শ্রীলঙ্কান প্রিমিয়ার লীগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছেন না বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব

হাঁটুতে চোট পাওয়ায় সাকিব আল হাসানকে  বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও। ফলে শ্রীলঙ্কান প্রিমিয়ার লীগ (এসএলপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম আসরে অংশগ্রহণ করতে পারছেন না বাংলাদেশের এই বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব না খেললেও এসএলপিএলে অংশ নেবেন বাংলাদেশের তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাসির হোসেন ও ইলিয়াস সানি। সাকিবসহ বাংলাদেশী এই পাঁচ ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে প্রতিযোগিতার ফ্রেঞ্চাইজি দলগুলো। চোট খুব গুরুতর না হলেও ঝুঁকি নিতে রাজি নন ফিজিও। তাই সাকিবকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তার মতে, বাঁ পায়ের চোট গুরুতর নয়। তবে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য বিশ্রামের প্রয়োজন।’ ফিজিওর সিদ্ধান্তে সাড়া দিয়ে আপতত মাঠের খেলা থেকে দূরে থাকবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে তৈরি হতে হবে তাকে। এর আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে চান এই অলরাউন্ডার।

No comments.

Leave a Reply