অবশেষে একই দিনে চীর বিদায় নিলেন প্রিয় মনি ভাই ও বাচ্চু ভাই

moni-bacchu…একটা দুঃসংবাদের মাঝে দিনটাত খারাপ গেছেই রাত্রটাও যে বড় আঘাতে খারাপ যাবে কল্পনাও করিনি…খেলাধূলার অঙ্গনে এ এক বেদনার কালো দিন হয়ে থাকবে সন্দেহ নেই…একটি নয় দুদুটো মৃত্যু সংবাদ শুনতে হলো আমাদের…অনেক দিন জীবন সংগ্রামে মৃত্যুর সাথে লড়াই করে আমাদের ছেড়ে আজ সকালে চীর বিদায় নিলেন সদা হাসি খুশি ক্রীড়াঙ্গনে ভাল মানুষ হিসেবে পরিচিত সবার প্রিয় দুটো মুখ নিবেদিত প্রান সংগঠক বাফুফের প্রাক্তন সদস্য,সাফ মহিলা ফুটবলের সম্পাদক ও ক্রীড়া লেখক সমিতির আজীবন সদস্য সিরাজুল ইসলাম বাচ্চু এবং রাত্রেই এজগত ছেড়ে বিদায় নিলেন ক্রিকেট বোর্ডের প্রাক্তন সাধারন সম্পাদক,বোর্ড পরিচালক ও মোহামেডানের প্রান প্রিয় কর্মকর্তা আমিনুল হক মনি ভাই (ইন্না লিল্লাহে…রাজেউন)…রাত্রে বাচ্চু ভাইয়ের জানাযা শেষ হতে না হতেই রাত্র প্রায় ১১টার দিকে যানা হলো মনি ভাইয়ের দুঃসংবাদ…দুজনের একই দিনে মৃত্যু সংবাদে ক্রীড়াঙ্গনে যেন শোকের ছায়া নেমে আসে…ভাবাই যায়না এক সময়েই প্রিয় মনি ভাই ও বাচ্চু ভাই চলে যাবেন স্মৃতির পাঁতায়…ক্রিকেট ও ফুটবলে এদুজনার অবদান ভোলার নয়…এমহুর্তে আজ আমাদের মাঝে নেই মনি ভাই ও বাচ্চু ভাই ঠিক তবে স্মৃতির পাঁতায় অনেকের মাঝেই জ্বল জ্বলে হয়ে থাকবেন তা বলতেই হয়…দুঃখটা এখানেই দুদিন না যেতেই সব ভুলে যাওয়া হয়…যেমনটি ভুলে যান বাফুফে বা ক্লাব কর্তারা খ্যাতিমান ফুটবলার ও জাতীয় দলের কোচ আলী ইমামের এবং মুন্নার মত জনপ্রিয় ও প্রখ্যাত ফুটবল লিজেন্ডের মৃত্যুদিনটি!!!!

moni3

… বাঁয়ে ১৯৯৪ সালে বিসিবির প্রাক্তন সাধারন সম্পাদক আমিনুল হক মনি পেপসির সাথে এক চুক্তি সাক্ষর অনুষ্টানে…ডানে ১৯৯৪ সালের আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ দলের এক জয়ের পর বোর্ড অফিসে হাস্যোজ্জল বিসিবি সম্পাদক আমিনুল হক মনি ও জাতীয় দলের প্রাক্তন দলনায়ক লিপুকে দেখা যাচ্ছে…

moni-bacchu3

…প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে অর্থ প্রদানের এক মহুর্তে বাচ্চু ভাই সবার বাঁয়ে…

 

