তুখোর ষ্ট্রাইকার নকিব

….মোহমেডানের জনপ্রিয় কর্মকর্তা বাবু ভাইয়ের গুলশানের শো-রুমে হঠাৎ করেই দেখা হয়ে গেলো এক সময়ের তুখোর ষ্ট্রাইকার নকিবের সাথে।মনে হয় এইত সেদিন বাফুফের নয়া নিয়ম সেরা এগারোজনে নবীন খেলোয়াড় খেলানোর সুযোগটা নিয়ে মাঠে নামছেন নকিব..
ভাবতেই অবাক লাগে সেই নকিব দীর্ঘ পথ পেরিয়ে খেলা হতেও বিদায় নিয়েছেন কবছর হলো।
সেদিনের টগবগে তরুন নকিবকে আজ খোচা খোচা দাড়িতে দেখে মেলানোই যায়না এই সেই নকিব যে কিনা এক সময় ঢাকা ষ্টেডিয়াম কাঁপাতেন আর মাতিয়ে রাখতেন এক একটি মনমাতানো ও দর্শনীয় গোল করে..ছিলেন চার চারবার লীগের সবোর্চ গোলদাতা..মাঝে একবার ১৬ গোল করেও মাত্র ১ গোলের ব্যাবধানে পিছিয়ে থেকে সবোর্চ গোলের সুযোগ হাত ছাড়া হয়..নয়ত গ্রেট ষ্ট্রাইকার আসলামকে টপকে একক ভাবে সর্বাধিক ৫ বার সবোর্চ গোলদাতার অনন্য রের্কডটি নিজের করে নিতে পারতেন..জানালেন এনিয়ে তার কোন হতাশা বা দু:খ নেই..বলেন যা করেছি যে সম্মান পেয়েছি তাতেই তৃপ্ত..নকিবের রয়েছে ঢাকা লীগ ফুটবলে শতাধিক গোলের অসাধারন নজীর..বাংলাদেশ দলের হয়েও তার রয়েছে বেশ কটি দৃষ্টিনন্দন গোল..ফুটবলের অতীত-বর্তমান নিয়ে আলাপ কালে নকিবের সরল কথা দরদ দিয়ে ভাল খেলা আর ক্লাবের প্রতি মমত্ববোধ আজকাল চোঁখে পড়েনা…..

….স্বপরিবারে আজকের নকিব….

Comments are closed.