বিশ্ব তারকা গ্রেট ফুটবলার ম্যারাডোনার হাতে আমাদের লাল-সবুজের পতাকা সম্বলিত কফি কাপ

maradona-chanchal2…এ এক দুর্লভ মহুর্ত…দুর্লভ ছবিও বটে…ব্রাজিল বিশ্বকাপ ফুটবলে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে…ব্রাজিল বিশ্বকাপ ফুটবল কভার করতে গিয়েছিলেন ঈত্তেফাকের স্পোর্টস রির্পোটার স্নেহভাজন সোহেল সারোয়াড় চঞ্চল…এই প্রথম নয় এর আগে জার্মান বিশ্বকাপ আসরেও গিয়েছিলেন চঞ্চল…খেলা দেখা আর রির্পোট লেখা ছাড়াও ভিন্ন একটা টার্গেট মাথায় রেখেই পূর্ব প্রস্ততি নিয়েই যেন ব্রাজিলের পথে পাঁ বাড়ান চঞ্চল…ইয়েস বিশ্ব ফুটবলের মহা তারকা গ্রেট ম্যারাডোনার সাথে মিলিত হবার এবং তাকে স্পেশাল একটা গিফট উপহার দেয়াই ছিলো তার বহু সাধনার লালিত টার্গেটটি…স্বপ্ন পূরনের মতই যেন অসাধ্য কাজটি করার সুযোগটি পেয়ে যান অভাবনীয় ভাবে…ঠিক বিশ্ব কাপ আসরের শেষক্ষনে…ফাইনাল ম্যাচের পরেই…টিভি ধারাভাষ্যকার হয়েই ব্রাজিলে এসেছিলেন অলটাইম গ্রেট ফুটবলার ম্যরাডোনা…ফাইনাল দেখা আর রির্পোট লেখা শেষেই একাকি অনেক আশা নিয়ে বহু দুরের পথে চঞ্চল ছুটে গিয়েছিলেন মিডিয়া ষ্টুডিওতে…যেখানে ম্যাচ শেষে রোজ আলোচনা অনুষ্টানে যোগ দেন ম্যারাডোনা…গন্তব্যে গিয়েও কোন কাজ হচ্ছিলোনা…নিরাপত্তা প্রহরীর কড়াকড়িতে স্বপ্নটা বৃথাই যেতে বসেছিলো…হাল ছাড়া হয়নি তবুও…অনেক অনুরোধের পর একজন অভয় দিয়ে বল্লেন অপেক্ষায় থাকো ফিরে যাবার পথে দেখা যাক কোন সুযোগ করে দেয়া যায় কিনা…সে আশাতেই ঘন্টা পার করলেন…

maradona-chanchal

…বিশ্ব ফুটবলের মহা তারকা ম্যারাডোনার সাথে চঞ্চল…

…অবশেষে এলো সেই স্মরনীয়ক্ষন…ফেরার পথে স্বপ্ন দেখার মতই খুব কাছা কাছি সামনা সামনি ম্যারাডোনা…তড়িৎ এগিয়ে গিয়ে সাংবাদিক আইডি কার্ড দেখিয়ে বলা হলো বাংলাদেশী জার্নালিষ্ট…থমকে দাড়ালেন ম্যারাডোনা…দুচার কথার ফাঁকেই জানানো হলো বিশ্বকাপ আসর চলাকালে গোটা বাংলাদেশে লাখ লাখ আর্জেন্টিনার পতাকা উড়ে…আর তার লাখো ভক্ত রয়েছে বাংলাদেশে…বিস্ময় প্রকাশ করেন ম্যারাডোনা…আর তখনি পরিকল্পনা করে নিয়ে যাওয়া বাংলাদেশী লাল-সবুজের পতাকা সম্বলিত কফি মগটি দেখিয়ে বলা হলো এটা তোমার জন্য গিফট…অবাক হয়ে এটা আমার জন্য বলেই খুশি মনে হাতে তুলে নিয়ে যত্ন করেই যেন ধরে রাখলেন আর কথার মাঝে সুন্দর করে কাপটি ধরে ছবিও তুললেন…

chanchal3

…ব্রাজিল দলের কোচ স্কোলারী ও বিশ্বখ্যাত ফুটবলার রর্বাতো কার্লোসের সাথে চঞ্চল…

…মহুর্তটা বন্দি করে রাখতে ভুল করেননি চঞ্চল…আগেই নিজের ক্যামেরাটা নিরাপত্তা কর্মী একজনের হাতে তুলে দিয়েছিলেন…আর তাই স্মরনীয় ও দুর্লভ মহুর্তটা ধরে রাখতে পেরে পরিশ্রমের স্বপ্ন পূরনের স্বাধ মেটালেন যেন ষোল আনাই…সত্যি ভাবাই যায়না বিশ্ব তারকা গ্রেট এন্ড গ্রেট ফুটবলার ম্যারাডোনার হাতে আমাদের লাল-সবুজের পতাকা সম্বলিত কফি কাপ দেখার…যা দেখা হলো যেন অকল্পনীয় ভাবেই…ওয়েলডান এন্ড থ্যান্কস চঞ্চল…গ্রেট ওর্য়াক…অসাধ্য সাধন করতে যেয়ে যে কখন নিজের ল্যাপটপের ব্যাগ অজানা স্থানে ফেলে এসছিলেন মনেই ছিলোনা…খেয়ালও করেননি…ভাগ্যিস লাকটা ভাল বিধায় অনেক পরে এক সেচ্ছাসেবী মহিলা এসে বল্লো ব্যাগটি সম্ভবত তোমার…হাঁফ ছেড়ে বেঁচেছিলেন চঞ্চল…অনেক দিনের জমানো লালিত স্বপ্ন স্বাধ পূরন শেষে অতঃপর চঞ্চলের দেশে ফেরা হলো যেন দারুন এক খুশি মুডে…আর ভুলেই গেলেন বা আফসোসের বিন্দু মাত্র রেশটুকুন থাকলোনা মার্কেটে ১৭০০ মার্কিন ডলার হারানোর ব্যাপারটা…

...বাঁয়ে হংকং টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছেন চঞ্চল...ডানে আর্জেন্টিনার বিশ্বখ্যাত তারকা ফুটবলার ভেরনের সাথে চঞ্চল...

…বাঁয়ে হংকং টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছেন চঞ্চল…ডানে আর্জেন্টিনার বিশ্বখ্যাত তারকা ফুটবলার ভেরনের সাথে চঞ্চল…

No comments.

Leave a Reply