…বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেন্জ ক্রিকেট দলকে সাহায্যের হাত বাড়িয়ে ক্রীড়া প্রেমী প্রধান মন্ত্রী শেখ হাসিনা লজ্জায় ডুবালেন ক্রিকেট বস পাপনকে…

…প্রধান মন্ত্রী শেখ হাসিনার মাঝে ভারতের আগ্রায় সিরিজ জয়ী বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেন্জ ক্রিকেট দল…এ ছবিটা ক্রিকেট বস পাপনকে লজ্জায় ডুবালো বলতেই হয়…

…বিশ্বকাপ ফুটবলের কারনে ক্রিকেটের একটা সুখকর সংবাদ অনেকটা ঢাকা পড়ে যায়…বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেন্জ ক্রিকেট দলের ভারতের আগ্রায় অনষ্টিত দুদেশের চ্যালেন্জ ক্রিকেটে সিরিজ জয়ের খবরটির কথাই বলছি…ভারতের আগ্রার ডিজেবল স্পোটং দলের বিরুদ্ধে ২-১ এ সিরিজ জয় করে দেশে ফিরেছিলো আমাদের দলটি…দলনায়ক মহসীনের নেতৃত্বে দলটি খেলতে গিয়েছিলো আগ্রায় অনেকটা অসহায় ও অবহেলার মাঝেই…বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেন্জ ক্রিকেট দলটির ভারত সফরের আগে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টাস এসোসিয়েশনের সভাপতি সংগঠনের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দলকে জার্সী তুলে দিয়েছিলেন…

…প্রতি খেলার পরই আগ্রা হতে টেলিফোনে আমাকে খুশির খবর দিয়েছিলো মহসীন…যা সবার নজড়ে আনার জন্য তড়িৎ ফেইস বুকে আপডেটও করেছিলাম…বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেন্জ ক্রিকেট দলের ভারতের আগ্রায় অনষ্টিত চ্যালেন্জ ক্রিকেটে সিরিজ জয়ের খবরটি লোকাল পত্রিকায় ফলাও করে ছবি সহ প্রকাশ করেছিলো…দুঃখজনক হলেও সত্য যা আমাদের নিউজ মিডিয়ায় আসেনি…

…প্রধান মন্ত্রী শেখ হাসিনা ট্রফি হাতে বালাদেশ ফিজিক্যাল চ্যালেন্জ ক্রিকেট দলের দলনায়ক মহসীনের সাথে…

…ফেইস বুকের কল্যানে এসংবাদ বলব ক্রিকেট বোর্ডের আনেকেরই নজড়ে এসেছিলো…তবে বোর্ড কর্তাদের মনে কোন রেখাপাত বা নজড় কাড়েনি বলাই যায়…বলতে হয় রীতিমত আমাদের খেলা পাগল প্রধান মন্ত্রী শেখ হাসিনার নজড় এড়ায়নি…খবরটি অবগত হবার পর প্রধান মন্ত্রী শেখ হাসিনা খুশি হয়ে গুরুত্ব সহকারে এবং আন্তরিক ভাবেই সহানভুতি প্রকাশ করেই ক্ষান্ত হননি বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেন্জ ক্রিকেট দলের সাথে দেখা করারও আগ্রহ প্রকাশ করেন…আমাদের ক্রীড়াপ্রেমী প্রধান মন্ত্রী শুধু দেখাই করেননি দলটির সাফল্যে দারুন ভাবে খুশি হয়ে দলকে ১ কোটি টাকা অনুদান প্রদান করা ছাড়াও সকল খেলোয়াড়কে নগদ ১ লাখ টাকা করে দিয়েছেন…

..সিরিজ জয়ের ট্রফি নিচ্ছেন দলনায়ক মহসীন…ডানে সাক্ষৎকার দিচ্ছেন মহসীন..

