..এবার ওয়ানডে সিরিজ জয়ের পালা…প্রস্তুত মাশরাফি বাহিনী..

…একটি দুটো নয়…সফরকারী জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা তিন তিনটি টেষ্ট জয়ের স্বাধ নেয়া হলো অনায়াসেই…প্রত্যাশিত ভাবেই…বড় বেশী প্রযোজন ছিলো এই জয়…এতে করে টেষ্টের র‌্যাকিংএ দশম থেকে ৯ম স্থানে উঠে আসা হলো…গর্ব করার মতই সাফল্য…পুরো বছরটা হতাশায় কাটিয়ে দেবার পর এই প্রথম ৩-০ তে ওয়াইট ওয়াশের মুখ দেখা হলো…যা ছিলো টীম ওর্য়াকেরই ফসল…এখানে সবাই ছিলেন ব্যাটে বলে উজ্জল…গোটা দলের সবাই যেন এক যোগে জ্বলে উঠেন…কারো নৈপূন্যকেই খাটো করে দেখার ছিলোনা…হয়েছে চার চারটি শতরান…করা হয়েছে বেশ কটি গৌরবময় রের্কড…এতে করে গোটা দলটাই এখন দারুন ভাবে উজ্জিবিত বলতেই হয়…প্রান ফিরে পেলো যেন খেলায়…ভাল করার মনোবল এখন তাই তুঙ্গে…টেষ্টে যাকে বলে ওয়াইট ওয়াশ তাই করা হয়েছে…আমরা বলি বাংলা ওয়াশ…এবার ওয়ানডে সিরিজ জয়ের পালা…প্রস্তুত নয়া দলনায়ক মাশরাফির টাইগার বাহিনী…জয়ের নেশায় মত্ত যেন এখন টাইগার ক্রিকেটাররা…অনেকটা ক্ষুধার্ত বাঘের মতই…

ওয়ানডে সিরিজেরে প্রথম দু ম্যাচের জন্য দল ঘোষনা করা হয়েছে…খেলা হবে চট্রগ্রামে…এরপর ঢাকায় তিন ম্যাচ…আশা করা যায় টেষ্ট সিরিজের মত ওয়ানডে ম্যাচেও জয় আসবে আর প্রত্যাশিত ভাবেই সিরিজ জয় করা হবে…জযের পরিসংখ্যানে এগিয়ে আছে টাইগার বাহিনী…৫৯ বরের মুখোমুখিতে বাংলাদেশ জয়ের স্বাধ নিয়েছে সর্বাধিক ৩১ বার…হার ২৮ ম্যাচ…এর মাঝে সিরিজ খেলা হয়েছে ১৩টি…এখানেও এগিয়ে বাংলাদেশ…সর্বাধিক ৭ বার সিরিজ জয় করেছে টাইগাররা…এর মাঝে একবার শুধু ২০০৬ সালে দেশের মাটিতে ৫-০ তে ওয়াইট ওয়াশ করা হয়েছিলো জিম্বাবুয়েকে…মজার ব্যাপার নিজ দেশে দুদলই ছিলেন রাজার মত…দু দলই নিজেদের মাঠে সিরিজ জিতেছে ৬ বার করে আর হেরেছে একবার করে…তবে শেষ দুটো সিরিজ বাংলাদেশ হারের মুখ দেখেছে জিম্বাবুয়ের মাটিতে…আর তাই অনেকটা ভাল ভাবেই প্রতিশোধ নেয়ার জন্যই তৈরী হয়ে আছেন মাশরাফি বাহিনী…

