হট ”ছক্কা নাঈম” এখন ভেরী কোল্ড সেঞ্চুরীয়ান

….নির্ভরতার প্রতিক যেন নাঈমের অতুলোনীয় টেষ্ট শতরান….

হট “ছক্কা নাঈম” নামটা যেন মুছে দিয়েছেন…হয়েছেন ভেরী কোল্ড…দেখিয়েছেন খেলতে জানা..খেলতে পারাটাই আসল..খেলতে পারলে সব পর্যায়েই ভাল খেলা যায়..টানা দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ঠাই করে নিয়ে তাও আবার টেষ্টে ফিরেই ধর্য্যশীল এক দারুন ইনিংস উপহার দিলেন..২৫৫টি বল খেলে করেছেন প্রথম টেষ্ট শতরান..যার মাঝে রয়েছে ১৭টি বাউন্ডারীর মার..নো ছক্কা..ভাবাই যায়না…এমন কোল্ড নাঈমকেই দেখতে চাই..চাই অমন ধর্য্যশীল আরো অসাধারন ইনিংস..প্রশংসা না করে কি থাকা যায়..

প্রশংসা যেমন প্রাপ্য নাঈমের তেমনি জাতীয় ক্রিকেট দলের নির্বাচকদেরও..যারা নাঈমের প্রতিভার সঠিক মুল্যায়ন করেছেন..নাঈম তার যথাযত প্রতিদানও দিলেন..এখন আর যেন আশরাফুল-আশরাফুল করে গলা ফাঠানোর দিন নেই..আশরাফুল এক সময় ভাল ছিলেন..দুর্দান্ত ব্যাটিং করতেন যা এখন ছায়া মাত্র..লীগ ও জাতীয় লীগে আশরাফুল ভাল খেলুক..বেশ কিছু অসাধারন ইনিংস উপহার দিক..কটা মনমাতানো শতক উপহার দিক তখন না হয় ওর কথা ভাবা যাবে..

….নির্ভরতার প্রতিক যেন ছিলো নাঈমের অতুলোনীয় টেষ্ট শতরান…পাশাপাশি তামিম-সাকিব-মুশফিক-রিয়াদ-নাসির-নাফিসের মনমাতানো ব্যাটিং বাংলাদেশ দল দীর্ঘ বিরতির পর টেষ্ট খেলতে নেমে সম্মানজনক একটা স্কোর দাড় কড়াতে শুধু সক্ষম হয়নি বলা যায় ম্যাচকে ৫ম দিনে টেনে নিয়ে ফলাফল শুন্যের দিকেই যেন এগিয়ে নিয়ে গেছে অনেকখানি..টেষ্টের চতুর্থ দিনে ৪ উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নেমে যদি আর মাত্র ৩৪ রান তুলে নিতে পারে তাহলে বাংলাদেশ এক ইনিংসে সর্বাধিক ৪৮৯ রানই তুলবে না হয়তবা প্রথম বারের মত ৫শতাধিক রান তোলার অনন্য দৃষ্টান্তও গড়বে..ইতিপুর্বে জিম্বাবুয়ের সাথে দলীয় সর্বোচ ৪৮৮ রান সংগ্রহ করেছিলো বাংলাদেশ দল..

..জিম্বাবুয়ের সাথে ম্যাচ জয়ী ব্যাটিং নেপুন্যের পর উল্লাসরত নাঈম…

এর আগে টেষ্ট শুরুর পুর্ব মহুর্তে লিখেছিলাম টেষ্ট ম্যাচ ৫ম দিন অবধি গড়াক চাওয়া শুধু এইটুকুনই..ঠিক তাই যেন হতে চলেছে..বর্তমানে আমেরিকা প্রবাসী এক সময়ের জাতীয় ক্রিকেটার কিপার আতিয়ার কমেন্টস করেছিলো চাওয়াটা একটু বেশী হয়ে গেলনা..এই মহুর্তে বলার কিছু নেই..আতিয়ারের ফিরতি কমেন্টসের অপেক্ষায় থাকলাম..

One Response to “হট ”ছক্কা নাঈম” এখন ভেরী কোল্ড সেঞ্চুরীয়ান”

  1. kishore

    Nov 15. 2012

    Not because Nayeem hit a brilliant century in the match but I always suggested that he should have been in the team constantly! Nayeem is a brilliant batsman, a brilliant fielder, and also a good spin bowler who can always be very handy and so contribute to the nation! As always, talented cricketers should always be recognized for the sake of our country’s future! Congrats, Nayeem!

    Reply to this comment

Leave a Reply