ক্রীড়া সাংবাদিকতা ও ধারাভাষ্য জগতের দুই নক্ষত্র কামরুজ্জামান ও মন্জুর হাসান মিন্টু

…অনেকদিন পর ”টিভি চ্যানেল২৪”এ দেখা হলো এদেশের ক্রীড়া সাংবাদিকতা আর ক্রীড়া ধারাভাষ্য জগতের দুই নক্ষত্র যথাক্রমে কামরুজ্জামান ভাই ও মন্জুর হাসান মিন্টু ভাইকে…শোনা হলো তাদের অনেক কথা…দুজনেই ছিলেন ঢাকার ফুটবলের খ্যাতিমান খেলোয়াড় এবং খেলার জগতের সবারই প্রিয় মুখ…জামান ভাই ও মিন্টু ভাই দুজনেই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র…এদুজনার হাত ধরে অনেকেই উঠে এসেছেন লেখালেখি ও ধারাভাষ্য জগতে…বিনয়ী,ভদ্র-অমায়িক স্বভাবের দুজনার উৎসাহ ছিলো অনেকেরই প্রেরনা..আশি দশকে চট্রগ্রাম থাকাকালীন জামান ভাইয়ের সান্নিধ্যে আসা হয় আমার…বলব শ্রদ্বেয় জামান ভাইয়ের কল্যানেই সে সময় দৈনিক বাংলায় আমার বেশ কিছু লেখা প্রকাশিত হয়…

…স্মৃতির পাঁতায় কামরুজ্জামান ভাই…

…স্মৃতির পাঁতায় মিন্টু ভাই…

…জামান ভাই ছিলেন আজাদ স্পোটিং ক্লাবের আক্রমন ভাগের খেলোয়াড়…খেলেছেন ষাট দশকে ..ওদিকে মিন্টু ভাই ছিলেন গোল রক্ষক…ওয়ান্ডার্রাসের হয়ে খেলে খ্যাতির চুড়ায় উঠেন মিন্টু ভাই…ইষ্ট পাকিস্তানের হয়ে জাতীয় ফুটবলও খেলেছেন…মিন্টু ভাই পাকিস্তান দলেও খেলেছেন…১৯৫৮ সালে জার্কাতা এশিয়াডে ঠাই করে নিয়েছিলেন মূল পাকিস্তান দলে..এছাড়া মিন্টু ভাই ব্যাডমিন্টন ও ক্রিকেটও খেলেছেন দাপট দেখিয়ে…ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারন সম্পাদকও ছিলেন মিন্টু ভাই..ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মিন্টু ভাই রাষ্ট্রীয় পুরস্কারও লাভ করেছেন…জামান ভাই অবশ্য ফুটবলের পাশা পাশি ক্রিকেট লীগও খেলেছেন সুনামের সাথেই…ব্যাট হাতে ঢাকা ক্রিকেট লীগে সেঞ্চুরীও হাকিয়েছেন ৩টি…খেলতেন ন্যাশনাল স্পোটিং ক্লাবের হয়ে…জনপ্রিয় ও বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব মরহুম আতাউল হক মল্লিক ভাই ও জামান ভাইয়ের হাতেই গড়ে উঠেছিলো ন্যাশনাল স্পোটিং ক্লাবটি..জামান ভাই ছিলেন দৈনিক বাংলার ক্রীড়া সম্পাদক…সে সময়টায় দৈনিক বাংলার খেলার পাতা ছিলো দারুন জনপ্রিয়…

One Response to “ক্রীড়া সাংবাদিকতা ও ধারাভাষ্য জগতের দুই নক্ষত্র কামরুজ্জামান ও মন্জুর হাসান মিন্টু”

  1. Manjoor milki

    Oct 21. 2014

    Missing Doinik Banglar Sports Page. Late Masud Ahmed Rumi Bhai Also.

    Reply to this comment

Leave a Reply