সেঞ্চুরীয়ান ব্যাটসম্যান-লেখক কামরুজ্জামান ভাই ও রকিবুল ভাই

 

দুই শ্রদ্বাভাজন কামরুজ্জামান ভাই ও রকিবুল হাসান ভাই আমাদের খেলার জগতের দুই দিক পাল..একজন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক আর অপরজন জাতীয় ক্রীকেট দলের প্রক্তন দলনায়ক ও রাষ্টীয় পুরষ্কারে ভ‚ষিত ক্রীড়া ব্যাক্তিত্ব..দুজনেই যে অতি পরিচিত আর সেই সাথে প্রিয় মুখ তা বলতেই হয়..খেলার ভুবনটায় যাদের অবদান ভোলার নয..দুজনেই ক্রীকেট খেলার পাশাপাশি লেখালেখির কাজটা ও করে গেছেন ভাল ভাবেই…সদা অমায়ীক,বন্ধুসুলভ,বিনয়ী ক্রীড়া সাংবাদিক কামরুজ্জামান ভাই শুধু আমার নয় লেখালেখির জগতে অনেকের কাছেই ছিলেন যেন আদর্শ..কামরুজ্জামান ভাই ছিলেন দৈনিক বাংলার ক্রীড়া সম্পাদক..আজও লিখেই চলেছেন আমাদের প্রিয় কামরুজামান ভাই..তেমনি তরুনদের আদর্শ ক্রীকেটার ছিলেন রকিবুল ভাই…রকিবুল ভাই ক্রীড়ালেখক সমিতির সভাপতি ও ছিলেন..একবার ১৯৭৭ সালের ক্রীকেট লীগের আসরে  একবার কামরুজ্জামান ভাই ও রকিবুল হাসান ভাই দুজনেই শতরান হাঁকিয়েছিলেন…

..ক্রীড়াজগত সম্পাদক দুলালের অফিস রুমে এক যুগ পর শ্রদ্বেয় কামরুজ্জামান ভাইকে নিয়ে ক্রীড়া লেখকদের স্মৃতিচারন আড্ডায় আমরা কজন….ছবির ডান দিক হতে কিরন-কানাডা প্রবাসী নাদভী ভাই-দুলাল-জামান ভাই-কানডা প্রবাসী মিল্কি ভাই-চঞ্চল ও ইকবাল কবির..

ক্রীড়ালেখক সমিতির ক্রীকেট দল ১৯৯২..বুয়েটের মাঠে বুয়েট টির্চাসদের সাথে খেলার ছবি

No comments.

Leave a Reply