রনির দুই ডাবল সেঞ্চুরী সহ টানা তিন শতকের অসাধারন নজীড় স্থাপন

rony 200-…ঢাকা ডিভিশনের তরুন প্রতিভাবান ব্যাটসম্যান রনি তালুকদার জাতীয় ক্রিকেটের আসরে চমক সৃষ্টির মাঝেই নুতন রের্কড গড়ে তাক লাগালেন…৩ ইনিংসেই টানা ৩ শতক…যার মাঝে দুটো মনমাতানো ডাবল সেঞ্চুরী…ভাবাই যায়না…তিন শতক আসে এভাবে ২২৭(বরিশালের বিরুদ্ধে)+১৬৩(ঢাকা মেট্রোর বিরুদ্ধে)+২০১ রান(চট্রগ্রামের বিরুদ্ধে)…এক কথায় অসাধারন ব্যাটিং…এখানে উলেখ্য যে সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগেও প্রাইম ধলেশ্বরের হয়ে খেলে চমকপ্রদ ব্যাটিং নৈপূন্য প্রদশৃন করে রনি তালুকদার সর্বাধিক ৭ শতাধিক রান সংগ্রহ করে নজড় কেড়েছিলেন সবার…জাতীয় ক্রিকেটের মত প্রথম শ্রেনীর বড় আসরে তরুন ব্যাটসম্যান রনি দুই ডাবল সেঞ্চুরী সহ টানা তিন ইনিংসেই শতকের অসাধারন নজীড় স্থাপনের মাঝে আরো একটি রের্কড গড়ে দারুন কৃতিত্বের সাক্ষর রাখেন…তা হলো বরিশালের বিরুদ্ধে ওপেনিং জুটিতে মজিদের সাথে রের্কড ব্রেকিং সর্বাধিক ৩১৪ রান তোলেন…যার মাঝে রনির সংগ্রহ ছিলো ১৬৩ রান আর মজিদের অপরাজিত ১৬৩ রান…এখানে তুলে ধরতে হয় যে রনি লীগেও টানা দুম্যাচে শতক হাঁকানোর কৃতিত্ব দেখিয়েছিলেন

rony…নারায়নগন্জের এক সময়ের জাতীয় দলের দুই ওপেনার শাহরিয়ার হোসেন বিদুৎ ও জাহাঙ্গীরের পর ২৪ বছর বয়সী আরেক উঠতি তারকা রনি যেন সে পথেই হাটছেন…রনি এরই মাঝে ধাপে ধাপে তার স্বপ্ন পূরনের দিকে এগিয়ে চলেছেন…জাতীয় অনুর্ধ ১৯-অনুর্ধ ২৩ দলের হয়ে খেলার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাডেমী ও বাংলাদেশ ’এ’ দলের হয়েও খেলার সুযোগ করে নিয়েছেন তরুন ওপেনিং ব্যাটসম্যান রনি…এছাড়া বিশ্বকাপ দলের ৩০ জনের স্কোয়াডেও ছিলেন রনি…এখন অপেক্ষায় আছেন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ করে নেয়া…বলাই যায় জাতীয় দলে খেলা এখন যেন রনির সময়ের অপেক্ষা মাত্র…তাই হোক…

rony2

No comments.

Leave a Reply