…চট্রগ্রামে প্রথম দুম্যাচের জন্য ১৩ জনের নামের তালিকায় আছেন মাশরাফি-সাকিব-মুশফিক-তামিম-ইমরুল কায়েস-মুমিনুল-আনামুল-রিয়াদ-রুবেল-আল আমিন-জুবাযের-আরাফাত সানি-শাব্বির…স্পিনে জোড় দিয়ে যদি দুই পেসার খেলানো হয় তাইলে টেষ্টে ফর্মে থাকা রুবেলকেই বেছে নেয়া উচিত মাশরাফির সঙ্গী হিসেবে…বোলিং এ্যাকশান বদলানোর কারনে খেলার বাইরে থাকা আল আমিনকে পরে সুযোগ দেয়াই ভাল…তেমনি শাব্বীর…কারন মূল ব্যাটসম্যানরাতো সবাই ফর্মেই আছেন…থাকবেন আনামুল…দলে একমাত্র লেগ স্পিনার জুবায়েরকে খেলানো উচিত বলে মনে করি…তাইজুলকে যেহেতু দলে রাখা হয়নি সেহেতু অপর বাহাতি স্পিনার আরাফাত সানি যে সাকিবের সঙ্গী হবেন তা বলা যায়…দলের মূল ৭ ব্যাটসম্যান হবেন তামিম-ইমরুল-আনামুল-মুমিনুল-সাকিব-মুশফিক-রিয়াদ…আর প্রধান বোলিং অস্ত্র হবেন মাশরাফি-রুবেল-সাকিব-আরাফাত সানি-জুবায়ের…আশা করা যায় এরাই জিম্বাবুয়েকে ঘায়েল করবেন অনায়াসেই…এই দলটার ৩ জনের রয়েছে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৪ শতক…এরা হলেন তামিম-সাকিব ও মুশফিক…যার মাঝে সাকিবের রয়েছে ২ সেঞ্চুরী…সর্বোচ রান তামিমের ১৫৪…তেমন ঝলক এবারও হয়ত দেখা যাবে…

…জিম্বাবুয়ের বিরুদ্ধে সাকিব ও মুশফিকের শতরানের মহুর্ত…সাকিব ২০০৯-এ মিরপুরে ৬৯ বলে করেছিলেন ১০৫ রান আর মুশফিক ২০১১ সালে হারারেতে তুলেন ১০১ রান…মাঝে ২০০৯ সালে বুলাওয়াতে ১৩৮ বলে সর্বোচ ১৫৪ রানের ম্যাচ জয়ী ইনিংস উপহার দেয়া তামিমকে নিয়ে ড্রেসিং রুমে আনন্দ উল্লাস…

বিশ্বকাপ ক্রিকেট আর বেশী দূরে নয়…আর তাই দল সাজানোর এটাই শেষ সুযোগ…ভাল হত যদি প্রথম ৩ ম্যাচেই জয় নিয়ে সিরিজটা আয়ত্বে আনা হয়…৫ ম্যাচের সিরিজ হওয়ায় এখানে খেলোয়াড় যাচাই বাছাইয়ের ভাল সুযোগ রয়েছে…শুভ সীমিত ওভারের খেলাতেই যেন মানানসই…মেরে খেলতেই পছন্দ করেন…তার হাতে মারও আছে…চলতি প্রিমিয়ার লীগে টানা ৪ ফিফটি রয়েছে তার…শুভর মত এক সময়ের ত্রাস নাসিরও দলের বাইরে…কদিন আগে ভারত সফরে ভাল ব্যাটিং করেছেন…তাই এদুজনকে বিশ্ব কাপের আগে শেষ সুযোগ দিতেই হয়…যদি ভাল করেন নাসির ও শুভ তাহলে দলের জন্যই ভাল…তেমনি মাথায় রাখতে হবে তাইজুল ও শুভাগত হোম এদুজনের কথা…তবে ওয়ানডে সিরিজটায় বেশী করে মিস করা হচ্ছে তাসকিন ও সোহাগ গাজীকে…

2 Responses to “..এবার ওয়ানডে সিরিজ জয়ের পালা…প্রস্তুত মাশরাফি বাহিনী..”

  1. Saleque Sufi

    Nov 18. 2014

    Bhalo lekheycho Kiron. Photographs and get up are very attractive. You have innovated a new style in sports writing. The task of Mashrafe squad may be a little bit more difficult as Zimbabwe is strong ODI side and may put up greater challenges.

    Reply to this comment
  2. admin

    Nov 18. 2014

    …thanks dear Sufi bhai for nice comments…apnar shob shomoyer utsaho amar kaz er boro prerona hoye thakhbe…

    Reply to this comment

Leave a Reply