স্বাধীনতা যুদ্বের আগেই রকিবুলের ব্যাটে “জয় বাংলা” ষ্টিকার

…. এ এক ঐতিহাসিক মহুর্ত … ১৯৭১ সালে যুদ্ব শুরুর ঠিক কিছুদিন আগে ২৬ ফেব্রুয়ারী বিসিসিপি একাদশ দলের
আড়ালে মূল পাকিস্তান দলের হয়ে একমাত্র বাঙ্গালী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক একাদশের বিরুদ্বে বেসরকারী টেষ্টে আজমত রানার সাথে ব্যাট ওপেন করতে নামছেন বাংলার  টসবগে দামাল ছেলে তরুন রকিবুল হাসান…মহুর্তটা ঐতিহাসিক হয়ে আছে একারনে যে সেদিন ১৮ বছরের তরুন বীর রকিবুল হাসান অনেক ভয় ভীতির মাঝেও ব্যাটে ”জয় বাংলা” ষ্টিকার  লাগিয়ে খেলতে নেমে যেন সবাইকে তাক লাগিয়ে দেন…এ ছিলো তরুন রকিবুলের এক অসাধারন সাহসী পদক্ষেপ…যা ছিলো প্রশংসনীয়…

সে সময়টায় রকিবুল ব্যাট হাতে বার বার জ্বলে উঠা সত্বেও বাঙ্গালী ক্রিকেটার বলে তাকে অবহেলার দৃষ্টিতে দেখে বারবার দুরে ঠেলে রাখা হত…তবে আন্তর্জাতিক একাদশের বিরদ্বে সেই বেসরকারী টেষ্টের আগেই মরসুমে তিন তিনটি দর্শনীয় শতরান হাঁকিয়ে রকিবুল টেষ্ট খেলার দাবী জোড়ালো করে নির্বাচকদের নজড় কাড়েন ভালভাবেই..এবং নিজ যোগ্যতার গুনেই একমাত্র বাঙ্গালী ক্রিকেটার হিসেবে  টেষ্ট দলের ওপেনারের জায়গাটি দখল করে খেলার সুযোগ করে নেন….বেসরকারী টেষ্টে পাকিস্তান দলের হয়ে খেলেন  দলনায়ক ইন্তেখাব আলম-সাঈদ আহমেদ-মুস্তাক আহমেদ-জহির আব্বাস-আজমত রানা-ওয়াসিম বারী-আসিফ মাসুদ-সরফরাজ নওয়াজ-আফতাব বালুচ-শওকত রানা-রকিবুল হাসান-দ্বাদশ ব্যাক্তি তানভির মাযহার তান্না..আন্তর্জাতিক কমনওয়েলথ একাদশে টেষ্ট ক্রিকেটার ছিলেন ইংল্যান্ডের এম.জে.ষ্টুর্য়াট(দলনায়ক),আর.এন.এস.হবস-জে.টি.মারে-ডি.এন.এফ.ন্লেভ-আর.এম.এইচ.কোটাম-অষ্ট্রেলিয়ার এম.জি.এন হক-পাক টেষ্ট তারকা ইফনুস আহমেদ-এন.গিফোড-আর.টি.ভাজিন-এম.পিলিং-ডি.জে.শের্ফাড-ওয়েষ্ট ইন্ডিজের রোন্লড জর্জ অলফন্সো হিডলে..

..১৯৭১ সালের রকিবুলের খেলার কিছু উল্লেখ করার মত রির্পোট..

…একদিকে স্বাধীনতা যুদ্বের ঠিক প্রারম্ভে ”জয় বাংলা” আওয়াজের ধ্বনী আরেক দিকে অবহেলার  জেদে রক্ত গরম হয়ে উঠা রকিবুলকে যেন আরো জেদী করে তুলে কিছু একটা  জবাব দেবার জন্য…রকিবুল হাসান কথা প্রসঙ্গে বলেন সে সময়টায় স্বাধীনতার চেতনাটা ভাল ভাবে আসেনি ঠিক তবে বার বার অবহেলায় জিদ চেপে মনের মাঝে স্বাধীকারের চেতনা জাগ্রত ছিলো দারুন ভাবে..তাই দিয়ে ছিলাম যেন তরবারীর প্রতিবাদ..অনেকটা ব্যাট হাতে যুদ্ব ঘোষনার মতই..শেখ কামালের সাথে পরামর্শ করেই ঠিক করেছিলাম ব্যাটে ”জয় বাংলা” ষ্টিকার লাগিয়ে মাঠে নামব..বলব বড় ম্যাচ সেই সাথে মাঠ ভরা দর্শকের মাঝে দীর্ঘ অবহেলার পর টেষ্ট খেলতে পেরে মক্ষম সুযোগটা ভাল ভাবেই কাজে লাগিয়েছিলাম ব্যাটে ”জয় বাংলা” ষ্টিকার লাগিয়ে  মাঠে নেমে..এ যেন ছিলো ব্যাট হাতে যুদ্ব ঘোষনার মতই..যা কিনা আলোড়ন সৃষ্টি করেছিলো দারুন ভাবে..এটা ছিলো আমার গর্ব করার মত স্মরনীয় ঘটনা..

…তরুন বয়সের টগবগে ফাইটিং ক্রিকেটার রকিবুল হাসান…

জয় বাংলা ষ্টিকার ব্যাটে ব্যাবহার করে বীর সাহসী রকিবুল হাসান যেমন বাঙ্গালী  জাতীর বাহবাহ কুড়িয়েছিলেন তেমনি পশ্চিমা পাক শাসকদের হাতে চরম ভাবে নাযেহালও হয়েছিলেন..রকিবুল বলেন খেলায় বাঙ্গালী বলে ওরা আমাকে অবহেলা করে অন্য সবাইকে দেয়া সেই সময়ের  সেরা গ্র্যানিকেলস ব্যাটও দেয়নি..দিয়েছিলো গান এন মুর ব্যাট..তাই জিদটা বাড়িয়ে দেয়..জয় বাংলা ষ্টিকার লাগানোর কারনে টীম ম্যানেজার স্বকোচ করেছিলো..কঠিন জেরা করে জানতে চেয়েছিলো জয় বাংলার মানেটা কি..বোঝানো হয়েছিলো যার মানেই হলো বাঙ্গালী জাতির পূর্ব পাকিস্তান জিন্দাবাদ.. এতে করে ওরা আমাকে দেশদ্রোহী  ঘোষনা করে..এক সময় আমাদের বাসায় হামলা করে
লুটপাটও করা হয়….রকিবুল বলেন সে দিনের স্মৃতি মনে পড়লে যেমন গর্ববোধ হয় তেমনি আজও দারুন ভাবে শিহরন জাগায়..ভাবায়..খেলতে গিয়ে চরম অবহেলার মাঝে কত কষ্টইনা করতে হয়েছে সে সময় গুলোতে…যা ভোলার নয় কিছুতেই..

No comments.

Leave a Reply