় করা হবে আজ না হোক কাল…তাই যেন হয়…যা দেখার প্রত্যাশাতেই যেন গোটা দেশবাসী…

Picture3Picture1-0…আজ বিসিবি প্রধান মিঃ পাপন বল্লেন আমার দায়িত্ব পালনের সময়কালে সবচেয়ে বড় কঠিন কাজটা ছিলো মুশফিকের মত সেরা একজনকে সড়িয়ে মাশরাফিকে ওয়ানডে সেনাপতি করা…বলব ভাল খেলে সামনে থেকে সুন্দর নেতৃত্ব দেয়া ছাড়াও মাশরাফিই নানা ভাবেই গোটা দলের চেহারাই পাল্টে দিয়েছে…ওর মত ক্যাপ্টেনের তুলোনা নেই..হি ইজ অসাধারন…সত্যি কথাটাই বুক ফুলিয়েই বলেছেন বিসিবি প্রধান…বলতেই হয় জিম্বাবের বিরুদ্ধে সেই হতাশার সময়টায় মাশরাফি দলের দায়িত্ব কাঁধে নিয়ে যেমন দলকে এক সূতোয় বেধেছেন তেমনি গোটা দলের চেহারাই পাল্টে দিয়েছেন…নিজে জীবন বাজি রেখে লড়ছেন শুধু নয় পুরো দলকেই এক লড়াকু ও ফাইটার দলে পরিনত করেছেন…জয়ের নেশা যেন ধরিয়েছেন মাশরাফি সবার মাঝে…তাইত আজ সবাই যার যার সাধ্যমত মনপ্রান উজাড় করে লড়ছেন ভাল করার জন্য…ফলাফলত সবারই যানা…

...উড়াল দিয়েছিলেন মেলর্বোনে সাকিবের জীবন সঙ্গীনি খেলা দেখতে...তবে চেহারাই বলে দিচ্ছে খুশিত নয়ই বরং হতাশ অনেখানি...ms…আর সাকিবত সাকিবই…যার কথা আলাদা ভাবে তুলে ধরার কিইবা আছে…বিশ্ব সেরা অলরাউন্ডারকেত গোটা ক্রিকেট বিশ্বই চেনে ভাল করেই…শুধু এইটুকুনই বলতে হয় সাকিব আমাদের ১৫ কোটি মানুষের মুখ উজ্জল করেছেন…আমাদের ক্রিকেটকে একটা গর্বের যায়গায় নিয়ে গেছেন…বিশ্বের সব বড় বড় আসরে নৈপূন্যের সাথে খেলে লাল সবুজের পতাকাটা সাকিবই তুলেছেন অনেক উপরে…বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবকে নিয়ে তাই আমাদের গর্বের শেষ নেই…বাংলাদেশের ক্রিকেটকে সাকিব আর মাশরাফি যা দিয়েছেন তার যেন তুলোনাই নেই…আবারও বলতে হয় আমাদের ক্রিকেটের গর্বের আর অহংকারের নামই হলো সাকিব-মাশরাফি…বিশ্ব ক্রিকেটের বড় দল গুলোর কাছে আজত সমীহ জাগানো নাম সাকিব-মাশরাফি…ইয়েস অনেক অনেক দিয়েছেন এরা দুজন…এখন যেন আমাদের কিছু দেবার পালা এসেছে…তাই জোড় দাবী করে বলব ক্রীড়া ক্ষেত্রে অসাধারন অবদান রেখে দেশের ভাবমূর্তি উজ্জল করে ১৫ কোটি মানুষকে গর্বে গাঁ ভাসানোর জন্য সময় যেন এসেছে গ্রেট এন্ড গ্রেট ক্রিকেটার সাকিব-মাশরাফিকে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করে বিশেষ সম্মান প্রদান করা…এটা যেন ওদের দুজনার প্রাপ্য বল্লে মোটেও বাড়িয়ে বলা হবেনা…আশাকরি সংশ্লিটজনরা ব্যাপারটা নিয়ে ভাববেন অচিরেই…ভাবাই উচিত…চাইনা দেখতে এদেশের ফুটবল লিজেন্ড বহুল জনপ্রিয় গ্রেট ফুটবলার মোনেম মুন্নার মত মরোনত্তর পুরস্কার কারো কপালে জুটুক…

 

 

No comments.

Leave a Reply