স্বাধীনতাত্তোর ঢাকার ফুটবলের প্রথম ম্যাচের স্মৃতি

স্বাধীনতাত্তোর ঢাকার ফুটবলের প্রথম প্রতিযোগীতামূলক আসরটি বসে ১৯৭২ সালে..স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্ট দিয়েই ফুটবলের জমজমাট লড়াই মাঠে গড়ায়..দেশ স্বাধীন হয়েছিলো যার কিছুদিন আগে..রক্তের দাগ যেন তখনো শুকায়নি..মরা লাশের ঘ্রান হাওয়ায় ভেসে বেড়ায়..সেই সময়টাতে অর্থ্যা দেশ স্বাধীনের ঠিক ৩ মাস পরেই ফুটবলের আকর্ষনীয় লড়াই শুরু হয়েছিলো..

ঢাকা ষ্টেডিয়ামে প্রথম ফুটবল ম্যাচে মুখো মুখি হয়েছিলো বিজি প্রেস ও দিলখুশা ক্লাব..প্রতিদ্বন্দিতাপুর্ন খেলায় বিজি প্রেস ২-১ গোলে দিলখুশাকে হারিয়ে জয়ের স্বাধ নিয়েছিলো..খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ত্রান ও পুর্নবাসন মন্ত্রী কামরুজ্জামান..খেলা মাঠে গড়ানোর আগে শহীদ খেলোয়াড়দের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়..প্রথম ফুটবল খেলাটি পরিচালনা করেন খ্যতিমান রেফারী মুনির হোসেন..

এখানে স্মরনযোগ্য যে প্রথম স্বাধীনতা দিবস ফুটবলের আসরে চ্যম্পিয়ন হয়ে শ্রেষ্টত্ব দেখিয়েছিলো মোহামেডান স্পোটিং ক্লাব..দেশ সেরা ষ্ট্রাইকার সালাউদ্দিনের দু দুটো দর্শনীয় গোলের সুবাদে ফাইনালে ৩-১ গোলে ইষ্টএন্ডকে হারিয়ে ট্রফি জয় করে নেয় মোহামেডান..অপর গোলটি করেন আমিনুল ইসলাম..ইষ্টএন্ডের স্বান্তনাসুচক গোলটি করেন সাত্তার…যাদের স্মরনীয় নৈপুন্যের সুবাদে মোহামেডান দলটি প্রথম চ্যাম্পিয়ন ট্রফি জয়ের স্বাদ নিয়েছিলো তারা হলেন..ননী-জহির-পিন্টু(দলনায়ক)-আইনুল-মইন-কায়কোবাদ-প্রতাপ(আমিনুল ইসলাম)-সালাউদ্দিন-হাফিজউদ্দিন-শামসু ও টিপু..

No comments.

Leave a Reply