…শুধু কি তাই প্রধান মন্ত্রী দলটিকে সব ধরনের সাহায্য সহযোগীতা প্রদানেরও আশ্বাস দিয়ে বলব দারুন ভাবে উৎসাহিত করেছেন…বলেছেন এরপর দলটির বিদেশ যাবার যাবতীয় ব্যায়ভার সরকার প্রদান করবে.. খেলা পাগল আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা সিরিজ জয় করে ট্রফি ঘরে বয়ে আনার জন্য দলটিকে অভিনন্দন জানান…তিনি বলেন এজয় আমাদের খেলাধুলার এক বড় অর্জন…প্রধান মন্ত্রী খুশি মনে দীপ্ত কন্ঠেই বলেন নানা কারনে শারীরিক ভাবে অক্ষম প্রতিবন্ধী আমাদের ছেলেদের একটুখানি সুযোগ সুবিধা দিলে তারা হয়ে উঠতে পারে সোনার ছেলে…একথা প্রসঙ্গে প্রধান মন্ত্রী যেন গর্ব ভরেই তুলে ধরেন ক্রিকেট দলের সিরিজ জয় এবং আন্তর্জাতিক বিশেষ অলিম্পিকে বাংলাদেশ দলের ২১ স্বর্ন জয়ের স্মরনীয় সাফল্যের কথা…

….সিরিজ জয়ী ট্রফি ও সেরা খেলোয়ারের পুরস্কার হাতে বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেন্জ ক্রিকেট দলের খেলোয়াড়েরা…

…প্রতিবন্ধীদের খেলাধুলার নানা সমস্যার কথা মাথায় রেখেই ক্রীড়াপ্রেমী প্রধান মন্ত্রী তাদের জন্য অচিরেই আলাদা ভাবে ক্রীড়া কমপ্লেক্স গড়ার কথা জোড় দিয়েই বলেন…শুধু তাই নয় আলাদা ভাবে বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেন্জ ক্রিকেট দলের জন্য অপিস রুম দেবার এবং ত্রিদেশীয় একটা ক্রিকেট টুর্নামেন্টের ব্যাবস্থা করে দেবার কথাও ঘোষনা দেন.. খেলার পাগল প্রধান মন্ত্রীর আর্তিক অনুদান এবং এতসব সাহায্য সহযোগিতার কথা বলতে হয় দারুনভাবে অনুপ্রানিত করেছে বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেন্জ ক্রিকেট দলটিকে…তারা যেন কল্পনাও করতে পারেননি প্রধান মন্ত্রী এভাবে সহানুভুতি প্রকাশ করে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন…

…বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেন্জ ক্রিকেট দলের সিরিজ জয়ের খবর পত্রিকার পাঁতায় পাঁতায়…

…বলতেই হয় প্রধান মন্ত্রীর এতসব সাহায্য সহযোগীতা আমাদের ক্রিকেট বোর্ডকে যেন বড় করে লজ্জায় ফেলে দিয়েছে…বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেন্জ ক্রিকেট দলের এসাফল্যে কোথায় ক্রিকেট বোর্ড প্রধান পাপন সাহেবেরই সবার আগে এগিয়ে আসা উচিত ছিলো…অথচ তার তরফ থেকে কোন সহযোগীতা তো পরে অভিনন্দন বার্তাটাও জুটেনি…লজ্জাজনক ব্যাপারই বটে… দেশের ক্রিকেটের বস হিসেবে এব্যাপারে পাপন সাহেবের অনেক কিছুই করার ছিলো…বেচারা ক্রিকেট বস পাপন সাহেব আছেন মহা ঝামেলায়…একদিকে তিন মোড়লের অত্যাচার…আর অন্য দিকে সাকিব-তামিম জ্বড়ে আক্রান্ত হয়ে যেন রীতিমত বেকাদায় পড়েছেন…অনেক কিছুই তাই মাথায় খেলে না…একটা মওসুম লীগ হলোনা…ওদিকে নিজের যায়গাটা ফাঁকা হওয়ায় এনএসসির কোঠায় যে একজন পরিচালক এর পদ যে মাসের পর মাস শূন্য রয়েই গেলো তা বেমালুম ভুলেই আছেন…ভুলে আছেন নাকি প্রয়োজন বোধ করছেন না তা তিনিই ভাল জানেন…

…টিভি পর্দায় বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেন্জ দলের সিরিজ জয়ের সংবাদ…ডানে সফল দলনায়ক মহসীন…

