এক সময়ের খ্যাতিমান চৌকস ক্রিকেটার আসিফ খাঁন

ঢাকার ক্রিকেটের এক সময়ের খ্যাতিমান চৌকস ক্রিকেটার আসিফ খাঁন…আজাদ বয়েজ ক্লাবের হয়ে খেলেই যেন আসিফ নিজেকে তুলে ধরেন সবার মাঝে..এরপর মোহামেডানে যোগ দিয়ে জ্বলে উঠেন দারুন ভাবে..দুবার ছিলেন সর্বোচ রান সংগ্রহের শীর্ষে….কখনো ব্যাট হাতে..কখনো বা  বল হাথে..কিংবা ব্যাটে-বলে চৌকস নেপুন্য প্রদর্শন করে নজড় কারেন সবার..মুল বাংলাদেশ দলে খেলা হয়নি তবে সফরকারী ডেকান বুলজের সাথে খেলা ছাড়াও সাউথ এশিয়ান ক্রিকেটে বাংলাদেশ টাইর্গাসের হয়ে খেলেছেন…আসিফ খেলা ছেড়েছেন অনেক আগেই তবে ক্রিকেট ছাড়েননি..নানা ভাবেই ক্রিকেটের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন..বিসিবির নানা কর্মকান্ডেও নিজেকে জড়িয়ে রেখেছেন..

আসিফ খাঁন ২০০৬ সাল হতে ২০০৮ সাল অবধি জাতীয় ক্রিকেট দলের একজন সফল ম্যানাজার হিসেবে দায়িত্ব পালন করেন..বিদেশের মাটিতে জিম্বাবের বিরুদ্বে প্রথম সিরিজ জয়ের স্বাদটি আসে তার হাত ধরেই..এরপর বিশ্ব কাপ এবং ভারত ও লংকার সাথে সিরিজেও ম্যানাজারের দায়িত্ব পালন করেন..স্মৃতির পাতা ঘাটতে গিয়ে আসিফ খাঁনের দুটো অতুলোনীয় অলরাউন্ড নৈপুন্যের স্মৃতি খুব মনে পড়ছে..যা এখানে না তুলে ধরে পারলাম না..এখানে স্মরনযোগ্য যে আসিফের নেতৃত্বে ঢাকা একবার জাতীয় যুব ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিলো..এছাড়া জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলেও কৃতিত্ব দেখিয়েছেন আসিফ..ছিলেন দলের অপরিহার্য্য খেলোয়াড়…

No comments.

Leave a Reply