..সাকিব ফিরলেন সেরার মতই..

…বাংলাদেশের ক্রিকেটের নম্বর ওয়ান আইকন ক্রিকেটার যে সাকিব আল হাসান সেকথা সবারই যানা বেশ ভাল করেই…বিশ্ব ক্রিকেটের র‌্যাকিংএ যে সবার উপরে সাকিব…তাইত সেরা সাকিব…যাকে নিয়ে মাতামাতির যেন শেষ নেই…দেশের ক্রিকেটের সবচেয়ে প্রিয় এ ক্রিকেটারটি কদিন আগেও ছিলেন দলের বাইরে…সাসপেন্ডের কারনেই তার খেলা হয়নি মূল জাতীয় দলের হয়ে…যখন ফিরলেন তখন যেন রাজকীয় ঢংই ফিরলেন…বোঝালেন কেন তিনি সেরা…মিরপুর ষ্টেডিয়ামে সফরকারী জিম্বাবের সাথে ২৫অক্টোবর শুরু হওয়া প্রথম টেষ্টের পহেলা দিন যখন দলনায়ক মুশফিক সাকিবের হাতে বল তুলে দিলেন তখন দর্শকদের সেকি উল্লাস আর করতালি…সাকিব তার প্রতিদানও দিলেন…নিজেতো হাঁসি মুখে মাঠ ছাড়লেনই ছড়িয়ে দিয়েছেন যেন সবার মাঝেই আনন্দের হাঁসিমুখ…অনেকদিন পর স্বভাবজাত দুর্দান্ত বল করে তুলে নেন ৬ উইকেট…ফলে জিম্বাবের ইনিংস গুড়িয়ে যায় মাত্র ২৪০ রানে…যা থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যেন সবাই প্রথম দিনেই…

…সাকিবের এমন হাঁসি মুখ-উল্লাস টেষ্ট জয়ের মাঝে সবার মাঝেই ছড়িয়ে পরুক এমনতর প্রত্যাশা থাকলো…

…এখানে স্মরনযোগ্য যে এনিয়ে সাকিব টেষ্টের এক ইনিংসে ১২ বার ৫ বা তারও বেশী উইকেট লাভের অনন্য কৃতিত্ব দেখালেন…মিরপুরে ২৪.৫ ওভার বল করে জিম্বাবের বিরুদ্ধে সাকিবের ৫৯ রানে ৬ উইকেট দখল ছিলো টেষ্টে তার দ্বিতীয় সেরা বোলিং…এর আগে ২০০৮ সালে চট্রগ্রাম টেষ্টে নিউজিল্যান্ডের সাথে ৩৬ রানে সর্বোচ ৭ উইকেট লাভ করে সেরা বোলিং নৈপূন্য দেখান সাকিব…ওদিকে দেশের বাইরে সাকিবের সেরা বোলিংটি ছিলো ২০০৮ সালে সেঞ্চুরীয়ান টেষ্টে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে ২৮ ওভারে ৯৯ রানে ৬ উইকেট লাভ…

…টেষ্ট দলনায়ক মুশফিক যেন সাকিবকে বোঝাচ্ছেন হারের বৃত্ত থেকে জয়ের স্বাধ পেতে হলে তোমাকে ভাল খেলতেই হবে…

…গ্রেট অলরাউন্ডার সাকিব বল হাঁতে তার কাজটা বেশ ভাল ভাবেই করে দিয়েছেন…এখন ব্যাটসম্যানরা একটু দায়িত্ব নিয়ে ব্যাট করে বড় ইনিংস দাড় করাতে পারলেই হলো…তবেই এটেষ্টটা জয়ের আশা করাই যায়…খেলার পর সাকিব বেশ বিনয়ের সাথেই বল্লেন বল হাতে নেয়ার পর যখন প্রিয় দর্শকদের জোড় করতালি আর উল্লাস কানে বাজলো তখন যেন ভুলে যাওয়া হলো দলের বাইরে থাকার যত যন্ত্রনা…আর দারুন ভাবে উজ্জিবিত করলো ভাল করার…অতঃপর সবার মুখে হাঁসি ফোটাতে পেরে সাকিব যেন হলেন পরিতৃপ্ত…বড় ভরসার নামই যে সাকিব আর তাই আশাকরি সাকিব বোলিংয়ের পর ব্যাট হাঁতেও জ্বলে উঠে দলকে এটেষ্ট জেতাতে বড় ভুমিকা রাখবেন…তাই যেন হয়…

…৬উইকেট লাভের পর খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি সাকিব…

…সাকিবের সেরা বোলিং নৈপূন্য গুলো…

No comments.

Leave a Reply