স্বাধীন বাংলাদেশের ক্রিকেটে প্রথম স্মরনীয় টাই ম্যাচ

স্বাধীন বাংলাদেশের ক্রিকেটে প্রথম স্মরনীয় টাই ম্যাচের কথা হয়তবা অনেকেরই অজানা..হবারই কথা..কারন ঘটনাটা যে আজ হতে ৩৯ বছর আগের..১৯৭৩ সালের ক্রিকেট মরসুমের শহিদ স্মৃতি ক্রিকেটে দেশের প্রথম টাই ম্যাচটি দেখেছিলো দর্শকরা..ধানমন্ডি ক্লাব ও গেন্ডারিয়া ক্রিকের্টাসের মধ্যকার নাটকীয়তায় ভরা খেলায় টাই এর ঘটনাটি ঘটে..

খেলায় প্রথমে ব্যাট করতে নেমে বাদশার নিপূন বোলিংয়ের মুখে গেন্ডারিয়া ক্রিকের্টাস মাত্র ৬৬ রানে অল আউট হয়ে যায়..দুজন ব্যাটসম্যান শুধু কিছুটা দৃড়তা দেখাতে সক্ষম হয়..এর মাঝে তাহির ২০ ও মন্জু ১৮ রান করে কৃতিত্ব দেখান..বাকি সবাই মিলে করেন মাত্র ১৭ রান..এর মাঝে সাইদ ৫,আলতাফ ২,সাবেদ ০,সেলিম ৩,মুক্তা ৩,শাকিল ০,শওকত ০ অপঃ..বাদশা ২২ রানে নেন ৬ উইকেট..

বলা যায় এক দিকে খুশি মনে জয়ের আশায় ব্যাট হাতে মাঠে নামে ধানমন্ডি আর অপরদিকে হতাশা ভরা মন নিয়ে বল হাতে মাঠে নামে গেন্ডারিয়া..কে জানত শেষ বেলায় এসে চরম নাটকীয়তা অপেক্ষা করবে..আর খেলার পুরো চেহারাটা বদলে যাবে..এসময় বোলার বাবুল জ্বলে উঠে রীতিমত ত্রাস সৃষ্টি করে ছাড়েন..বাবুলের তোপের মুখে অসহায় হয়ে পড়েন ধানমন্ডির তারকা ব্যাটসম্যানরা..একে একে ব্যাটসম্যানরা আসা যাওয়ার পালায় থাকলে ধানমন্ডির ইনিংসও গেন্ডারিয়ার মতই ৬৬ রানে আটকে যায়..ফলে প্রথম বারের মত খেলা টাই হয়ে যায়..যা কিনা ইতিহাস হয়ে থাকে..প্রথম টাই ম্যাচ কিনা তাই..বাবুল প্রশংসনীয় বোলিং নৈপূন্য প্রদর্শন করে ১৩.৩ ওভার বল করে ৬টি মেডেন ওভার নিয়ে ৩০ রানে একাই নেন সবোর্চ ৮ উইকেট..১১ নম্বর ব্যাটসম্যান বোলার সাজুর দৃড়তায় হার এড়ায় ধানমন্ডি..সাজুর ব্যাট থেকে আসে হার না মানা ২২ রান..এছাড়া বাদশা ১২ ও মাখন ১০ রান তোলেন..বাকি ৮জন মিলে করেন মাত্র ১৯ রান..যার মাঝে নওয়াব ০,রওশন ৫,নজমুল ০,চার্চিল ৫,শাদদত ১,দৌলত ৩,মাহরুফ ৪,জিম ১ রান করেন..

….দৈনিক বাংলায় প্রকাশিত খেলার রির্পোট….

No comments.

Leave a Reply