১৪ রানের মাথায় ইনিংসের সমাপ্তি টানা..ভাবাই যায়না

cricket old match…ক্রিকেট লীগের খেলায় একটা দল যদি মাত্র ১৪৯ রানে অল আউট হয়ে যায় তখন প্রতিদ্বন্দি দল রান টপকে যাবার স্বপ্নে বিভোর থাকবেন এমনটাইতো স্বাভাবিক তাইনা…তবে দর্শকরা ভাবতেই পারেননি মাত্র ৩৯ রান তুলেই ইনিংস ঘোষনা করা হবে!!!!!..হয়েছেও তাই..আরও অবাক করার মত এবং অকল্পনীয় ঘঠনাও আছে..১৭১ রানের জবাবে অস্বাভাবিক দৃষ্টান্ত সৃষ্টি করে মাত্র ১৪ রান তুলেই ইনিংস ঘোষনা করা হবে এটাতো স্বপ্নেও ভাবা হয়নি…তবে তাই করা হয়েছে…বলব ক্রুটিপূর্ন পয়েন্ট বন্টনের পদ্ধতির কারনেই অমন ন্যাক্কারজনক ব্যাটিং নমুনা প্রদর্শন করা…যাতে করে প্রতিপক্ষ দল বোনাস পয়েন্ট তুলে নিতে না পারে..ভাবুনতো কি অবাক কান্ডইনা করা হয়েছে.. সবাইকে চমকে দিয়েই এমন দুটো নজীড়ই প্রথম বিভাগ ক্রিকেট লীগের ১৯৭৯-৮০ ক্রিকেট মরসুমে ঘটানো  হয়েছিলো …প্রথম বিভাগ ক্রিকেট লীগের খেলায় এদুটো অকল্পনীয় নড়ীড় স্থাপন করে উয়ারী ক্লাব ও ব্রার্দাস ইউনিয়ন ক্লাব দল…

..প্রথম বিভাগ ক্রিকেট লীগের খেলায় উয়ারী ও ব্রার্দাসের যথাক্রমে ১৪ ও ৩৯ রানে ইনিংস ঘোষনার সেই দু ম্যাচের স্কোর..

…প্রথম বিভাগ ক্রিকেট লীগের খেলায় টাউন ক্লাবের ৮ উইকেটে ১৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে সবাইকে রীতিমত অবাক করে দিয়ে উয়ারী ক্লাব ১৫৭ রানে পিছিয়ে থেকে মাত্র ১৪ রান তুলেই ইনিংসের সমাপ্তি ঘোষনা করে!!!!..এবং পুনরায় ব্যাট করতে নেমে ১২৭ রানে অল আউট হয়ে ইনিংস ও ৩০ রানের ব্যবধানে হার স্বীকার করে নিয়েছিলো..মাত্র ১৪ রানের মাথায় ইনিংসের সমাপ্তি টানা এটা একটা অনন্য রের্কড হয়ে আছে..
…ওদিকে প্রথম বিভাগ ক্রিকেট লীগের আরেক খেলায় ধানমন্ডির ১৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্রার্দাস ইউনিয়ন মাত্র ৩৯ রান সংগ্রহ করে ইনিংস ঘোষনা করেছিলো…

No comments.

Leave a Reply