সাকিব ফেরার মাঝেই হাসি ফুটিয়েছে যেন সবার মুখে

…টাইগার দলটার ভাল খেলে এভাবে দুর্দান্ত প্রতাপে ফিরে আসাটার পেছনে সাসপেন্ড আর বাদ পড়ার আতন্ক যে একটা ভূমিকা রেখেছে তা বলতেই হয়…সেই সাথে বলা যায় বহুল আলোচিত চাচা-ভাতিজা,ভায়রা ভাই সমালোচনা গুলোও একটা রেখাপাত করেছে…সব কিছুরেই ভাল মন্দ দুটো দিক রয়েছে…যেমন টাকার এপিট-ওপিট…এখানে ভাল দিকটাই যেন ফুটে উঠেছে দারুন ভাবে…ব্যপার গুলো যেন সবার মাঝে ভাল করার জিদ-তাগিদটাই বাড়িয়ে দেয়…শুভ দিক বলাই যায়..

…দু দলনায়ক নির্বাচন আর দল থেকে স্বল্প সময়ের জন্য বাদ পড়া বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিবের ওয়ানডে দলের সহ-অধিনায়ক হয়ে ফেরাটা যেন দলটার চেহারাই পাল্টে দিয়েছে…হাসি ফুটিয়েছে যেন সবার মুখে…তা না হলে পুরো বছরটায় যেখানে ক্রিকেটারদের পারফরমেন্সের ধারাবাহিকতার চিহ্ন মাত্র নেই…ছিলো দলটার টানা ব্যার্থতা সেখানে এভাবে এক যোগে গোটা দলটাই জ্বলে উঠবেই বা কেন…সবাই যেন সেরা ফর্মেই খেলে গেলেন টানা তিন টেষ্ট…ভাবাই যায়না এমন ভাবে জ্বলে উঠার গল্প লেখা হবে…৬ মাস সাসপেন্ডের যন্ত্রনা মুক্ত হয়ে কি অসাধারন রের্কডই না করে দেখালো বিশ্ব সেরা গ্রেট অলরাউন্ডার সাকিব…এর আগে এমনভাবে জ্বলে উঠেননি সাকিব…

…টানা দুটেষ্টে শতক হাঁকিয়ে তামিম প্রমান করেছেন আজও তিনি অনন্য…রিয়াদ নির্ভরতার সাথে টানা ভাল ব্যাটিং করে দেখিয়েছেন তিনি দলের জন্য কতটা অপরিহার্য্য এমহুর্তে…হঠাৎ ৩য় টেষ্টে সুযোগ পেয়ে ইমরুল কায়েস শতক সহ তামিমের সাথে রের্কড ব্রেকিং ওপেনিং জুটি গড়ে জানান যেন দিলেন আর বাদ পড়ার মত নন তিনি…মুমিনুলের কথা আর কি বলব…মাঠে ব্যাট হাতে নামলেই ফিফটি নয়ত শতক করাটা তার নেশার মত হয়ে উঠেছে… মুশফিকতো টেষ্টে সফল দলনয়ক হিসেবে নিজেকে চিহ্নিত করেছেন…তরুন দুই স্পিনার তাইজুল ১৭ উইকেট আর নবাগত বিস্ময় প্রতিভা লেগ স্পিনার জুবায়ের ১১ উইকেট নিয়ে নিজেদের অন্য উচ্চতায় তুলে ধরেছেন…প্রথম বারের মত সুযোগ পেয়ে শুভাগত হোমও খারাপ করেননি…এরই মাঝে একটা ফিফটিও মেরেছেন…শেষ টেষ্টে প্রয়োজন মহুর্তে দুঠো মূল্যবান উইকেটও নিয়েছেন…সুযোগ পেলে আরো ভাল করার কথাই জানান দিয়েছেন যেন শুভাগত হোম…রুবেল-শফিউল-শাহদতরা বোলিং আক্রমনে খারাপ করেননি…বিপদের বন্ধু হয়েছেন প্রয়োজন সময়টায় উইকেট তুলে নিয়ে..

…বলা যায় গোটা দলটাই এক হয়ে যেন দারুন ভাল করেছে…এর মাঝে টেষ্ট দলে সুযোগই হয়নি নানা কারনে মাশরাফি-নাসির-নাইম-তাসকিন-রাজ্জাক-রবিউল-সোহাগ গাজী এবং জিম্বাবে-এ দলের বিরুদ্ধে দুম্যাচে ইনিংসে ৯ উইকেট সহ ২১ উইকেট লাভ করা সাকলাইন সজিবের মত খেলোয়াড়ের…মার্শাল আইউব-আনামুল বিজয়-আরাফাত সানি এতিনজনতো দলে থেকেও খেলার সুযোগই পাননি…এতে করে ভাল না করলে টিকে থাকাটা দায় একথাটা অনেকের মাথায় এসেছে ভাল করেই…

…তাইত ভাল করতে সবাই ছিলেন ভিষন সিরিয়াস…যেকারনে এই প্রথম যেন গোটা দলটাই জ্বলে উঠেছে এক সাথে…এবং সহজ করেই নেয়া সম্ভবপর হয়েছে টেষ্টে ৩-০ তে ওয়াইট ওয়াশের স্বাধ…যার ফলে গোটা বছরের টানা হতাশা-যন্ত্রনা মুছে ফেলে দেশের কোটি ক্রিকেট পাগল প্রেমিকদের নুতন করে স্বপ্ন দেখা শুরু হলো আবারও…কথায় আছে শেষ ভাল যার সব ভাল তার…তাইত অনেক আশা নিয়ে বুক বেধে থাকা হবে আসছে নুতন বছরটা ভালই কাটবে বলে…ভাল খেলে যে ভাবে উজ্জিবিত এখন দলটা আশা করাই যায় পারফরমেন্সের ধারা অব্যাহত রেখে ভাল কিছু উপহার দিয়ে যাবেন টাইগাররা…আর হাসি মুখ থাকবে সবার…তাই যেন হয়…

No comments.

Leave a Reply