সকালে প্রথম বাচ্চু ভাইয়ের মৃত্যু সংবাদটি এসএমএস করে জানান দেন ক্রীড়া লেখক সমিতির সভাপতি রানা…তারপরই ম্যাসেজ পাই বাংলাদেশ ফুটবল সাপোর্টাস এ্যাসোসিয়েশনের সম্পাদক জুবায়ের এর কাছ থেকে…শুনেই মনটা বেজায় খারাপ হয়ে যায়…রাত্রে অষ্ট্রেলিয়া থেকে প্রিয় লেখক সুফি ভাই ফেইসবুকে ম্যাসেজ দিলো বাচ্চু ভাইয়ের ছবি দিয়ে লিখো…প্রশ্ন করলেন কেন লেখনি?? বলেছিলাম যে কাজটা বরাবরই করে থাকি তা আজ করা হয়নি বাচ্চু ভাইয়ের মৃত্যুতে মনটা ভিষন খারাপ হবার কারনেই…
ওদিকে রাত্র ঠিক ১২টায় ফোন এলো বিসিবি পরিচালক ববি ভাইয়ের…তবে ভাবতেও পারিনি একটা দুঃসংবাদ দেবেন তিনি…শোনালেন প্রিয় মনি ভাইয়ের মৃত্যু সংবাদ…তিনিও শুনে বিশ্বাস করতে পারছিলেন না মনি ভাই হঠাৎ চলে যাবেন…বল্লেন কনর্ফাম হয়ে নেওত…ফোন দিলাম ইত্তেফাকের ক্রীড়া সংবাদিক চঞ্চলকে…অফিসের কাজ শেষে বাসার কাছাকাছি তখন চঞ্চল…বল্লো নাত কিরন ভাই মনি ভাইয়ের নিউজটাত শোনা হয়নি.. দেরী না করে ছুটে গেলেন চঞ্চল মনি ভাইয়ের ছোট ভাই মুক্তা ভাইয়ের বাসায়…পরে যানলেন নিউজটার সত্যতা…এর মাঝেই ফোন পেলাম জাতীয় দলের প্রাক্তন ওপেনার নাজমুন নুর রবিন ভাইয়ের…শোনালেন মনি ভাইয়ের চীর বিদায়ের সংবাদ…

moni2

…বাঁয়ে বিসিবির প্রাক্তন সাধারন সম্পাদক আমিনুল হক মনি ১৯৯৪ সালের আইসিসি দলের ক্রিকেটার জাহাঙ্গীরের সাথে করমর্দন করছেন।ছবির বাঁয়ে সাজিদ হাসানকে দেখা যাচ্ছে…ডানে লীগ চ্যাম্পিয়ন মোহামেডানের দলনায়ক রকিবুল ট্রফি নিচ্ছেন।ছবির বামে বিসিবি সম্পাদক আমিনুল হক মনি…

moni-bacchu2…মন খারাপের দিনে আর বসে থাকতে পারলাম না…সচল হয়ে উঠলো কীবোর্ড…বলব প্রিয় মনি ভাই ও বাচ্চু ভাইয়ের মৃত্যুতে ক্রীড়াঙ্গনের বড় এক ক্ষতি হয়ে গেলো…যা অপূরনীয়…আমরা যেন হারালাম দুই নিঃস্বার্থ-নিবেদিত প্রান খেলার পাগল ক্রীড়া ব্যাক্তিত্বকে…অসুস্থ হয়ে মৃত্যুর সাথে লড়াইয়ে নামার আগ পর্যন্ত যে দুজন খেলার পেছনেই সময় দিয়ে গেছেন…খেলার প্রতি চরম ভালবাসার মোহে আটকা পড়ে বলব প্রিয় এদুটো মূখ যুগ যুগ ধরেই জীবনের মূল্যবান সময়টা খেলার পেছনেই ঢেলেছেন…বিনিময়ে কিছুই পাওয়ার ছিলোনা শুধু নিজেদের খেলার পেছনে বিলিয়ে দেয়া ছাড়া…এমহুর্তে একামনাই করি প্রিয় মনি ভাই ও বাচ্চু ভাইকে যেন আল্লাহ তা আলা বেহেস্থ নসিব করেন…

moni-bacchu4

…বাচ্চু ভাইয়ের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের মহুর্তে বাফুফে সভাপতি সালাউদ্দিন,হারুনুর রশিদ,বাদল রায়,ইলিয়াস,বাবুল সহ অনান্যদের মাঝে বিসিবি পরিচালক ববিকে দেখা যাচ্ছে…

 

One Response to “অবশেষে একই দিনে চীর বিদায় নিলেন প্রিয় মনি ভাই ও বাচ্চু ভাই”

  1. manjoor milky

    May 31. 2015

    They Will B Remembered To Us Rest Of Our Life.

    Reply to this comment

Leave a Reply