…তবে দূর হতে ক্রীড়াপ্রেমী প্রধান মন্ত্রী শেখ হাসিনাই যা করে দেখালেন তার প্রশংসা না করলেই নয়…খেলার প্রতি আন্তরিকতা-ভালোবাসা-মায়ার টান যে খেলার পাগল প্রধান মন্ত্রীর ছিলো..আছে..তারই আর এক নমুনা যেন আবারও আমরা দেখলাম বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেন্জ ক্রিকেট দলটার প্রতি আলাদা ভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেবার মাঝেই…এজন্য বিশেষ ভাবে ধন্যবাদ জানাতেই হয় প্রধান মন্ত্রীকে…

…মহসীন আগের বারের ভারত সফরের ছবির এ্যালবাম দেখাচ্ছেন বাংলাদেশ দলের প্রাক্তন দলনায়ক গাজি আশরাফ লিপুকে…

…এখানে স্মরনযোগ্য যে এবারেই প্রথম নয় এর আগেও ভারতে খেলতে গিয়েছিলো বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেন্জ ক্রিকেট দলটি…কদিন আগে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টাস এ্যাসোসিয়েশনের প্রীতি  ক্রিকেট ম্যাচে খেলতে এসে তারই ছবি দেখালেন দলনায়ক মহসীন…ক্রিকেটের প্রতি তাদের আগ্রহ দেখে মুগ্ধ না হয়ে পারিনি…মহসীন ভারত সফরের ছবির এ্যালবাম দেখিয়েছিলেন অনুষ্টানের অতিথি বাংলাদেশ দলের প্রাক্তন দলনায়ক গাজি আশরাফ লিপুকেও…

…প্রধান মন্ত্রীর কার্যালয়ের সামনে বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেন্জ ক্রিকেট দলের সাথে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টাস এসোসিয়েশনের সভাপতি জুনায়েদ পাইকারকে দেখা যাচ্ছে…

 

2 Responses to “…বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেন্জ ক্রিকেট দলকে সাহায্যের হাত বাড়িয়ে ক্রীড়া প্রেমী প্রধান মন্ত্রী শেখ হাসিনা লজ্জায় ডুবালেন ক্রিকেট বস পাপনকে…”

  1. Faisal Khan

    Jul 16. 2014

    Ami Faisal Khan Shumit ,Vice Captain Bangladesh Cricket Association For The Physically Challenged team . Ami ae series ar Man of the series trophy ta jeetaycee .khub vhalo lagchay ae news gulo dhakay, hothat koray kamon jano shopno shopno lagchay ,Aj Honorable Prime Minister, Madam Sheikh Hasina amader jonno ja korlan , ta amra shopnay o chinta kore nai ,Thank you Honorable Prime Minister, Madam Sheikh Hasina.
    thank you press an Media r journalist vhai bon der , amader neya ato likhar jon o . khub vhalo laglo ae khobor ta poray , kingtu ae news ar kichu bapar a amar aktu demot achay .

    ” দুঃখজনক হলেও সত্য যা আমাদের নিউজ মিডিয়ায় আসেনি… ” ae kotha thik na , amader duetee bejoy ar khobor N-tv and eakush a tv aty prochar hoya chelo .

    Papon shaheb othoba BCB ama der akhon o অভিনন্দন বার্তা na delay o , BCB kingtu India A khaltay jabar agay amader practice Facility detay caya chelo , amrae borong India cricket team tokhon dhakay obostan koray oe BCB r daw a practice Facility nai nai .

    poreshas a ae tai bolbo , shobai k dhonobaad amader neya ato likhar jon o.

    Reply to this comment
  2. admin

    Oct 19. 2014

    ..dear Sumit bhai ami likhechilam …বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেন্জ ক্রিকেট দলের ভারতের আগ্রায় অনষ্টিত চ্যালেন্জ ক্রিকেটে সিরিজ জয়ের খবরটি লোকাল পত্রিকায় ফলাও করে ছবি সহ প্রকাশ করেছিলো…দুঃখজনক হলেও সত্য যা আমাদের নিউজ মিডিয়ায় আসেনি…ami ashole mean korechi oder local paper je bhabe highlights koreche ta amader akhane kora hoyni obhabe…kothayo kora hoyni ta bolini…but ami fb charao amar site a 2/3 bar tule dhorechi…ai report a 18ti chobi diye tule dhorechi..but apni kinttu akta bar o alada bhabe akta tnx o dilen na…any way tnx apnar comments er jonno…apnader sobar monggol r agamite r o valo khelar kamona korchi..

    Reply to this comment

Leave a Reply